-
নেটেলারের আরেকটি সুবিধা হল রিওয়ার্ড পয়েন্ট। আপনার অ্যাকাউন্টের ট্রানজাকশনের ওপর ভিত্তি করে আপনি পাবেন রিওয়ার্ড পয়েন্ট। পরে এই পয়েন্ট ক্যাশ করে নিতে পারবেন ডলারের সাথে। যদিও খুব বেশী যে পাওয়া যায় লাভ তা নয়। তবে কিছু না পাওয়া থেকে মাঝে মাঝে কিছু পাওয়া খারাপ কি? আমার বর্তমানে ২৮০০০ রিওয়ার্ড পয়েন্ট রয়েছে। ৪২০০০ পয়েন্ট হলে $২৫ এর সাথে এক্সচেঞ্জ করে নেয়া যাবে। খুব একটা খারাপ বলা যায় না।:bravo:
-
নেটেলার মাস্টারকার্ড এবং ব্যাংক উইথড্র ২টি সুবিধাই প্রদান করে। কিন্তু অনেকেই পছন্দ করেন সরাসরি অন্য কারো কাছে বিক্রি করে দিতে। তাই আপনি চাইলে অন্য কারো কাছে সেল করতে পারেন। বড় অ্যামাউন্ট হলে ব্যাংকের মাধ্যমে উইথড্র করে নিয়ে আসতে পারেন,অথবা জরুরি প্রয়োজনে ইনস্ট্যান্ট atm বুথ থেকেও টাকা তুলে নিতে পারেন। নেটেলারে আপনি সবই করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী।
-
এটাই বাংলাদেশীদের জন্য সবচেয়ে প্রধান সমস্যা । অন্যান্য ই-কারেন্সির মতই নেটেলার আপনার অন্য কারো কাছ থেকে প্রথম দিকে সংগ্রহ করতে হবে। সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করতে হবে বিশ্বস্ত কারো কাছ থেকে কেনার জন্য এবং যথাসম্ভব ফেস ২ফেস কেনা-বেচা করার জন্য। অনেকেই স্ক্যাম করার জন্য স্বল্প মূল্য (সাধারনের থেকে অনেক কমে) সেল করার জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারে। তাদের কথাও প্রলোভিত না হয়ে যাচাই করে বিশ্বস্ত ট্রেডার/সেলারদের কাছ থেকেই ই-কারেন্সি কিনুন। উল্লেখ্য, বিডিপিপসের বা ফেসবুকের অ্যাকটিভ কাউকে দেখেই তাকে বিশ্বস্ত মনে করে বসবেন না। অনেকে স্ক্যামিং করার জন্যেও বিশ্বস্ত হবার মুখোশ পরে । পূর্বে এরকম স্ক্যামিংয়ের ঘটনা অনেক ঘটেছে । অনলাইনে যেকোনো লেনদেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। নেটেলার সম্পর্কে যেসব তথ্য পাওয়া গেল, তা এখানে দেয়া হল। আরও কিছু মিস হয়ে গেলে পরে যোগ করা হবে। আশা করি সবার কাজে লাগবে। ধন্যবাদ।:rules:
-
আপনি শুধু একটা ২ লেভেল ভেরিফাইড একাউন্ট করবেন ও সেটি আপনার প্রোফাইলের এটাচ একাউন্টে যুক্ত করবেন৷নিয়মিত ফোরামে ভালো ভালো পোষ্ট দিবেন আর মাস শেষে দেখবেন ঐ একাউন্টে ডলার যুক্ত হচ্ছে৷ঐ বোনাস ডলার দিয়ে ট্রেড করবেন ও সহজেই প্রফিট তুলতে পারবেন৷একাউন্ট খোলার নিয়ম ও পোষ্ট লেখার কিছু গুরুত্তপূর্ণ নিয়ম আছে সেগুলো ভালো করে পড়ে বুঝে নিবেন৷
-
আমি মনে করি ফরেক্স একটি গতিশীল মার্কেট। যা সব সময় উঠানামা করে । যদি মার্কেট আজকে আপট্রেন্ড এ থাকে, কালকে তা ডাউন ও হতে পারে। তাই আপনার লাভ হাতছাড়া হতে পারে অথবা আপনি অতিরিক্ত লসের সম্মখীন হতে পারেন। তাই এর থেকে বাচার জন্য আপনি টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করতে পারেন। যাতে আপনি আপনার লাভ ধরে নিতে পারেন আর লস টা কমাতে পারেন।।
-
ফোরাম পোষ্টিং এর টাকা স্বংক্রিয় ভাবে আপনার এটাচ করা ট্রেডিং একাউন্টে জমা হয়ে যাবে । আর আপনি এই টাকা দিয়ে ট্রেড করতে পারবেন । কিন্তু কোন ভাবেই এই টাকা আপনি উত্তোলন করতে পারবেন না। শুধু মাত্র বোনাস টাকা দিয়ে করা ট্রেডিং থেকে যে লাভ হবে সেটা উত্তোলন করতে পারবেন।এটাই পদ্ধতি
ধন্যবাদ
-
যেভাবে ট্রেডিং একাউন্টে ডলার ডিপোজিট করবেন:-
(১) ইনস্টাফরেক্সর ওয়েব সাইটে আপনার ট্রেডিং আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
(২) ক্লিক করে ডিপোজিট অপশনে যান এবং বাংলাদেশ সিলেক্ট করুন।
(৩) একটি নতুন পেইজ ওপেন হবে। ঐখানে ইনস্টাফরেক্সের বাংলাদেশের অফিসের ঠিকানা পাবেন। ই-মেইল ঠিকানায় আপনার ডলারের চাহিদা জানিয়ে দিন। ডলারের মূল্য ফিরতি ই-মেইল পাবেন।
(৪) ব্রাক ব্যাংকের একটি হিসাব নম্বর আপনাকে ই-মেইলের মাধ্যমে দিবে।নির্ধারিত টাকা ব্যাংকে জমা দেয়ার পর লেনদেনের নম্বর সহ (টাকা জমা দেয়ার রশিদে পাবেন) আপনার ট্রেডিং আইডি দিয়ে একটি ফিরতি ই-মেইল করলে আপনার কাজ শেষ। ২৪ ঘন্টার মধ্যে আপনার একাউন্টে ডলার ডিপোজিট হয়ে যাবে।
(৫) বিকল্প ব্যবস্থা পরিচিত কারো নিকট থেকে নেটেলার , মানিবুকারস ডলার কিনে ডিপোজিট করতে পারেন।
-
আমরা জানি আপনি ফোরামে পোস্ট করে পোস্ট বোনাস পাবেন। এবং সেই বোনাস দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। এই বোনাস আপনি ট্রেডের জন্য ব্যবহার করতে পারবেন ইন্সটা ফরেক্সের একাউন্টে। শুধু প্রফিট উইথড্র করতে পারবেন, বোনাস উইথড্র করতে পারবেন না। আপনার ট্রেডিং একাউন্ট নাম্বার আপনার ফোরামের প্রোফাইলে গিয়ে বোনাস ফর পোস্ট অপশন থেকে এটাচ একাউন্টে এটাচ করে দিলেই বোনাস পাবেন।
-
ফোরামের বোনাস পাওয়ার জন্য আপনাকে একটি ইনস্টাফরেক্স একাউন্ট যুক্ত করতে হবে ফোরামের একাউন্টে।আর তখন যুক্ত একাউন্টে মাসের প্রথম দিকে ডলার স্বয়ংক্রিয় ভাবে চলে যাবে।তখন আপনি রিয়াল ট্রেড করতে পারবেন।তবে লাভ করে তা উত্তোলনের জন্য আপনকে একাউন্টটি ভেরিফাই করতে হবে।
-
মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে ফোরাম পোষ্টিং এর টাকা স্বংক্রিয় ভাবে আপনার এটাচ করা ট্রেডিং একাউন্টে জমা হয়ে যাবে । আর আপনি এই টাকা দিয়ে ট্রেড করতে পারবেন । কিন্তু কোন ভাবেই এই টাকা আপনি উত্তোলন করতে পারবেন না। শুধু মাত্র বোনাস টাকা দিয়ে করা ট্রেডিং থেকে যে লাভ হবে সেটা উত্তোলন করতে পারবেন।