-
যার সিষ্টেম তার কাছে অনেক ভাল। আপনার কাছে হয়ত অন্যের সিষ্টেম কে জটিল মনে হতে পারে। কিন্তু যিনি সেই সিষ্টেমের উপর নির্ভর করে ট্রেড করে তার কাছে তার সিষ্টেম অনেক সহজ। আসলে সিষ্টেম জটিল বা সহজ বলতে কোন কথা নেই। আপনি আপনার সিষ্টেম হতে নিয়মিত প্রফিট পেলেই হল। যদি কোন সিষ্টেম হতে নিয়মিত প্রফিট পান তাহলে সে সিষ্টেম যত কঠিনই কোন না কেন আপনার উচিত সেই সিষ্টেমের এর উপর ট্রেড চালিয়ে যাওয়া।
-
বিভিন্ন ইন্ডিকেটর ব্যাবহার করে ভালভাবে ফরেক্স এ ট্রেড করা সম্ভব এবং তা থেকে নানা সুবিধা পাওয়া যায়। তবে নতুন ট্রেডার দের ক্ষেত্রে কওনো ইন্ডিকেটর বা কৌশ্ল ব্যাবহার না করে সিম্পল ত্রেড করাই বেশি ভালো ত।তবে অভিজ্ঞ ট্রেদার হতে পারলে বিভিন্ন সিস্টেম বা ইন্ডিকেটর ব্যাবহার সুবিধাজনক ভাবে ট্রেড করা সম্ভব।
-
ফরেক্স ট্রেডিং এ অসংখ্য সিস্টেম আছে৷অনেকেই অনেক ধরনের ইনডিকেটর ব্যাবহার করছেন ৷যেন হিজিবিজি রাঙ্গানো জাঁলের মতো৷তাদের কাছে সেগুলো সহজ মনে হয় বিধায় তারা ব্যাবহার করছেন৷যাদের কাছে জটিল মনে হয় তারা সেগুলো ব্যাবহার করেন না৷আবার অনেক ট্রেডারগণ কোনো প্রকার একটি ইনডিকেটরও ব্যাবহার করেন না৷তাদের চার্ট ঝকঁঝকাঁ খালি থাকে৷যার যার সুবিধা সেরকম ব্যাবহার৷
-
অনেকে চাট কে জটিল সিস্টেমে এ পরিনত করে থাকে এতে করে লাভ ত হই ই না । তার লস বেশি হই । তাই আপনার টেড ইং সিস্টেম কে জতিল না করে আপনি সহজ করুন দেকবেন লাভ হবে । সুশু মুভিং আভারাগে দিয়ে লাভ করা যাই তাই আপনি পারবেন না কেন। তাই আপনার তেদিং সিস্টেম কে জতিল না করে সহজ করুন ।
-
মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করেন তাহলেই আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন এবং আস্তে আস্তে ফরেক্স থেকে উপার্জন করতে পারবেন আর এজন্য আপনার ট্রেডিং স্ট্রাটেজি জটিল করার কোন দরকার নাই।
-
আমরা অনেক সময় অনেক সহজ বিষয়কেও জটিল করে পেলি। ফরেক্স ট্রেড করাটা সহজ এর পর আপনি যদি ভিবিন্ন ইন্ডেকেটর ব্যাবহার করতে চান তাহলে আগে সেটি সম্পর্কে ধারণা নিন তার পর ডেমোতে প্যাক্টিস করুন, এর পর আপনার নিকট সহজ মনে হলে তাদিয়ে আপনি রিয়েল ট্রেডে এপ্লাই করেন।
-
ভাই ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর ব্যবহার করা একটি ট্রেড কে বেশি জটিল করে দেওয়া।কারন ইন্ডিকেটর কখনো সঠিক পথ দেখাই না।আপনি যদি সঠিক রাস্তা খুজতে চান তাহলে আপনাকে মার্কেট এনালাইসিস করা শিখতে হবে।
-
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সহজ ব্যপারনা।ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং ফরেক্সবিষয়ে প্রচুর পড়াশুুনা করতে হবে।এগুলার পাশাপপাশি ফরেক্স মার্কেটে সফল হতে গেলে আপনাকে নিম্নের নিয়মগুলো পালন করতে হবে।
১.অতিরক্ত লোভ করা যাবেনা।
২.প্রচুর ধৈর্যধারন করতে হবে।
৩.অভার ট্রেড থেকে বিরত থাকতে হবে।
৪.প্রতিটি ট্রেড এনালাইসিস করে করতে হবে।
৫.সাপোর্ট ও রেসিসটেন্স লেভেন নির্্নয় করে ট্রেড করতে হবে।তাহলেই আপন ফরেক্স মার্কেটে সফল হতে পরবেন।
-
ইন্ডিকেটর ট্রেডের জন্য খুবই গুরুত্বপূর্ন সহায়ক তবে সম্পূর্ন ইন্ডিকেটর নির্ভর হওয়া ঠিক নয় এতে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে।কারন ইন্ডিকেটর শুুধু টেকনিক্যাল হিস্টোরি প্রদান করে ফান্ডামেন্টাল নয় আর ফান্ডামেন্টাল ফরেক্সের মূলমন্ত্র।
-
আসলে আমার মনে হয় জটিল ট্রেডিং সিস্টেমকে সকলেরই পরিহার করে ফরেক্সে ট্রেড করা উচিত তাতে করে বড় ধরনের লসের ঝুকিকে অনেকাংশেই অতিক্রম করা যায় পক্ষন্তরে খুব সহজে অনেক ভাল প্রফিট লাভ করা সম্ভাব হয়।