-
আমি আগে শুক্রবার দিন ট্রেড করতাম। কিন্তু ট্রেড করার সময় আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে এই দিন মার্কেট এর উঠানামা বেশির ভাগ ক্ষেত্রে ট্রেন্ড ফলো করেনা। আবার অনেক সময় এমন হয় যে মার্কেট কোনো কারন ছাড়াই অনেক বেশী উঠানামা করে। তাই আমি মনে করি এই সময় ট্রেড করাটা খুব রিস্কী ব্যাপার। তাই আমি প্রায় সময় এই দিন ট্রেড করা থেকে বিরত থাকি। তবে স্ট্রং কোনো নিউজ থাকলে সুযোগ বুঝে ট্রেড করার চেষ্টা করি।
-
অবশ্যই, কারন এই দিনটা ছাত্রদের জন্নছুটির দিন তাই তারা এই দিনে বেশী ট্রেড করে আর আম্র জানা মতে এই দিনে ভাল ট্রেডার রা এই দিনে ভাল লাভ করে ফরেক্স ট্রেড থেকে তাই এই দিনে আমিও ট্রেড করি।
-
সাধারণত শুক্রবারে আমি ট্রেড করা থেকে বিরত থাকি।কারন এইদিন মার্কেট ভোলাটাইল অনেক বেশী থাকে।অধিকাংশ ট্রেডারই এইদিনে তাদের অ্যাকাউন্ট জিরো করে থাকে।তাই আমি শুক্রবারে ট্রেড করা থেকে বিরত থাকি।
-
আিম একজন গৃহিণী তাই আমি আমার সংসার থেকে যখনই সময় পাই তখন ফরেক্স করি,কিন্তু থিক সুক্র বারে আমি দেখি যে মার্কেট সবচেয়ে বেসি মভেমেন্ত করে তাই আমার এতা খুব ভাল লাগে কারন এই মভেমেন্ত এ হয়ত আমি ত্রাদে করি খুব কম সময়ের জন্ন অথবা অথবা ত্রাদে করা থেকে বিরত থাকি,তাই আমার মতে সুক্রবার ত্রাদে না করাই ভাল ।
-
আমি মাঝে মাঝে শুক্রবার দিন ট্রেড করি, অনেকে বলে যে শুক্র বার নাকি মার্কেট বেসি মুভমেন্ট করে তাই শুক্র বার একটু সাবধানে ট্রেড করা উচিত । আসলে ফরেক্স এ আমি আকজন নতুন সদস্য তাই এত ভাল বুঝিনা । তবে শুক্র বার আমি একটু সাবধানে ফরেক্স করে থাকি ।
-
শুক্রুবার আমিও ট্রেড করা থেকে বিরত থাকি তবে যদি দেখি মার্কেট এর মুভমেন্ত ভাল তাহলে ট্রেড করি। আসলে সবি নির্ভর করে মার্কেট এর মুভমেন্ত এর উপর জদিন মার্কেট এ ভাল মুভ থাকে আমি শেদিনই ট্রেড করি এবার সেটা বুধ হক আর শুক্রুবার হক।
-
হ্যা আমি শুক্রবারের দিন ট্রেড করি কিন্তু সব শুক্রবারের দিন ট্রেড করিনা কেননা শুক্রবারের মার্কেট বুঝা খুবই কঠিন। কারণ ঐ দিন সপ্তাহের শেষ দিন হওয়ায় মার্কেট প্রচুর পরিমাণে আপ ডাউন করে থাকে। তবে আমার জানা মতে নতুনরা যেন শুক্রবারের দিন ট্রেড না করে কারণ মার্কেট এর অবস্থান বুঝা নতুনদের জন্য স্বাভাবিক মনে হবে না।
-
ফরেক্স মার্কেট এর মূল বিষয় যেটা সেটা হল, কারেন্সি আপডেট আর এই বিষয়টাই হল শুক্ত্রবার ঘটে থাকে। তবে যারা বিশেষভাবে ট্রেডিং অভিজ্ঞ তারা ইচ্ছা করলেই করতে পারেন। মূলত ফ্রি দিন টাতে আপনি অন্যান্য কাজের পাশাপাশি ফরেক্স এর ট্রেডিং টাও করতে পারেন।
-
এই দিনে আমার কোন কাজ থাকে না সারাদিন আমি ফ্রি থাকিউ যার জন্য আমি এই দিন ট্রেড করতে পছন্দ করি আমি মনে করি এই দিনে মার্কেট আমাদের কে অনেক ভাল কিছু দিতে পারে যদি আমাদের অবিজ্ঞতা কে আমরা ভাল করে কাজে লাগাতে পারি তাহলেই আমরা সফল হতে পারব ।
-
আমি একজন ছাত্র। তারপরেও আমি ঐ দিন ট্রেড করি না। যখন আমি আগের দিন ট্রেড করতে না পারি তখন মাঝে মধ্যে ট্রেড করি।