-
ফরেক্স মার্কেটে অধিকাংশ নতুন ফরেক্স ট্রেডাররা শতকরা ৯৫ জন লস করে । অধিকাংশ মার্কেটে লোভের বসে ট্রেড করে থাকে । লোভের বসে ট্রেড করলে মার্কেট যদি একবার আপনার বিপরীতে যায় তাহলেই আপনার এ্যাকাউন্ট শূন্য হতে সময় দিবে না । তাই অামরা ভালোভাবে দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।
-
ফরেক্স মার্কেট এ ৯৫ % নতুন ট্রেডার এর লস করার কারন হল তারা নিয়ম মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে চাই না তারা নিজের মত করে ফরেক্স মার্কেট এ ট্রেড করে তার কারন এ তারা ফরেক্স মার্কেট এ লস করে যারা বুঝে ফরেক্স মার্কেট এ ট্রেড করে তারা ফরেক্স মার্কেট এ টিকে থাকে আর অনেক অনেক অনেক ডলার লাভ করে তাই ভাল করে সিখে ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করা উচিত আমি মনে করি
-
ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যা কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর দ্বারা কখোনোই নিয়ন্ত্রণ সম্ভব নয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে সঠিক নিয়মে ট্রেড করতে হবে৷এখানে গোরামীর বা আবেগের প্রশ্নই আসেনা৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
-
শতকরা ৯০-৯৫ ভাগ ফরেক্স ট্রেডার তার কাঙ্ক্ষিত স্থানে যায় না। আমরা সবাই জানি যে লোভে পাপ আর পাপে মৃত্যু । লোভের বসে ট্রেড করলে মার্কেট যদি একবার আপনার বিপরীতে যায় তাহলে আপনার ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না।
-
ফরেক্স মার্কেট এ যে ৯০-৯৫% লাভ করা যাবে এর জন্য ফরেক্স এর এতো পরিমান জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে যে ফরেক্স মার্কেট এ তার সাথে সম্পূর্ন মিল থাকতে হবে। আর লস হওয়ার কারণ হল এ্যানালাসিস ছাড়া ট্রেড আয় করা যাবেনা।
-
কারন একটাই হঠাত বড়লোক। ফরেক্স ব্যবসা করে যে ট্রেডার মনে করবে যে, আমি মাসে ইনকাম করব 5 কোটি টাকা তবেই সে ফকির হয়ে চলে যাবে অচিরেই। সুতরাং লোভ করা যাবে তাছাড়া এই ব্যবসা এমনা যে, আপনাকে 100% প্রফিট দিবেই বরং 100% লস খাওয়ার সম্ভাবনা কিন্ত সবসময় বেশি থাকে।
-
আসলে ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের মধ্যে শতকরা ৯৫ জন লস করে । যারা ফরেক্স মার্কেটে ৪-৫ বছর নিয়মিত লেগে আছে এবং প্রতিদিন কিছু শিখছে তাদের মধ্যে খুব কম লোকই আছে যারা লস করে ।
-
ফরেক্স এমন একটি জায়গা যেখানে না শিখে এলে ধরা খেতে হবেই । নতুন ট্রেডারদের মধ্যে শতকরা ৯৫ জন লস করে । আর ফরেক্স মার্কেটে আপনি লোভ করলেন তো মরলেন । অধিকাংশ নতুন ফরেক্স ট্রেডার মার্কেটে লোভের বসে ট্রেড করে থাকে । তাই তারা তাদের এ্যাকাউন্ট হারিয়ে ফেলে ।
-
ফরেএক্স এ ৯০ ভাগ ট্রেডার লুজার হয় তাদের ভুলের কারনে। সবাই চায় প্রফিট করতে। কিন্তু প্রতিটি ট্রেড থেকে প্রফিট আশা করাটা বোকামী। কারন প্রত্যক ট্রেড থেকে আমরা লাভ করতে পারব না। ফরেক্স এ গড়ে লাভ করা নিয়ে খুশী থাকতে হবে।
-
সবাই চায় ফরেক্স এ লাভ করতে। আসলে এখানে অনেক কিছু মানার ব্যপার আছে। শেখার ব্যপার আছে। কিন্তু সব ট্রেডার ই কি পারে সব কিছু মানতে এবং শিখতে। এর মধ্য অনেক আছে যারা না শিখে ফরেক্স ট্রেড শুরু করে। ফরেক্স কে গ্যম্বলিং মনে করে নিজের সব টাকা, ঘরবারি পরযন্ত বেচে দেয়