-
আমি ব্যক্তিগতভাবে বলবো ফরেক্স ব্যাবসা আসলেই মজার একটা ব্যাবসা। কারন ফরেক্স হল সেই মুদ্রা ক্রয় বিক্রয়ের শেয়ার মার্কেটে যেখানে মুদ্রার দাম বাড়লেও আপনি লাভ করতে পারছেন আবার দাম কুমলেও লাভ করতে পারছেন আর এই সবই নির্ভর করছে আপনার ফরেক্সের ট্রেডিং দক্ষতার উপর।তবে সব কথার এক কথা ফরেক্সে তখনই আপনি ভাল প্রফিট করতে পারবেন এবং নিজেকে সফল ট্রেডার হিসাবে সকলের কাছে তুলে ধরতে পারবেন যখন আপনি ফরেক্সের শিক্ষায় নিজেকে আলোকিত করতে পারবেন।
-
আমিও একমত ফরেক্স একটি ইন্তারেস্টিং ব্যাবসা । এখানে আপনি চাইলে সারাদিনের যেকোনো সময় প্রবেশ করতে এবং বাহির হতে পারবেন । মার্কেট ওপেন থাকার সময় যেকোনো দিন যেকোনো সময় ট্রেড করা যায় । অফিসের কাজ কিংবা পড়াশোনার পাশাপাশি ফরেক্স ট্রেড করা যায় । আরও একটি কারনে আমার ফরেক্স ভাল লাগে যে , এখানে কোন টাকা নিজের থেকে ইনভেস্ট না করেও অনেকে টাকা ইনকাম করছে , শুধু মাত্র ফোরাম পোষ্টের বনাসের কারনে এটি সম্ভব হয়েছে , যা অন্য কোন ব্যাবসায় সম্ভব বলে আমার মনে হয় না ।
-
ফরেক্সে আমরা অনেক মজার সাথে কাজ করতে পারি।। এখানে খেলার মত ভাল খেলোয়াড় হতে পারলে আপনি সকল ট্রেডেই জিততে পারবেন। তবে এর জন্য আপনাকে প্রচুর পরিচ্রম করতে হবে।। ফরেক্স খেলা বুঝতে হবে তারপর রিয়েল ট্রেডে নামতে হবে।।
-
সত্ত্যিই ফরেক্স ব্যবসা একটা ব্যাতিক্রম ব্যবসা ও মজার ব্যবসা । ফরেক্স ব্যবসা সবাই করতে পারে । ফরেক্স ব্যবসা করে টাকা আয় করতে হলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় । এই ত্রেড করা মার্কেট কখন উপরের দিকে আবার কখনো নিচের দিকে নেমে আসে । ফরেক্স ট্রেডাররা এর ভেতর দিয়েই ট্রেড করে ফরেক্সে লাভ করে তাকে । ফরেক্সে লাভ করতে পারলে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা সম্ভব , যা সবাই ইচ্ছা করলে করতে পারে ।
-
ফরেক্স ব্যবসা একটি ব্যতিক্রম অন্যতম ব্যবসা। ফরেক্স করতে পেরে আমি নিজে খুব ভাল একটা বিজনেস হিসাবে মনে করি। করন ফরেক্স করার জন্য বাইরে যেতে হয় না। আমরা ঘরে বসে করতে পারি। পৃথিবিতে এরকম ব্যবসা কোথাও নেই যা ঘরে বসে করা যায়।
-
অজানাকে জানা মানুষের সহজাত প্রবৃত্তি। ফরেক্স এর ইতিহাস আমাদের জ্ঞান এর পরিধিকে আরও বাড়িয়ে দিল। আমরা এই ব্যবসায় আরও সাহসী হয়ে ট্রেড শিখব। অনেকে ফরেক্সকে বিশ্বাসই করতে চায় না। আমরা যদি এমন আরও চমকপ্রদ ইতিহাস তুলে ধরতে পারি তাহলে ফরেক্স আমাদের দেশে দ্রুত প্রসার লাভ করবে।
-
ফরেক্স ব্যবসা অন্য সকল ব্যবসা থেকে একদমই আলাদা।সাধারনত আমরা দেখি দাম বাড়লেই লাভ করা জায়,কম্লে লস। কিন্তু ফরেক্স এর মাধ্যমে মুদ্রার দাম বাড়লেও যেমন লাভ করা জায়,থিক তেমনি মুদ্রার দাম কমলেও লাভ করা জায়।এই সুযোগ আর কোন ব্যবসা তেই নাই।
-
ফরেক্স এর সবচেয়ে বেশি ভাল লাগার জায়গা হলো এতা স্থান, সময়,পাত্র কন কিছুতেই কন বাধা নিষেধ নেই। তাছাড়া সরাসরি ইনভেস্ট না করেও ফরেক্স এ ট্রেদ করার সুযোগ রয়েছে।যেকোনো বয়সের বা পেশার মানুস ফরেক্স এ ট্রেড করে আর্থিক উন্ন্যন ঘটাটে পারে।
-
আমি আপনার সাথে সহমত ফরেক্স ব্যাবসা আসলেই একটা ব্যতিক্রম ও মজার ব্যাবসা ,এতে সকলে ইচ্ছা করলে অংশগ্রহন করতে পারে কারন এটা একটা উন্মুক্ত বাজার এতে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জনের একটা বিশাল সুবিধা রয়েছে তাই এটা সবার কাছে একটা মজার ব্যাবসা আর এতে সফলতা নির্ভর করে আপনার ফরেক্স দক্ষতার উপর।
-
বর্তমান বিশ্বে অনেক ধরনের পেশা রয়েছে তার মধ্য ফরেক্স একটা ব্যাতিক্রম এবং মজাদার পেশা । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করার মাধ্যমে লাভবান হতে পারি এবং এই ব্যবসা একটা ব্যাতিক্রম ও মজার ব্যবসা । কেননা ফরেক্স মুক্তভাবে করা যায় যেখানে কারো অধীনতা নেই এবং এটা একটা স্মার্ট পেশা ।