-
যখন ট্রেন্ড ব্রেক হবে সেই সময় আমরা পূর্বের বিপরীতে ট্রেড নিতে পারবো । তাছাড়া আমাদের কখনোই ট্রেন্ডের বিপরীতে ট্রেড নেয়া উচিত । নয় । মনে রাখতে হবে যদি লস এড়াতে চান তবে ট্রেন্ডের পক্ষেই থাকুন । আপনি যদি ট্রেন্ডের বিপরিতে থাকেন তবে আপনার একাউন্টের বারটা বাজতে বেশি সময় লাগবে না ।
-
ট্রেড এর বিপরীতে ট্রেড দিলে আগে দেখতে হবে যে আপনার মানি মেনেজমেন্ট থিক আছে কি না আপনার মানি ম্যনেজমেন্ট ঠিক না থাকলে এটা বিপদের কারন হতে পারে। তাই আমি বলব যে ত্রেড এর বিপরীতে ট্রেড দিতে গেলে আগে দেখে নিতে হবে যে মানিম্যানেজমেন্ট ঠিক আছে কি না আর আপনি কত ভাল ট্রেড জানেন।
-
আমরা ট্রেন্ডের বিপরীতে ট্রেড করি কারন আমরা ট্রেন্ড কী বুঝিনা৷টেকনিক্যাল এনালাইসিসের জন্য আমাদের ট্রেডিং চার্টে এই ট্রেন্ড চিনতে হবে,দেখতে হবে,বুঝতে হবে৷এই ট্রেন্ড যদি পরিষ্কার বুঝতে পারেন তাহলে ফরেক্স মার্কেটে নিয়মিত ট্রেড করে প্রফিট করতে পারবেন৷
-
ট্রেন্ড ইস ফ্রেন্ড। মার্কেট যদি ট্রেন্ড এ চলে তাহলে আমাদের সেই দিকে ট্রেড করা উচিত।ফরেক্স মার্কেটে ট্রেন্ডের বীপরিতে ট্রেড নিলে অবশ্যই লস হবার সভাবনা থাকে এবং সঠিকভাবে মার্কেটের ট্রেন্ড ধরতে পারলে ফরেক্স থেকে অনেক সহজেই প্রফিট করা যায় সে জন্য সব সময় ট্রেডাররা ট্রেন্ড এর সাথে ট্রেড করে থাকে।
-
যে ট্রেডার ট্রেন্ডের বিপরীতে ট্রেড করে সে ট্রেডার ফরেক্স মার্কেটে টিকে থাকে পারে না । আমি কখনো ট্রেন্ডের বিপরীতে ট্রেড করি না । কারন ৯৫% ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে । যারা ট্রেন্ডের বিপরীতে ট্রেড করে তারা শুধু লসই করে । তাই আমি আমার অন্য ফরেক্স বন্ধুদের বলি ট্রেন্ডের বিপরীতে ট্রেড না করার জন্য ।
-
ফরেক্সে সবাই আয় করতে আসে তাই ট্রেন্ড এবং চ্যানেল দেখে এর পখখে ট্রেড করা উচিত । ট্রেন্ডের বিপরীতে ট্রেড দেয়ামানে নিজের ক্ষতি ডেকে আনা । তাই এমন ভুল কেউ যেন না করে তা হলে সে ক্ষতিতে পড়ে যাবে ।
-
ট্রেণ্ডের বিপরীতে ট্রেড নেওইয়া মানে হচ্ছে স্রোতের বিপরীতে চলা। আর এতে দূর্ঘটনা ঘটবেই। ট্রেড এর বিপরীতএএ ট্রেড দেওয়া আর জেনেশুনে চলন্ত গাড়ির সামনে দাঁড়ানো সমান কথা। কখনোও ট্রেড এর বিপরিতে ট্রেড দেওয়া উচিত নয়। সব সময় আপনাকে আপনার ট্রেড এর দিকেই থাকতে হবে আপনার ট্রেড যখন ব্রেক হবতখন আপনি চাইলে পূবের মত আবার ট্রেড দিতে পারবেন। তাই লস এড়াতে কখনোই ট্রেড এর বিপরিতে ট্রেড দিবেন না।
-
ট্রেন্ডের বিপরীতে ট্রেড ওপেন করলে লাভের বিপরীতে লসের সম্মুখীন বেশি হয় । আপনাকে আগে ভালোভাবে মার্কেট আনালাইসিস করে ট্রেন্ড নির্বাচন করতে হবে । তাই লস এড়াতে কখনোই ট্রেড এর বিপরিতে ট্রেড করা উচিৎ না । আর ট্রেন্ডের দিকে ট্রেড করলে খুব সহজেই লাভের মুখ দেখতে পারবেন।
-
ট্রেন্ডের বিপরীতে ট্রেড করার সাহস আমার নেই। ট্রেন্ড এর বিপরীতে ট্রেড সব সময়ই লসের দিকেই যায়। যারা ট্রেন্ড ও সাপোর্ট/রেসিসট্যান্স না মেনেই ট্রেড ওপেন করে থাকে তারাই সর্বদা লসের সম্মূখীন হয়ে থাকে। তাই, ট্রেন্ড এর দিকে ট্রেড করুন এবং লসের মাত্রা কাটিয়ে প্রফিটের পিছনে ছুটুন।
-
অ্যাকাউন্ট জিরো করার অন্যতম ও জঘন্য কাজ হলো ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা । আপনি যদি ফরেক্স থেকে আসলেই ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রেন্ডের পক্ষে ট্রেড করতে হবে । মাঝি হয়তো স্রোতের প্রতিকুলে নৌকা নিয়ে কষ্ট করে নৌকা চালিয়ে নিয়ে যেতে পারেন তবে ফরেক্স মার্কেট ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতে প্রফিট করা এক বারেই অসম্ভব ।