-
একাউন্ট জিরো হবার জন্য বেশী কত গুলো কারন রয়েছে। যেমন:ভাল করে মার্কেট অ্যনালাইসিস না করে ট্রেড করলে,মানি ম্যনেজমেন্ট ফলো না করে ট্রেড করলে,অধিক লাভের আশায় লোভ করে ট্রেড করলে,না বুঝে একসাথে অনেক গুলো ট্রেড অপেন করলে,বেশী বড় ভলিউমের ট্রেড অপেন করলে ইত্যদি কারনে অনেক সময় একাউন্ট জিরো হয়ে যায়।ধন্যবাদ
-
আমি মনে করি একাউন্ট্ জিরো হবার সবচেয়ে বড় কারন হচ্ছে । অতিরিক্ত লাভের আশায় বড় বড় লটে ট্রেড করা এবং যথাযথ স্টপলস ব্যবহার না করা । ব্যালেন্স অনুসারে কত ভাগ লাভ করা যাবে তার একটি হিসাব রয়েছে ।
-
আমার ও একটা বদ অভ্যাস আছে সেটা হল স্টপ লস ব্যাবহার না করা।ট্রেড আমার বিপক্ষে গেলে আবার আরেকটি ট্রেড ওপেন করি তবে এখন পর্যন্ত খুব একটা খারাপ হয়নি
-
একাউন্ট জিরো হওয়ার কারণ হল স্টপ লস এবং টেক প্রফিট সেট না রাখা। স্টপ লস সেট করে রাখলে যখন বেশী লস হবে তখন অটো ট্রেডিং বন্ধ হয়ে যাবে। আর এই লসের কারনেই একাউন্ট জিরো হয়। এছাড়া মানি ম্যানেজমেন্ট না করাও জিরো হওয়ার কারন।
-
আমি মনে করি আমরা যখন ট্রেড করি আমরা ষ্টপ লব এবং টেক প্রফিট সেট করিনা তাই আমাদের একাউন্ট জিরো হয়।আমরা ট্রেড করার আগে ছিন্তা ভাবনা করে ট্রেড লওয়া দরকারএবং সব ঠিক আছে কিনা তার দিকে খেয়াল রাখতে হবে।
-
আমি আপনার সাথে পুরোপুরি একমত।ফরেক্সে অধিকাংশ অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো করার মূল কারন হচ্ছে স্টপলস ছাড়া ট্রেডিং করা।আমরা অধিকাংশ ট্ররডার মানি ম্যানেজমেন্টের অবহেলা করি এবং একটা ট্রেডেই ১০০% রিস্ব নিয়ে ফেলি।তাছাড়াও একবার ্লস করলে লস রিকভারের জন্য ওভারট্রেডিং করে বড় ধরনের ক্ষতি করে ফেলি।
-
এ্যাকাউন্ট জিড়ো হবার কারণ হল লোভ । যে ট্রেডার যে যত বেশী লোভ করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । লোভ এই ব্যবসা করার জন্য অবশ্যই ছাড়তে হবে । যে এই ব্যবসা লোভ ছাড়া করতে পারবে সে অবশ্যই সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সকলে ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করব ।
-
স্টপ লস ব্যাতিত ট্রেড করা মানেই বড় ধরনের লস করার সম্ভাবনা বেশি । আমি এমনও অভিজ্ঞতা অর্জন করেছি যে অনেক সময় দেখা যায় একজন ট্রেডার সবসময় অনেক বেশি লাভবান হয়ে থাকে কিন্ত একটা সময় সে শুধু মাত্র স্টপ লস ব্যাতিত ট্রেড ও এনালাইসিস ছাড়া ট্রেড করার কারণেই ট্রেডটা জিরো হয়ে যেতে পারে ।
-
অ্যাকাউন্ট জিরো হওয়ার প্রধান কারণ হল স্টপলস ছাড়া ট্রেড করা। এছাড়াও অদক্ষতা,অনভিজ্ঞতা ও অতিরিক্ত লোভও অ্যাকাউন্ট জিরো হওয়ার পিছনে কমন কারণ হতে পারে।
-
আমরা স্টপলস ছাড়াই ট্রেড করি । আর যখন একটা ট্রেড লসে যাওয়া শুরু করে খুব কাছাকাছি বারবার ট্রেড নিতেই থাকি । আমরা যদি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করি এবং অভার ট্রেডিং না করি তবে একাউন্ট জিরো হবার সম্বাবনা অনেক কমে যাবে।তাই স্টপ লস টেক প্রফিট চালু রেখে ট্রেড করতে হবে ।