ভাই ফরেক্স একটি ব্যবসা । অন্যান ব্যবসার মত এখানে লাভ লস আছে । লসটাকে তাই স্বাভাবিকভাবে মেনে নিতে হবে । লস্ একসেপ্ট করার মানসিকতা যদি না থাকে তাহলে লসই করতে হবে । প্রফিট ভাগ্যের ব্যাপার ঠিক আছে , মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে ।
Printable View
ভাই ফরেক্স একটি ব্যবসা । অন্যান ব্যবসার মত এখানে লাভ লস আছে । লসটাকে তাই স্বাভাবিকভাবে মেনে নিতে হবে । লস্ একসেপ্ট করার মানসিকতা যদি না থাকে তাহলে লসই করতে হবে । প্রফিট ভাগ্যের ব্যাপার ঠিক আছে , মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে ।
ভাই সবকিছুই তো ভাগ্যের ব্যাপার কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে।ফরেক্সে সফলতা আনতে হলে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে এর কোন বিকল্প নাই।আপনি যত বেশি ডেমো ট্রেড করবেন তত বেশি দক্ষ হবেন।
ফরেক্স হোল ইন্টারন্যাশনাল বিজনেস আর বিজনেস এ আপনি যেমন ভাবে করতে পারবেন আপনাকে তেমন ভাল বিজনেস প্রফিট দেবে ।ফরেক্স করা খুব এ এয়াস্য।ফরেক্স দিয়ে ইনকাম করতে ভাগ্য না আপনার অভিজ্ঞতা লাগে ভাল করে বুজা লাগে ফরেক্স সম্পর্কে ফরেক্স মার্কেট এর খবর নেওয়া লাগে তবেই ফরেক্স দিয়ে ভাল ইনকাম করা যায়
সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেওয়াটা একেবারে উচিত না।ফরেক্স মাকেটে প্রফিট করতে হলে আপনাকে মাকেট সমন্ধে দক্ষ হতে হবে।ট্রেডিং কৈৗশল ভাল জানতে হবে।ট্রেড করার ক্ষেতে লস হতে পারে সেই লসটাকে স্বাভাবিক ভাবে মেনে নিতে হবে।একটা কথা মনে রাখবেন ভাগ্য ইচ্ছে করলে নিজের পরিশ্রম দ্বারা পরিবতন করা যায়।
ব্যবসা নির্ভর করে মূলত লাভ-লস এর উপর । প্রতিটা ব্যবসাতেই লাভ-লস রয়েছে । লাভ লস ছাড়া কখনই কোনো ব্যবসা সম্ভব নয় । ফরেক্সও এর বেতিক্রমি নয় ।এখানেও লাভ লস আছে ।এখানে প্রফিট করার পিছনে আপনার ভাগ্যই আপনাকে এগুতে সাহায্য করবে । কিন্তু একটা কথা কি নিজের ভাগ্য অন্যজন গড়ে দিতে পারে না আপনার নিজের ভাগ্য আপনাকে নিজে নিজেই গড়ে নিতে হবে ।
দেখুন, ভাগ্যকে বিশ্বাস করতেই হবে। আমার কপালে রিজিক যদি ফরেক্সের মাধ্যমে লিখা না থাকে তাহলে আমি এখানি টিকতেই পারব না। কিন্তু আমার ভাগ্য তো আমি জানি না। চেষ্টা করতে হবে যাতে আপনার বা আমার ট্রেডিং এ কোন ঘাটতি না থাকে। জয় পরাজয় পরের ব্যাপার যদি চেষ্টাই না করি তাহলে সাফল্য বা লাভ হবে কিভাবে!
ফরেক্সে ভাগ্য বলে কিছু নেই। সঠিক এনালাইসিস, সঠিক সিদ্ধান্ত আপনাকে লাভের মুখ দেখাবে। তাড়াহুড়ো করবেন, সম্ভাবনার তুলনায় লোভবশত বেশি ট্রেড করবেন তো ডুবতে হবে। আসলে ফরেক্সে এনালাইসিস, সিদ্ধান্তের মধ্য দিয়ে নির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্য রেখে এগিয়ে চলতে হয়। তা হলে আপনাকে আটকানোর কেউ নেই। আমি ফোরামের সব ট্রেডারদের ধৈর্য্য ও সংযমের কামনা করছি।
না কথাটা সত্য নয় । কেননা যে যত বেশী দক্ষ সে তত বেশী প্রফিট অর্জন করতে পারে । অভিজ্ঞতা হল আসল বিষয় । এটা তো ভাগ্যের উপর নির্ভর করতে পারে না । কারণ কর্ম গুনে যার যে ফল ভোগ করবে । যার কর্ম ভালো হবে সে তো সফল হবে । আর যে কর্ম ভালো করবে না সে তো সফল হত পারবে না । সুতরাং প্রফিট অর্জন করা সম্পূর্ন নিজের দক্ষতার উপর ।
আমি মনে করি প্রফিট করা কিছুটা ভাগ্যের ব্যবপার । মাঝে মাঝে অনেক ট্রেডাররা বেশি প্রফিটের জন্য বড় ধরনের ট্রেড করে খুব রিস্ক নিয়ে , হয়তো সেদিন তাদের প্রফিট সেদিন হতো না কিন্তু ভাগ্যের জোরে তা হয়ে গেছে । আবার এমনও অনেক ট্রেডাররা আছেন যারা অনেক ভালো মানের ট্রেডার , ভালো ট্রেড করতে পারে তারাও মাঝে মাঝে লস করে । সব ধরনের ব্যবসায় লাভ ও লস থাকে কিন্তু মাঝে মধ্যে ভাগ্যের ও ব্যপার থাকে । তাই প্রফিট করাও ভাগ্যের ব্যাপার হয়ে থাকে তবে সব ক্ষেত্রে নয় ।
ভাগ্যতো বটেই। বরং বলতে পারেন সৌভাগ্য। আমরা যদি মন দিয়ে , শ্রম দিয়ে, ধন দিয়ে এবং আমাদের মেধা দিয়ে ট্রেড শিখি তাহলে আমাদের ভাগ্য আমাদের প্রতি সুপ্রসন্ন হবে। অন্যথায় এটা হবে আমাদের জন্য দূর্ভাগ্য। একমাত্র আমাদের ট্রেডের অভিজ্ঞতাই পারে আমাদের ভাগ্যকে খুলে দিতে। যদি আল্লাহ আমাদের সহায় হন।