-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে অনেক নিয়ম মেনে ফরেক্স মার্কেট এ ট্রেডিং করলে অনেক বেশি প্রফিট করা যায় তাই আমাদের ফরেক্স ট্রেড করার পুর্বে মার্কেট এনালাইসিস করা,,ফরেক্স মার্কেট এর নিউজ দেখা ফরেক্স মার্কেট এ অভার ট্রেড করা যাবেনা,স্টপ লস ব্যাবহার করতে হবে যাতে লস বেশি না হয়।
-
ফরেক্সে ট্রেড করতে হলে বেশি কিছু লাগেনা। ট্রেড শুরু করতে হলে প্রথমে দরকার একটি কম্পিওটার অথবা এন্ড্রয়েড মোবাইল সেট,এবং ইন্টারনেট কানেকশন।এরপর একটি ভাল মানের ব্রোকারে একাওন্ট ওপেন করে ট্রেড শরু করা যেতে পারে।
-
আমি বলব ফরেক্স একটি মুক্ত ও স্বাধীন পেশা। একটা কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকলে ঘরে বসেই ফরেক্সে ট্রেডিং করা যায়। আজকাল স্মার্টফোনেও বেশ ভালো ভাবে ট্রেডিং করা যায়। ফরেক্স ট্রেডিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি প্রয়োজন সেটি হলো ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখা। ফরেক্স ট্রেডিং এর জন্য ট্রেডিং ভালোভাবে শেখা জরুরি।
-
ফতেক্স ট্রেড করতে হলে আপনাকে যেটা প্রথম করতে হবে সেটা হল আপনাকে অনেক ধ্যের্য্যশিল হতে হবে আর আপিনাকে বেশি বেশি করে ফরেক্স ডেমো ট্রেড করতে হবে। কারন আপনি যদি ফরেক্স মার্কেটে ভাল কছু করতে ছান তবে আপনাকে বেশি অবিজ্ঞ হতে হবে বলে আমি মনে করি।
-
ফরেক্স মার্কেট ট্রেডিং করার জন্য আপনার প্রথম দরকার ভাল একটা ব্রোকার নির্বাচন করা তারপর একটা কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশান ভাল ব্রোকারে একাউন্ট খোলা একাউন্ট খোলার পরে একাউন্ট ভেরিফাই করা তারপর ফরেক্স সম্পর্কে অনেক বেশি পড়াশুনা করা এবং ডেমোতে ৫-৬ মাস প্রাকটিস করা ভাল অবিজ্ঞতা নিয়ে রিয়েল ট্রেড করা।
-
ফরেক্স ট্রেডিং অনলাইনে পরিচালিত হয়। এজন্য ফরেক্সে ট্রেডিং করার জন্য সবার আগে প্রয়োজন ইন্টারনেট কানেকশনসহ একটি পিসি অথবা ল্যাপটপ অথবা একটা ভালোমানের অ্যান্ড্রয়েড চালিত মোবাইল। এরপর প্রয়োজন পুজি বা ডলার যা ডিপোজিট করে ট্রেড করতে পারবেন। এই পুজি আপনাদের পরিচিত ফ্রিলানসারদের নিকট থেকে সংগ্রহ করতে পারেন।
-
আমার মতে ফরেক্স ট্রেড করার জন্য সর্ব প্রথম দরকার অনেক সমায় এবং অনেক ধৈর্য। এই দুটো থাকলে আপনি দরকার করতে পারবেন এবং ফরেক্স থেকে অনেক প্রফিতো করতে পারবেন। ফরেক্স এমন একটি ব্যবসা যা একবার ভালো ভাবে করতে শিখতে পারলে ভবিষ্যৎ এ তার আর অর্থের অভাব থাকে না। তাই আমি বলবো যারা ফরেক্স ভালো ভাবে করতে চান তারা যেন ফরেক্স এ অনেক সমায় দেয় আর ধৈর্য ধরে থাকে।
-
ফরেক্স ট্রেডিং এর জন্যে আপনার যে জিনিস গুলো না হলেই নয় সেগুলো হল ইন্টারনেট কানেকশান । তার পরে আপনার থাকতে হবে পিসি । তবে এখন পিসির বিকল্প হিসাবে অনেকে মোবাইল ফোন্রও ব্যবহার করে থাকেন । তারপরে আপনাকে ফরেক্স করা শিখতে হবে । জানতে হবে মার্কেট কেনো বাই সেল হয় ।
-
ফরেক্স ট্রেডিং এর জন্য প্রথমে সময় প্রযোজন , সাথে ধৈর্য রাখতে হবে , ফরেক্স ট্রেডিং এর জন্য একটি কম্পিউটার প্রযোজন তার সাথে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং সব থেকে বড় বিষয হল যার কাছ থেকে আপনি ফরেক্স শিখবেন তার পথ ধরে ভাল করে অনুশীলন করতে হবে ।
-
ফরেক্স ট্রেড এর জন্য যা যা দরকার তা হল ঃ
১। একটি কম্পিউটার অথবা অ্যান্দ্রয়েট মুবায়েল
২। ইন্টারনেট কানেকশন
৩।একটি ফরেক্স মার্কেট এর জন্য অ্যাকাউন্ট
৪। টাকা