-
ফোরাম পুস্টিং এর বোনাস পরবর্তি মাসের ১ তারিখে যোগ হয় । বাংলাদেশ ফরেক্স ফোরামের কার্যাবলী অত্যান্ত প্রসংশনীয়। আমার বোনাস ১ তারিখে যোগ হয়েছে। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। আপনার একাউন্ট যদি সঠিক ভাবে ট্রেড একাউন্টে যোগ করে থাকেন তাহলে অবশ্যই মাসের ১ তারিখেই বোনাস পাবেন।
-
আমি ১ তারিখে ফোরামের বোনাস পাইছি ভাই, ফোরামে নিয়ম কানুন আমার খুব পছন্দ হইছে। ১ম ভেরিভিকেশন কোয়ালিফাই না করলে ফোরাম হতে বোনাস নিজের একাউন্ট এ যোগ হয়না। তাই আমার মনে হয় আপনার ভেরিভিকেশন লেভেল গুলো দেখতে হবে।
-
আমি মনে করি ফরেক্সের ফোরাম গুলো ট্রেড শেখার জন্য ট্রেড সম্পর্কে জানার জন্য অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। পাশাপাশি আপনি এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাও শেয়ার করতে পারবেন। ফোরামে পোস্ট করলে আপনি যে বোনাস পাবেন তা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ফোরামের বোনাস সাধারনত মাসের প্রথম তিন দিনের মাঝেই আপনার ট্রেডিং একাউন্টে যোগ হবে।
-
ভাই এখানে অনেক ভাই উধারন সরুপ দেখিয়েছেন যে আমি ১ বা ২ তারিখে একাউন্ট ওপেন করলে পরের মাসের প্রথম সপ্তাতেই বনাস পেয়ে যাব । কিন্তু আমি যদি ১৯ বা ২০ তারিখে একাউন্ট করি সেক্ষেত্রে আমার বনাস কবে পাব কেউ জানলে দয়া করে জানাবে ন তাহলে উপক্রিত হব।
-
সাধারণত ফোরামের বোনস যুক্ত হয়ে থাকে প্রতি মাসের শুরুতে এক হতে সাত তারিখের মধ্য । যদিও সবসময় এই নিয়মে হয়ে থাকে তবে অনেকের কিছু কারণে একটু সমস্য হতে পারে । কেননা ফোরাম পোস্টিং এর জন্য যে বোনাস দেওয়া হয় তা দিয়ে অনেক নতুন ট্রেডার ট্রেড শিখতে পারে । এক্ষেত্রে আমাদের ফোরাম সদস্যদের উচিত হবে ফোরামের নিয়মকানুন মেনে প্রতিটা পোস্ট দেওয়া ।
-
ফোরামে কমেন্ট করার মাধ্যমে আপনি যে টাকা পাবেন তা সাধারনত প্রতি মাসের ৫ তারিখের মধ্যে আপনার এটাচকৃত একাউন্ট এ যোগ হয়ে যাবে।। আর যদি না হয়, তাহলে যথাযথ কতৃপক্ষ কে অবহিত করুন।।
-
আপনি সব নিয়ম মেনে একাউন্ট করেন তবে আপনার তাহলে মাস শেষে আপনার একাউন্টে যোগ হয়ে যাবে। ফরেক্স মার্কেটে ট্রেড করা শিখতে হলে ফোরামে কাজ করে শিখতে হবে কারন ফরেক্স মার্কেটে আপনার প্রথম একাউন্ট জিরো হয়ে যাবে। রিয়াল টাকা লস করলে ফরেক্স মার্কেটের প্রতি অনিহা তৈরি হবে।
-
ফরেক্সে অনেক গুলো ফোরা্ম রয়েছে । ফোরামের প্রতি মাসের বোনাস তার পরের মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিয়ে থাকেন । এই ক্ষেত্রে আপনা অ্যাকাউন্ট নাম্বারটি ফোরাম এ অ্যাড করতে হবে।
-
ফোরামে পোস্টিং এর বোনাস আপনার এটাচকৃত একাউন্টে প্রতি মাসের প্রথম সপ্তাহে যোগ হয়। টেকনিক্যাল গোলযোগের কারনে মাঝে মধ্যে দেরি হতে পারে। সে ক্ষেত্রে আপনি এডমিন অথবা মডারেটর এর সাথে যোগাযোগ করতে পারেন। পোস্তিং এর ক্ষেত্রে অবশ্যই নিয়মাবলি মেনে পোষ্ট করা উচিত।
-
মনে করুন আপনি এই মাসের ১ তারিখ থেকে ফোরামে নিয়মিত ভাবে পোস্ট করা শুরু করেছেন সেক্ষেত্রে আগামী মাসের ঠিক প্রথম সপ্তাহের মধ্যে ফোরামের কতৃপক্ষ আপনার এই মাসের বেনাসের ডলার আপনার অ্যাটাস্ট করা অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে।