-
যেখানে মার্কেট আরো সুযোগ দেবে। তাই এরকম সময়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। কারণ ট্রেড করতেই হবে এমন কোন কথা নেই। যদি প্রপার কোন সেট আপ না পান তবে ট্রেড এ এন্ট্রি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অবশ্য টাকা আপনার যদি লস করতে চান তবে কার কি বলার থাকতে পারে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে গেলে মাঝে মাঝে লস হবে,তাই লস হলে ভেঙ্গে না পরে মার্কেট এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করলে লস রিকভার হয়ে যাবে,এ জন্য ফরেক্স মার্কেট নিউজ দেখে,এনালাইসিস করে ফরে ট্রেডের সময় স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করা।
-
যারা ফরেক্স ট্রেডিং করে তাদের সবার একটাই আশা এই মার্কেট থেকে মুনাফা আয় করবে । ফরেক্স ট্রেডিং এ কেউ লস করতে চাই না । যখন আমি সঠিক এনালাইসিস করে ভালো কোন এন্ট্রি পয়েন্ট পাবনা তখন আমি ট্রেড এন্ট্রি নিব না । ফরেক্স মার্কেট এ লাভ করতে হলে সঠিক এনালাইসিস করে সঠিক এন্ট্রি টা নিতে হবে । আমি যত খন না সঠিক ট্রেডিং পজিশন পাচ্ছি আমি তত খন কোন ট্রেড এন্ট্রি নিব না ।
-
অবশ্যই আমাদের টার্গেট থাকে লাভ করা। কিন্তু বিগিনিং লেভেলের ট্রেডারদের দ্বারা তা সম্ভব হয়ে ওঠেনা। অধিকাংশ ট্রেডারই শুধু লস করে যান। আসলে আমাদের উচিত হবে লাভের দিকে না তাকিয়ে সঠিক ভাবে ট্রেড করে যাওয়া। লাভ তখন এমনি এম্নিই হয়ে যাবে।
-
আসলে অনেকের মনে অনেক কিছুই করার থাকে।তেমনেই আমিও আমার জিবনে অনেক কিছু করতে চাই। আর তা ফরেক্স মার্কেট থেকে। কারন ফরেক্স মার্কেট এমন একটা ব্যাবসা যা দারা খুব অল্প সময়ের মধ্য অনেক কিছু করা যাবে।
-
আমি অনেক কিছুই করতে চাই । ফরেক্স ট্রেডিং নিয়ে অনেক ভাল কিছু পরিকল্পনা রয়েছে আমার জানি না কতদূর সফল হতে পারব । আশা করি ভাল একটি পজিশনে যাব । ধীরে ধীরে চেষ্টা করে যাচ্ছি সফলতা অর্জন করার জন্য ।
-
সকলেই ফরেক্স মার্কেটে ট্রেড করে ভাল প্রফিট লাভের স্বপ্ন দেখে তবে সকলেই সেই ভাল প্রফিট লাভের পথে হাটতে পারে না আর এর পেছনে অবশ্যই তাদের ট্রেডিং কেৌশলের ত্রুটিই প্রধান দ্বায়ী যার ফলে অনেকেই লসের পথে হাটতে হয়। তবে আমার কাছে মনে হয় যদি কেউ ট্রেডিং কেৌশলকে যথাযথো ভাবে অনুসরন করে ট্রেড করতে পারে তা হলে সে লসকে অনেকাংশেই কুমিয়ে আনতে সক্ষম হবে।
-
আপনি কি করতে চান ? আমি সব সময়ে ফরেক্স করতে চাই। আমি ফরেক্স করছি মাত্র ছয় মাস হল। আপনারা কত দিন থেকে ফরেক্স করছেন? ফরেক্সে কামন লাভ হয় আপনাদের। আমার তো ভালোই হয়।
-
আমি ফরেক্স মার্কেট সম্পরকে ভাল কর শিখতে চাই কারন ফরেক্স মার্কেট সম্পরকে আগে ভাল করে শিখে ফরেক্স মার্কেটে কাজ করতে চাই তাই আমি নতুন বছর শুধু ভাল করে ফরেক্স মার্কেট সম্পরকে জনার চেস্টা করবো জাতে করে ফরেক্স মার্কেটে আমি নতুন বছর ভাল করতে পারি এই আশা নিয়ে আমি ফরেক্স মার্কেটে নেমেছি ।
-
আপনি কি করতে চান ? আমি ফরেক্স করতে চাই। ফরেক্স করে আমি খুব মজা পাই। আর আপনারা? ফরেক্স করে কি আপনারা সাবলম্বী হতে পেরেছেন। আমি হতে
পারি নি। আমি বার বার লসই করতেছি কয়েক মাস থেকে।
আমি কিভাবে লাভ করতে পারি?