-
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে মার্কেট সেন্টিমেন্ট বুঝে হবে অনেক সময় দেখা যায় ফরেক্স মার্কেট এ আপনি আনাল্যসিস করে পেলেন বাই ট্রেড আর কিন্তু মার্কেট সেন্টিমেন্ট আছে সেল মুডে তখন মার্কেট সেল এর দিকে মুভ করে তখন আপনার লস হবে এর জন্য আপনার ফরেক্স মার্কেট এ মার্কেট সেন্টিমেন্ট বুঝে বুঝে ট্রেড করতে হবে তাহলে ভাল লাভ করতে পারবেন
-
আসলে মার্কেট সেন্টিমেন্ট হলো আপনার মার্কেটের চলমান গতিশীলতার উপর ভিত্তি করে, অনুমাণ কিংবা পূর্বাণুমান করে এ্যানালাইসিস করা। অর্থাৎ* আপনি মনে করেন একটা ট্রেড নিতে যাবেন এই মুহূর্তে, তো মার্কেট কে এক ঝলক দেখে আপনি মনে মনে একটা ধারনা করলেন, যে সবকিছু ওকে আছে কিন্তু মার্কেটটা একটু ভোলেটাইল মনে হচ্ছে, তাই এখন ট্রেডে যাওয়া ঠিক হবে না। এটাকেই বলে মার্কেট সেন্টিমেন্ট।
-
ফরেক্স মার্কেট পরিচালিত হয় মূলত ট্রেডারদের ক্রয় বিক্রয় এর ফলে৷মার্কেটে ট্রেডারগণ যখন ক্রয় করেন তখন স্বাভাবিকভাবেই price ঊর্ধ্বগতিতে মুভ করতে থাকে৷আর যদি তারা বিক্রয় করতে থাকেন তখন price নিম্নগতিতে মুভ করবে৷ক্যান্ডেলগুলোই হচ্ছে মূলত price মুভমেন্টের এর বহিঃপ্রকাশ৷এই ক্যান্ডেলগুলিই মার্কেটে ট্রেডিং সেন্টিমেন্ট তৈরি করছে৷
-
সেন্টিমেন্টাল হলো সম্পূর্ন নিজের ধারনা মাত্র তাই শুধুমাত্র সেন্টিমেন্টালি ট্রেড না করে টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি এনালাইসিস করুন এতে করে ট্রেডে বেশি সফলতা পাওয়া যাবে ।শুধুমাত্র সেন্টিমেন্টালি ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ।
-
আসলে ফরেক্স এর আমরা যতই এনালাইসিস করি না কেন? মার্কেট এর সেন্টিমেন্ট যদি বুঝতে না পারি তাহলে পুরো ব্যপারটিই বিফলে যাবে সুতরাং মার্কেট সেন্টিমেন্ট বুঝতে পারাটা জরুরী। তাই মার্কেট এর সঙ্গে যদি বেশী দিন লেগে থাকা যায় তাহলে মার্কেট এর সেন্টিমেন্ট বুঝতে সুবিধা হয়। আসলে এই ফরেক্স মার্কেট এর ব্যপারে যত অভিজ্ঞতা বাড়তে থাকবে সেন্টিমেন্ট বুঝতে তত সুবিধা হবে। সুতরাং আমাদের মার্কেট কে বোঝার চেষ্টা করতে হবে।
-
খুবই গুরুত্বপূর্ন জিনিস যেটা আমাদের অনেক টাই ফলো করা উচিত। আপনি যদি সেন্টিমেন্ট বুঝতে না পারেন তবে লং রানে আপনাকে বেশ বড় মাপের ধাক্কা খাবার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কারণ মার্কেট সেন্টিমেন্ট এবং ট্রেডার সেন্টিমেন্ট কে জাজ করতে না পারলে লস নিশ্চিত।
-
আমার মনে হয় ফরেক্স ট্রেডের ক্ষেত্রে সেন্টিমেন্টাল এনালাইসিস তেমন কার্যকর না। কারন নিজের মতামতের উপর কখনো মার্কেট মুভমেন্ট করে না। টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস করার পর নিজে যা মতামত প্রকাশ করা হয় তাই সেন্টমেন্টাল। ফরেক্স মার্কেট তার নিজশ্ব গতিতে চলে তাই সেন্টমেন্টাল হয়ে ট্রেড করা উচিৎ নয়।
-
ট্রেডারের নিজস্ব যে চিন্তা ধারা তা মার্কেটকেই ঘিরে থাকে আর মার্কেট সেন্টিমেন্ট ব্যাপারটা হল একজন ট্রেডারের দৃষ্টিভঙ্গিতে মার্কেটের কিরুপ অবস্থা তাই হল মার্কেট সেন্টিমেন্ট । আর এই মার্কেট সেন্টিমেন্ট অনেক গুরুত্বপূর্ন মার্কেটকে সামগ্রিকভাবে প্রভাবিত করার জণ্য । আর ফরেক্স মার্কেট হল একটা বিশাল পরিধির অর্থনৈতিক মার্কেট যেখানে আমরা সারাবিশ্বের অসংখ্যা ট্রেডার ট্রেড করে থাকি । আর সব ট্রেডারের সেন্টিমেন্ট যে দিকে বেশি মার্কেট সাধারণত সেদিকেই ঝুকে যায় ।
-
আমার মতে, ফরেক্স ব্যবসায় এর মার্কেট সেন্টিমেন্ট না বুঝতে পারলে ট্রেড না নেওয়াই ভালো। কারন মার্কেট সেন্টিমেন্ট আপনার মার্কেট ডিরেকশনে সাহায্য করে। আপনি কোন দিকে ট্রেড নেবেন সেটা বুঝার জন্য আপনাকে মার্কেট এর পরিস্থিতি বুঝতে হবে। এনালাইসিস এর মাধ্যমে আপনি সেটা বুঝতে পারবেন।
-
মার্কেট সেন্টিমেন্ট বলতে মার্কিন স্টক সম্পর্কে সামগ্রিক sensকমত্যকে বোঝায় পুরো স্টক মার্কেট। বাজারের মনোভাব বুলিশ ভ্যানের দাম বাড়ছে। দাম কমতে থাকলে বাজারের মনোভাব বেয়ারিশ। ভাবপ্রবণতা। আমার প্রিয় বন্ধু এগুলি বাজারের অনুভূতি সম্পর্কে কিছু জ্ঞান।