-
ফরেক্স এমন একটি ব্যাবসা যেখানে একজন ট্রেডারকে অনেক গুলী বিশেষ গুনের অধিকারি হতে হয়।। যা আমাদের ভবিষ্যৎ জিবনের সফল এবং সত মানুষ হিসেবে গরে উঠতে অনেক সহায়তা করছে।।। ফরেক্স আমাদের জিবন কে অনক সুন্দর একটা ভবিষ্যৎ এনে দিতে পারে।।। ফরেক্স থেকে অভিজ্ঞতা লাভ করে আমরা সাড়া জিবন ফরেক্স ব্যাবসা করতে পারবো।।।
-
হা ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেকে অনেক ভাগ্য পরিবর্তন করেছে আর আমিও মনে করিবাপনি এবং আমিও আমার ভাগ্য পরিবর্তন করতে পারি ফরেক্স ট্রেদ করে তবে এর জন্য আগে আমাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে হবে না হয়ে আমার অনেক লস হতে পারে বলে আমি মনে করি।
-
ব্যক্তিগতভাবে আমি ফরেক্সে ট্রেড করি কয়েকমাস ধরে। এর আগে আমার ইনকাম সোর্স বলে কিছু ছিলনা। কিন্তু ভার্সিটিতে ভর্তি হওয়ার পর নিজের হাতখরচ নিজে চালানোর প্রয়োজন হয় আমার। তখনই আমি শুরু করি ফরেক্স ট্রেডিং। প্রথম প্রথম অনেক লস খাই তবে পরে মোটামুটি নিজেকে সামলে নেই। আপাতত নিজের হাতখরচ টা চলে যায় ফরেক্সের ইনকাম থেকে।
-
ফোরক্স আপনার লাইফ স্টাইল চেঞ্জ করে দিতে পারে। হয় লাভবান বা লোকসান তবে কোন সময় ভুলেও এটাকে টাকা বানানোর যন্ত্র হিসাবে ব্যাবহার করবেননা। তাহলে আপনি অবশ্য্ ধরা খাবেন এবং যার মাশুল কখনো কখনো টাকাদিয়েও শোধ করতে পারবেননা। তবে এখানে কিছু ঝুকি থাকার দ্বরুন আমাদের অনেক সাবধানে থাকতে হবে। একটু সাবধান হয়ে কাজ করতে পারলে আপনি আমি আমরা অনেক ভালো থাকতে পারব।
-
আসলে কোন একটা নিদ্দিষ্ট বিষয় নয় বরং ফরেক্স থেকে আমরা অনেক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি । ফরেক্স এমন একটা মার্কেটে যেটাতে আমরা যুক্ত হয়ে নিজেদেরকে আন্তর্জতিক মানের ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারি । যদি একটু চিন্তা করে দেখেন তবেই বুঝতে পারবেন যে এটা কত বড় সম্মান আমাদের জন্য । এছাড়াও ধৈর্য্যর মত মহৎ গুণ আমরা এখান থেকেই অর্জন করতে পারি ।
-
ফরেক্স এমন একটা বিজনেস যেখানে বুঝে কাজ করতে পারলে অনেক টাকা আয় করা যাবে মাস শেষে ঘরে বসে খুব সহজেই । আর যদি এটা করা সম্ভব হয় তাহলে ফরেক্স যেকারো লাইফ স্টাইল পরিবর্তন করে দিতে পারে । নিজের লাইফ স্টাইল পরিবর্তন করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল জানতে হবে , ফরেক্সের কাজ ভাল করে শিখতে হবে , ট্রেডিং দক্ষতা শিখতে হবে । তাহলে ফরেক্স থেকে নিজের লাইফ স্টাইল পরিবর্তন করা যাবে ।
-
ফরেক্স এমন একটি আর্ন্তজাতিক ব্যবসা যেটা সঠিক ভাবে করতে পারলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এবং তার সাথে সাথে আপনার সফলতাকে খুব দ্রুত এগিয়ে নিয়ে আসতে পারবেন । আপনি যদি ফরেক্স এ মনে প্রাণে ধরে রাখতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন হবেই ।
-
ব্যক্তিগতভাবে আমি ফরেক্সে ট্রেড করি কয়েকমাস ধরে। এর আগে আমার ইনকাম সোর্স বলে কিছু ছিলনা। কিন্তু ভার্সিটিতে ভর্তি হওয়ার পর নিজের হাতখরচ নিজে চালানোর প্রয়োজন হয় আমার। তখনই আমি শুরু করি ফরেক্স ট্রেডিং। প্রথম প্রথম অনেক লস খাই তবে পরে মোটামুটি নিজেকে সামলে নেই। আপাতত নিজের হাতখরচ টা চলে যায় ফরেক্সের ইনকাম থেকে।
-
হ্যা ফরেক্স মানুষের লাইফ স্টাইল পালটে দেয় । কেননা মানুষের আরথিক পরিবরতঅন হলে তার তার জিবনে গতিরও পরিবরতঅন হয় । আমার ওস্তাদ বলেছেন ফরেক্স শুরু করার পর হতে তার ফজরের নামাজ কাজা হয় নাই । এটাকি কম পরিবরতন ।
-
ফরেক্স ব্যবসা আমার জীবনের আমূল পরিবর্তন করে দিয়েছে । আমি যতই দক্ষতা অর্জন করতেছি ততই আমি সফরকাম হতে পেরেছি । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য আগে দক্ষতা অর্জন করতে হবে তাহলেই সফলকাম হতে পারে ।ফরেক্স এর কারণে আমার লাইফস্টাইলে যে বড় ধরনের পরিবর্তন হয় সেটা হল যে আমি এখন বর্তমানে নিজেকে একজন বড় মাপের ট্রেডার মনে করি ।