-
ফরেক্স নিয়ে আমি অনেক খুশি যদিও তেমন আয় করতে পারিনি।তবে ফরেক্স মার্কেটে আমি আমার ইচ্ছা অনুযায়ী ট্রেড করতে পারি কারন এতে কোনো ধরনের সময় সীমার জটিলতা নেই।পড়ালেখার ফাকে ফাকে আমি ফরেক্স নিয়ে কাজ করতে পারি।এতে করে আমার সময় অপচয় ও হয় না অবসর সময়ে ট্রেড করে আমি অনেকটাই খুশি।
-
আসলে এক সময় ফরেক্সে সামান্য কিছু লাভ করতে পারলে খুব খুশি হতাম, আবার কিছুক্ষন পর লস করলে মন খারাফ করতাম । কিন্তু এখন ফরেক্সে কিছু লাভ করে এতটা খুশি হইনা, যখন ফরেক্স সম্পর্কে আরও কিছু নতুন নতুন বিষয় শিখতে পারি তখনি বেশি খুশি হই । এখন প্রত্যেক মাসে লাভ করে যতটা না খুশি হই তার ছেয়েও বেশি খুশি হই যখন দেখি আমি এই মাসে লস করি নাই । কারন এখন আমি মনে করি যে ফরেক্সে বেশি লাভ করা আবার লস করার মাঝে সফলতা নয়, ফরেক্সে টিকে থাকাটাই সফলতা ।
-
আমি প্রথম যখন ফরেক্সে আসি তখন বাই সেল নেয়া বাদে তেমন কিছু জানতাম না। এখানে আমি নতুন নতুন অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিথতে পারি। কিন্তু আমি ফরেক্সে আছি এইজন্য একরকম গর্ববোধ হয়। যেহেতু ফরেক্স আামার পেশা তাই আমি এ পেশা নিয়ে অনেক খুশি এবং এ পেশাকে সম্মান করি। বিশেষ করে মার্কেট নির্ভর নিউস গুলো আপনাকে ভালো ভাবে আয়ত্তে আনার চেষ্টা চালাতে হবে।
-
আমি ফরেক্স ট্রেডিং নিয়ে খুভ খুশি কারন ফরেক্স ব্যবসা করতে যেমন কন নিসডিস্ট কন সময়ের প্রয়জন হয় না নিজের ইছামত করে ফরেক্স করা জায় ফরেক্স মার্কেট থেকে খুভ কম সময়ের মধে ফরেক্স মার্কেট থেকে আয় করা জায় জা অন্য কোন কাজ করে বা ব্যবসা করে করা সম্ভব না তাই ফরেক্স ট্রেডিং করে আমার খুভ ভাল লাগে এবং আমি খুভ খুশি।
-
আমি অবশ্যই ফরেক্স নিয়ে খুশি। একটা কথা হলো আপনি যে কাজ করেন যদি সে কাজ নিয়ে খুশী থাকেন তবে অবশ্যই সে কাজে উন্নতি করতে পারবন। কিন্তু আপনি যদি আপনার পেশা নিয়ে অখুশি থাকেন তবে আপনি কখনোই উন্নতি করতে পারবেন। মুলত সেটাই করতে হবে যেটাতে আপনি খুশি থাকেন। আমি ফরেক্স নিয়ে খুশি বিধায় আমি ফরেক্সে ট্রেডিং করি।
-
হ্যা ফরেক্স মার্কেটে ট্রেড করতে পেরে আমি খুবই খুশি । অন্যদের মত আমিও ফরেক্স মার্কেটকে আমি আমার পেশা হিসেবে নিতে *চাই এবং ফরেক্স এর মাধ্যমে অামি আমার অর্থনৈতিক চাহিদা মেটাতে *চাই । তাছাড়া ফরেক্স মার্কেটে আমার লক্ষ হচ্ছে একজন দক্ষ ট্রেডার হয়ে উঠা ।
-
আমিও ফেরেক্স ট্রেডিং নিয়ে খুশি । আমি মনে করি ফরেক্স ট্রেডিং করি আমি ভাল একটি লাভ করতে পারব । নিয়মিত ভাবে প্রফিট করে পরিবারকে সার্পোট দিতে পারব । ফরেক্স ট্রেডিং এ সুখে থাকা অনেক বেশি কঠিন । কারন এখানে লাভের চেয়ে লসের সম্ভাবনা বেশি । ফরেক্স ট্রেডিং এ বুঝে শুনে ট্রেড করতে হয় ।
-
আমি যেদিন থেকে ফরেক্স নিয়ে কাজ শুরু করি সেদিন আমি জানতামই না যে ফরেক্স কি এবং এখানে ঠিক কি করা হয় ! আমার এক বড় ট্রেডার ভাইয়ের মাধ্যমে আমি অণুপ্রণিত হয়ে বলেছিলাম ফরেরক্স ট্রেডিং করব অনেকটা ঝোঁকের বসে তবে আজ একটু একটু করে অনেক কিছু শিখেছি , ইনশাল্লাহ ভবিষ্যতে একজন ভালো ট্রেডার হওয়ার অনেক বেশি ইচ্ছা আমার মধ্য আছে । আর আমি অনেক বেশি খুশি ফরেক্স ট্রেডিং করতে পেরে । এটা আসলে অন্যরকম একটা অর্থনৈতিক প্লাটফ্রম ।
-
হ্যা , আমি অবশ্যই ফরেক্স ট্রেডিং নিয়ে খুশি ।পারট-টাইম জব হিসেবে নিশ্চিতভাবে ফরেক্স অনেকের কাছে জনপ্রিয় ।ফরেক্স এর সবচেয়ে যে বিষয়টা এই কাজে আমাকে আকৃষ্ট করেছে ,তা হল বিনা পুজিতে আমি ফরেক্স এ ট্রেড করতে পারছি ।আমি মনে করি ,যে যত বেশি এখানে সময় দিবে ,সে তত তাড়াতাড়ি এই বিষয়ে ভাল অভিজ্ঞ হয়ে উঠবে ।
-
প্রথম যখন আমি যখন ফরেক্সে আসি তখন বাই সেল নেয়া বাদে তেমন কিছু জানতাম না। পরে আস্তে আস্তে অনেক বিষয়ই শিখতে পারি। প্রথমে লস করতাম বলে মজা পেতাম না। দুইবার একাউন্ট জিরো করে তো হতাশই হয়ে পড়েছিলাম। পরে হতাশা ঝেড়ে ফেলে ফরেক্স নিয়ে আবার লাগি। পরে বেশ প্রফিটও করতে পারি। এতে করে আমি ফরেক্স ট্রেডিং নিয়ে যথেষ্ঠই খুশি।