-
লস বিকভার করতে হলে আপনার ব্যলান্স থাকতে হবে। আপনি বলেছেন যে আপনার ছোট ভলিযমে ট্রেড ওপেন করছেন এবং লস খাচ্ছেন। আপনি যে প্রাইসে ট্রেড ওপেন করেছেন সেই প্রাইস থেকে কমপক্ষে ১০০ পিপস প্লাস বা মাইনাম হলে সমপরিমান লট আবার ওপেন করুন এবং এখান থেকেও মাকের্ট ফিরে না এসে যদি বিপরীত দিকেই যায় তাহলে আরো ৪০/৫০ পিপস প্লাস বা মাইনাম হলে সেম লট ওপেন করুন ।এই ১৫০ পিপস পরে মাকের্ট ৭০/৮০ পিপস ফিরে আসবে। তখন ঐ ট্রেড ক্লজ করে দিন । এখান থেকে লাভ করার আসা করা যাবে না।
-
আপনি যদি লসকে কমাতে না পারেন তাহলে আপনার রিয়েল ট্রেড করার কোন প্রয়োজন নেই। আপনি ডেমোতে লস কমানোর চেষ্টা ও আপনার ভুলগুলো চিহ্নিত করতে পারেন। এভাবেই আপনি এক সময় একজন দক্ষ ট্রেডার হতে পারবেন। আমিও এভাবে চেষ্টা করছি। তবে অনেক সময়ের প্রয়োজন।
-
ফরেক্স থেকে আপনি কি ভাবে আপনার লস রিকবার করবেন তা ছিন্তায় না এনে কি ট্রেড করার কারনে আপনি লস এর সম্মুখীন হলেন তা খুজে বের করুন।আর ফরেক্স নিয়ে গবেশনা করুন।যে ভুল গুলার কারনে লস করলেন ওই ট্রেড থেকে বিরত থাকুন।ত দেকবেন আপনার ব্যালেন্স রিকবার হয়ে আপনি প্রফিট এর দিকে যেতে থাকবেন।
-
যদি লস বেশি হয় তাহলে একাউন্ট রক্ষার্থে ট্রেডগুলো ক্লোজ করে দেওয়া ভাল।এতে একাউন্ট জিরো হওয়া থেকে বাঁচবে এবং ভবিষ্যতে একাউন্টটাকে আবার ট্রেড করে রিকভারি করার একটা সুযোগ থাকবে।সুতরাং লসে গেলে কিছু হেজিং ট্রেডিং করে সামঞ্জস্য রাখা যায়।পরে মার্কেট অ্যানালাইসিস করে কিছুটা উন্নতি আশা করা যায়।
-
যেহেতু একাউন্ট ব্যালান্স কোন কোন লত এ ট্রেড খুলুন তাহলে লস হলে বেশি হবেনা.আর কম নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন.লস করলে তা পর্যালোচনা করে অন্যভাবে ট্রেড করার চেষ্টা করুন.মার্কেট এনালাইসিস করে এগিয়ে যাবার চেষ্টা করুন সাথে মানি ম্যানেজমেন্ট ও.স্টপ লস বেবহার করুন যেহেতু আপনার একাউন্ট ব্যালান্স কম.
-
আমার ভাই সঠিক কথাই বলেছে । কিছু পেতে হলে কিছু দিতে হয় । তাই বলে আমি দিয়েই যাব এমনটা নয়। যেই ট্রেড গুলোতে বেশী লস হয় তা থেকে বিরত থাকতে হবে তা না হলে ছিটকে পড়ার সম্ভাবনা বেশী । আর ভাল ট্রেডার যারা রয়েছেন তাদের কাছ থেকে যেনে নিতে হবে কিভাবে ট্রেড করলে ভাল হয় । অতপর সামনের দিকে এগুতে হবে।
-
ফরেক্স এ লস টা যত দ্রুত হয়, লাভ বা রিকভারি তত তাড়া তাড়ি হয়না । একটু সময় নিয়ে কাজ করলে আমি মনে করি লস রিকভারি সম্ভব । তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে লস রিকভারি করার আগে ট্রেড যেন আরও লসে না চলে যায় । তাই মুল ট্রেডের লাভ কে যে পরিমান লস হয়েছে তা দিয়ে হিসাব করে সাম্নের ট্রেড গুলো করতে হবে । যেমন আমি যতটুকু জানি , যদি ৫ ডলার লস হয় তাহলে আমাকে প্রতি ট্রেডে লাভ ৫০ সেন্ট করে বা ১ ডলার করে বেশিব্লাভ করতে হবে । যাতে ১ সপ্তাহ এর মধ্যে রিকভারি করা যায় ।
-
আমি লসকে কিভাবে রিকভার করব এবং আমি এপযর্ন্ত যতগুলো ট্রেড ওপেন করলাম সবগুলো ট্রেডে আমার লস হলো। আমার অ্যাকাউন্টে ডলার কম তাই আমি কম ভলিয়মে ট্রেড অপেন করি তারপেরও আমার লস বহন করতে হয় আমি কি করতে পারি। অভিজ্ঞ ট্রেডারদের একটা সাজেসন আমার প্রোয়জনীয় বলে আমি মনে করি। বিশেষ করে কেউ যদি ট্রেড করতে চান তো আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো ভাবে জ্ঞান নিয়ে তারপর ট্রেড করবেন । তাহলে লস হবে না সব সময় ।
-
আমি লসকে কিভাবে রিকভার করব এবং আমি এপযর্ন্ত যতগুলো ট্রেড ওপেন করলাম সবগুলো ট্রেডে আমার লস হলো। আমার অ্যাকাউন্টে ডলার কম তাই আমি কম ভলিয়মে ট্রেড অপেন করি তারপেরও আমার লস বহন করতে হয় আমি কি করতে পারি। অভিজ্ঞ ট্রেডারদের একটা সাজেসন আমার প্রোয়জনীয় বলে আমি মনে করি। আসলে আপনি কত দিন ধরে ট্রেড করছেন এবং ফরেক্স থেকে কতটুকু শিখতে পারছেন তার উপর নিভর করে আপনি লাব লস দুইটাই করতে পারবেন । সবার প্রথমে আপনাকে ভাল করে ফরেক্স শিখতে হবে এবং কি কারনে আপনার বার বার লস হচ্ছে সেইটা আগে বুঝার চেষ্টা করতে থাকেন এবং সঠিক ভাবে এ্যানালাইসিস্ করে ট্রেড করেন দেখবেন সফলতা পাবেন ।
-
আপনি যদি লসকে কমাতে না পারেন তাহলে আপনার রিয়েল ট্রেড করার কোন প্রয়োজন নেই। আপনি ডেমোতে লস কমানোর চেষ্টা ও আপনার ভুলগুলো চিহ্নিত করতে পারেন। এভাবেই আপনি এক সময় একজন দক্ষ ট্রেডার হতে পারবেন। আমিও এভাবে চেষ্টা করছি। তবে অনেক সময়ের প্রয়োজন। আমার ভাই সঠিক কথাই বলেছে । কিছু পেতে হলে কিছু দিতে হয় । তাই বলে আমি দিয়েই যাব এমনটা নয়। যেই ট্রেড গুলোতে বেশী লস হয় তা থেকে বিরত থাকতে হবে তা না হলে ছিটকে পড়ার সম্ভাবনা বেশী । আর ভাল ট্রেডার যারা রয়েছেন তাদের কাছ থেকে যেনে নিতে হবে কিভাবে ট্রেড করলে ভাল হয় । অতপর সামনের দিকে এগুতে হবে।