-
আমার মনে হয় প্রতিটা মানুষেরই মাঝে আবেগ জিনিস্টা আছে। কারো মাঝে এটা বেশি আবার কারো মাঝে এটা কম। কিন্তু এই আবেগের বশবর্তী হয়ে ট্রেড করলেই ধরা খেতে হবে। সর্বোপরি ট্রেডের ক্ষেত্রে আমাদের অবশ্যই আবেগ পরিহার করতে হবে। ট্রেডের ক্ষেত্রে আবেগ থাকলে অনেক ভুল সিদ্ধাত নেয়া হয়, ট্রেড লসে ক্লোজ করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।
-
শতভাগ সঠিক না হলেও শতভাগ মিথ্যাও নয়। কেননা আমরা বেশির ভাগ সময় বড় বড় লস করি এই আবেগের কারণে। কেননা আমরা যখন আবেগ তাড়িত হয়ে ট্রেড করি তখন বেশির ভাগ ভূল করি। তাই অতি আবেগ নিয়ে ট্রেড করা যাবে না। আপনাকে বাস্তব এর উপর ভিত্তি করে ট্রেড করতেই হবে।
-
আবেগ দিয়ে দুনিয়াতে কিছুই হাসিল করা যায় না। আবেগ দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেডিং করা মোটেও উচিৎ না। আবেগের বশবর্তী হয়ে মার্কেটে ট্রেড করতে আসলে নিশ্চিত ভাবেই ধরা খেতে হবে। এই মার্কেটে আবেগের কোন মূল্য নাই। আপনি যদি ভাল ট্রেডার হন তবে আভেগকে প্রশ্রয় না দিয়ে ট্রেড করবেন। তবে আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেল অতি আবেগ,অতি লোভ,অতি অস্থিরতা বিষয়গুলো দুর করতে হবে । বেশি আবেগী হয়ে ট্রেড করা ঠিক না এতে লাভের চাইতে লসের সম্ভবনা অনেকটাই বেশি।
-
আবেগ হিন ট্রেড কলেই যে সফল হবেন এমন কোন কথা নাই। ট্রেড এ লাভ করার জন্য আপনাকে অন্যান্য যে এনালাইসিস গুলো আছে সে গুলো ভালভাবে জানতে হবে। ার এই এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না।
-
আবেগ দিয়ে ট্রেড করলে লসের মুখে পড়তে হয় তাই আবেগটাকে কন্ট্রোল করে ফরেক্স মার্কেট ট্রেড হয় আর ফরেক্স মার্কেট আবেগ কন্ট্রোল করা অনেক কঠিন।যতটুকু সম্ভব আবেগ কন্ট্রোল করে ট্রেড করলে ভাল টাকা প্রফিট করা সম্ভব।তাই ভালভাবে ফরেক্স বিজনেস শিখে ট্রেড করুন আশা করি ভাল ফল পাবেন।
-
আসলে ফরেক্সে ট্রেড করা উচিত নিজের ট্রেডিং দক্ষতা,অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোকে যেখানে আবেগের কোন স্থানই হওয়া বা থাকা উচিত নয় কিন্তু প্রায়শ দেখা যায় আমরা ট্রেডিং জ্ঞানকে উপেক্ষা করে আবেগ উত্তেজনার বসে ট্রেড করে থাকি এবং ফলশ্রুতিতে বড় ধরনের লসের মধ্য দিয়ে সেই ভূলের মাসুর দিতে হয় আমাদেরই।
-
আমার মনে হয় কেবল আবেগ হিন ট্রেড করলেই যে সফল হবেন এমন কোন কথা নাই। ট্রেড এ লাভ করার জন্য আপনাকে অন্যান্য যে এনালাইসিস আছে সে গুলকে ভালকরে জানতে হবে । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । কারন আবেগহীন হলে আপনার সব পরিকল্পনা বিলীন হয়ে যাবে ।
-
আবেগকে নিজের আয়ত্বে রেখে তারপর ট্রেড করা প্রযোজন । কেননা অনেক সময় দেখা যায় যে আবেগের বশে কিছু করলে তার ফল কখনো ভাল হয় না । তাই আবেগ প্রবণ না হযে কিছু করার থেকে সেটাকে নিয়ন্ত্রনে রেখে কাজ করাটা খুব ভাল । সর্বদা চেষ্টা করা জরুরী ।
-
মানুষের আবেগ থাকবেই। কিন্তু আপনাকে এই র্মাকেটে ট্রেড করতে হলে প্রথমে আবেগ কে বাই বাই জানাতে হবে। আবেগ মানুষকে ধ্বংস করে। এখানে আপনাকে মাথা ঠান্ডা রেখে র্মাকেট সম্পর্কে জেনে র্মাকেট কোন দিকে মুভ করছে তার উপর আপনাকে ট্রেড করতে হবে। তাহলেই আপনি সফল হতে পারবেন। কখনই আবেগ বশত ট্রেড করার চেষ্টা করবেনা।
-
আমরা যারা বাংলাদেশী তারা একটু বেশিই আবেগী। কিন্তু ফরেক্স এমনই এক অনলাইন বিজনেস এখানে আবেগের কোন মূল্য নাই। এখানে আবেগই হল আপনার প্রধান শত্রু। ফরেক্স এ আবেগ কে কখনোই প্রধান্য দিবেন না। কারন- মার্কেট আপনার মত করে উঠা নামা করে না। তাই কখনোই আবেগের বশত ট্রেড করবেন না।