-
আমি মনে করি কোন টাইমফ্রেম ব্যবহার করবেন এটি আপনার ওপর নির্ভর করবে । কারন আপনার ট্রেডিং স্ট্রাটিজির ওপর নির্ভর করে আপনাকে বিভিন্ন রকম টাইমফ্রেম ব্যবহার করতে হবে । সব ধরনের ট্রেডিং পদ্ধতির জন্য সব রকম টােইম ফ্রেম উপযুক্ত নয় । এক এক ধরনের ট্রেডিং স্ট্রাটিজির জন্য এক এক ধরনের টাইমফ্রেম উপযুক্ত বলে আমি মনে করি । আপনি শর্ট টাইম হলে ১ ঘন্টা দেখতে পারেন। লং টাইম হলে ৪ ঘন্টা বা এক দিন ও দেখতে পারেন ।
-
নিয়মিত প্রফিটেবল ও নিরাপদে ট্রেড করার জন্য অবশ্যই d1 টাইমফ্রেম সর্বোত্তম মনে রাখবেন৷তবে আপনার ট্রেডিং মন মানষিকতার উপর নির্ভর করবে আপনার নিজস্ব টাইমফ্রেম৷আবার দীর্ঘদিন প্র্যকটিস করলে পরিষ্কার বুজতে পারবেন কার জন্য কোন্ টাইমফ্রেম উপযুক্ত৷
-
একজন সফল ট্রেডার সব সময় d1 এ ট্রেড করে থাকেন। কেননা, এই তাইম ফ্রেমে মার্কেট এনালাইসিস করলে মার্কেটের সঠিক মুভমেন্ট ধরা যায়। তারপরও h4 এ করা যায়, কিন্তু তা d1 এর থেকে খুব একটা ভালো নয়। তবে আপনি চাইলে d1 এ সাপোর্ট/রেজিসট্যান্স একে h4 এ ট্রেড করতে পারেন মার্কেট এর মুভমেন্ট অনুযায়ী। তবে আমার মনে হয় সব থেকে ভালো এবং প্রফিট দেয় d1 টাইম ফ্রেম।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে টাইম ফ্রেম দেথে ট্রেড করতে হয় কারন ফরেক্স এনালাইসিস করি বিভিন্ন টাইম ফ্রেম দেখে । আমার কাছে এক ঘন্টা ও ডেইলি টাইস ফ্রেম দেখে ডেমো প্রেকটিস করি । মাঝে মাঝে অন্য টাইম ফ্রেম দেখি এনালাইসিস করি । কখন কোন টাইম ফ্রেম কাজে আসে সেটা আমার জানা নেই আপনাদের পরামর্শ চাই ।
-
আমি মনে করি একজন নতুন ট্রেডার যদি ফরেক্স মার্কেটে আসে তাহলে তাকে অবশ্যই টাইম ফ্রেম দেখা উচিত। কারণ টাইম ফ্রেম নতুন ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এর পাশাপাশি ফান্ডামেন্টা দিক দেখতে হবে এবং ফরেক্স এনালাইসিস করতে হবে। যদিও আমি টাইম ফ্রেম ও বিভিন্ন ধরনের পদ্ধতি কৌশল প্রয়োগ করে ফরেক্স মার্কেটে গেইন করেছি। তাই আমি নতুনদের বলতে চাই ফরেক্স মার্কেটে প্রবেশ করার আগে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে জেনে প্রবেশ করুন।
-
একজন নতুন ট্রেডার্স হিসাবে টাইম ফ্রেম ব্যাবহার করা অনেক গুরুত্বপূর্ণ। কেননা নতুনদের অনেক ভুল হয়। যদি সে টাইম ফ্রেম ব্যাবহার করে তাতেকরে কারেন্সিটা এনালাইসিস করার যথেষ্ট সময় পায় এবং ভাল অভিজ্ঞতা অর্জন করতে পারে। সেহ্মেত্রে একজন নতুন ফরেক্স ট্রেডার যদি সম্ভব হয় তাহলে ৪ ঘন্টার টাইম ফ্রেম ব্যাবহার বেশ উপযোগী মনে করি।
-
আপনি যদি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে আমি বলতে চাই আপনি ফরেক্স মার্কেটে কার্যক্রম মিনিমাম ৪ ঘন্টার টাইম ফ্রেম ফলো করেন। কারণ এই ৪ ঘন্টার টাইম ফ্রেমের মাধ্যমে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি ধারণা ও অভিজ্ঞতা অর্জনে সক্ষম হবেন। বিশেষ করে দৈনিক চার্ট, ডেইলি চার্ট এবং নিউজ আর টেকনিক্যাল এনালাইসিস গুলোর মাধ্যমে আপনি ফরেক্স বিষয়টি অধিক জ্ঞান অর্জন করতে পারবেন। পাশাপাশি আপনি ডেমো ট্রেড অনুশীলন করতে পারন। আর ডেমো অনুশীলনে আপনি বিভিন্ন ধরনের এনালাইসিস গুলো প্রয়োগ করে মার্কেট সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করতে পারবেন। এজন্য আমি মনে করি ৪ ঘন্টার টাইম ফ্রেম এনালাইসিস করা প্রত্যেক নতুন বা পুরাতন ট্রেডারের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে।
-
ফরেক্স মার্কেট এ বিভিন্ন ট্রেডার বিভিন্ন টাইম এ ট্রেড করে যে যেই টাইম এ ট্রেড করে লাভ করতে পারছে সে সেই টাইম এ ট্রেড করছে আমার মতে যাদের হাতে সময় কম তারা ডেইলি চাট এ ট্রেড করতে পারেন আপনি ও আপনি সময় এর সাথে যে টাইম যাই সেই টাইম এ ট্রেড করলে আপনি বেশি লাভ করতে পারবেন তাই আপনাকে আগে বুঝতে হবে কোন টাইম এ ট্রেড করা আপনার জন্য ভাল হবে
-
ফরেক্স যেহেতু আন্তর্জাতিক মানের ব্যবসা সেহেতু এই মার্কেটে বিশ্বের বিভিন্ন ট্রেডার বিভিন্ন ভাবে এই মার্কেটে ট্রেড করে থাকে। কেউ টাইম ফ্রেম ফলো করে ট্রেড করে আবার কেউ মার্কেট এনালাইসিস করে ফরেক্স মার্কেটৈ ট্রেড করে থাকে। তবে আমার মতে একজন নতুন ট্রেডারের জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে ডেমো ট্রেডে অনুশীলন করা কারণ ডেমো ট্রেডের মাধ্যমে একজন ট্রেডার ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন। এমনকি কোন টাইম ফ্রেম ব্যবহার সবচেয়ে বেশি উপযোগী সেটাও আপনি নির্ধারণ করতে পারবেন। এজন্য আমি মনে করি একজন নতুন ট্রেডারের জন্য ৪ ঘন্টার টাইম ফ্রেম অনুশীলন করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমরা যারা নতুন ট্রেডার তাদের জন্য ভাল হল ৪ ঘন্টার টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করা,যাতে ফরেক্স মার্কেট হতে অনেক প্রফিট করা যায়,ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করা,ট্রেডিং করার সময় কম রিস্ক নিয়ে মানি ম্যানেজমেন্ট মুতাবেক ট্রেড করা।