-
একজন ভালো ট্রেডার হওয়ার জন্য এনালাইসিস সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে । ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস সাধারণত আমরা দেখতে পায় । আর এই তিন ধরনের এনালাইসিস হল টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস , এবং সেন্টিমেন্টাল এনালাইসিস । ফরেক্সে এনালাইসিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এটা সঠিক নির্দেশ প্রদানের পাশাপাশি কোন ট্রেড ওপেন করার আগে সেই ট্রেডের লাভজনকতা সম্পর্কেও সঠিক ধারণা প্রদান করে ।
-
http://i.imgur.com/MBaH3.png
এটা অনেকটা ৩ পা-ওয়ালা একটি টুলের মত। যদি এর কোন একটি পা ভেঙ্গে যায়, তাহলে টুলটি ভেঙ্গে যাবে এবং আপনিও মাটিতে পড়ে যাবেন। ফরেক্সের ক্ষেত্রেও আপনার কোন একটি অ্যানালাইসিস যদি দুর্বল হয়, তবে তা আপনার ব্যাপক লসের কারন হতে পারে। তাই সব ধরনের অ্যানালাইসিসই জরুরি।
-
ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস সাধারণত আমরা দেখতে পায় । আর এই তিন ধরনের এনালাইসিস হল টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস , এবং সেন্টিমেন্টাল এনালাইসিস ফরেক্সের ক্ষেত্রেও আপনার কোন একটি অ্যানালাইসিস যদি দুর্বল হয়, তবে তা আপনার ব্যাপক লসের কারন হতে পারে।তাই সব ধরনের অ্যানালাইসিসই জরুরি।
-
মার্কেটের সামগ্রীক অবস্থায় চুলচেরা বিশ্লেষন করে যে প্রতিবেদন করা হয়। এবং সে অনুযায়ী ট্রেডিং এর সিন্ধান্ত নেওয়া হয় তাকে অ্যালাইসিস বলে।
-
ফরেক্স মার্কেটের সার্বিক সম্ভাব্য গতিবিধি পূর্বেই অনুমান করার জন্য অতীতের মার্কেট প্রাইজকে বিবেচনা করে বিচার বিশ্লেষন করে যে গবেষনা করা হয়ে থাকে তাকেই ফরেক্সের ভাষায় অ্যানালাইসিস বলে। অ্যানালাইসিসকে আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে ১.টেকনিক্যাল অ্যানালাইসিস ২.ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং ৩.সেন্টিমেন্টাল অ্যানালাইসিস।
-
ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে মার্কেট এনালাইসিস অনেক জরুরি.ট্রেডিং রুল,টার্মস এবং কন্দিতীয়ন এর পাশা-পাশি আপনার জ্ঞান কাজে ল্কাগিয়ে নিজের এনালাইসিস তৈরী করে ফেলতে পারেন.এর ফলে আপনার এনালাইসিস হতে পারে আপনার সফলতার কারণ.অনেক সফল trader দের ই নিজের এনালাইসিস থাকে তাই আপনার ও সফল হতে হলে নিজের এনালাইসিস কাজে লাগানো উচিত.
-
ফরেক্স মার্কেটে আছে তিন ধরনের এনালাইসিস। যথাঃ ১। টেকনিক্যাল এনালাইসিস,২। ফান্ডামেন্টাল এনালাইসিস,৩। সেন্টিমেন্টাল এনালাইসিস। ফরেক্স ট্রেডার দের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস গুলো ভালো করে শিখতে হবে এবং জানতে হবে। সঠিক আনালাইসিসই আপনাকে ফরেক্স মার্কেট এ সফলতা এনে দিতে পারে।
-
অ্যানালাইসিস হচ্ছে মার্কেটের সার্বিক অকস্থার বিশ্লেষণ করা। অ্যানালাইসিস আবার দুই প্রকার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ও টেকনিকাল অ্যানালাইসিস। আরো ভাল ভাবে বলতে গেলে বলা যায় যে, পূর্বেই অনুমান করার জন্য অতীতের মার্কেট প্রাইজকে বিবেচনা করে বিচার বিশ্লেষন করে যে গবেষনা করাই হল অ্যানালাইসিস।
-
তিন ধরনের এনালাইসিস। যথাঃ ১। টেকনিক্যাল এনালাইসিস, ২। ফান্ডামেন্টাল এনালাইসিস, ৩। সেন্টিমেন্টাল এনালাইসিস। এই তিন ধরনের এনালাইসিসের মেথড আলাদা। আলাদা স্ট্র্যাটেজি এপ্লাই করতে হয়। টেকনিক্যাল এনালাইসিস করা হয় মার্কেটের ইতিহাস, ইন্ডিকেটর ইত্যাদি দেখে।
-
ফরেক্স মার্কেট একটি ট্রেড ওপেনিং করার আগে আমরা য়েসব বিসয় লক্ষ করি সে গুলির মধ্যে একটি হল এনালাইসিস, এনালাইসিস কে দুই ভাগে ভাগ করা য়ায়,১-ট্রেকনিকেল এনালাইসিস, ২- ফান্ডমেন্টাল এনালাইসিস, আমরা ট্রেড ওপেন করার সমায়য় য়ে পেয়ারে ট্রেড করব সেই পেয়ারের একমিনিট থেকে ৪ ঘন্টা টাইমফ্রেমে ক্যেন্ডাল এনালাইস হল ট্রেকনিকেল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস হল সেই দেশের অর্থনৈতিক খবরা খবর দেখে ট্রেড করা।