-
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে সফল ট্রেডার হতে হবে।আর ফরেক্স মার্কেটে নিজেকে সফল ট্রেডার হিসাবে গড়ে তুলা সহজ ব্যাপার নয়।এর জন্য প্রয়োজন কঠিন পরিশ্রম করাা ফরেক্স বিষয়ে প্রচুর পড়াশুনা করা এবং ধৈর্য় সহকারে প্রাক্টিস করা।একজন সফল ট্রেডারের প্রধান বৈশিষ্ট হল সে লোভের বসে পরে ওভর ট্রেড করেেনা এবং ভালো সুযোগের অপেক্ষায় থাকে।
-
আসলে ভালরা সবসময় ব্যাতিক্রম হয় । পড়ালেখার ক্ষেত্রে খেয়াল করলে দেখবেন যে ছেলে কিংবা মেয়ে প্রথম হচ্ছে ক্লাসে তার পড়ালেখার ধরন ক্লাসে অন্য সবার চাইতে অনেক ব্যাতিক্রম এবং অনেক বেশি পরিশ্রম সে অন্যদের তুলনায় করে বলেই সে প্রথম হতে পারে । ঠিক তেমনি ফরেক্স এর ক্ষেত্রে আমরা যদি নিজেদেরকে অনেক বেশি পরিমাণে যোগ্য করে গড়ে তুলতে পারি তবে আমরাও সফল ট্রেডার হতে পারব ।
-
সফল ট্রেডারদের ৬ টি বৈশিষ্ট্য হল, ১। সফল ট্রেডাররা সকল এনালাইসিস করে ট্রেড ওপেন করে, ২। ঠন্ডা মাথায় ট্রেড করে । ৩। ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভাল করে পড়াশুনা করে । ৪। ফরেক্স সিগ্লাল দেখে ট্রেড করে থাকে । ৫। বড় এমাউন্ট ইনভেস্ট করে । ৬।সফল ট্রেডাররা আত্মবিশ্বাসী হয় কিন্তু অভার কনফিডেন্ট রাখে না ।
-
অনেক সন্দর করে সফল ট্রেডারদের ৬ টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কিন্তু আমি মনে করি এর সাথে আরও কিছু বৈশিষ্ট্য সফল ট্রেডারদের মধ্যে থাকে। সেগুলো হল:-
১/ কঠোর পরিশ্রমি করে।
২/ তারা ধৈয্যশীল হয়ে থাকে অনেক।
৩/ লোন থেকে দূরে থাকে
৪/এনালাইসিস করে ট্রেড করে
৫/ সহজে হতাশ হয় না
৬/ নিজের উপর আস্থা রাখে।
৭/ নিউস এনালাইসিস করে থাকে।
৮/কোনো ট্রেড এ লস হলে এর কারন খুজে বের করে এবং তা সমাধান করে।
৯/তারা অভার ট্রেড করে না।
10/ তার লং টাইমফ্রেম দেখে লং ট্রেড করে।
11/লাভ-ক্ষতি তারা সপ্তাহ ভিত্তিক হিসাব করে।
-
ফরেক্সে অনেক ট্রেডার থাকে কিন্তু সকল ট্রেডাররা সফল হতে পারে না । সফল ট্রেডারদের মাঝে কিছু গুন থাকে । তার ভেতর অন্যতম হলো , সফল ট্রেডাররা লাভ নিয়ে চিন্তা করে না , লাভ কম বেশি যায় হোক তাই ভাল।। তাদের মাঝে ফরেক্সে কোন লোভ কাজ করে না ।। ধৈর্য নিয়ে ফরেক্স মার্কেটে কাজ করে ।। নিজেদের প্রতি আত্ববিশ্বাস ।। এনালাইসিস করে তারপর ট্রেড করা ।। লস হয়ে গেলে হতাশ না হওয়া ।। সফল ট্রেডারের মাঝে এই ৬ টা বৈশিষ্ট্য থাকে ।
-
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না। তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো
-
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।
-
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।
-
ফরেক্স এর ক্ষেত্রে সফলতার জন্য যা করতে হবে তা হল : প্রচুর ধৈর্য থাকতে হবে , লোভহীন মনমানষিকতা , কঠোর পরিশ্রম করার মত সাহস ও দৃঢ়তা , যথেষ্ট আত্নবিশ্বাসি এবং ফরেক্স এর প্রতি তার ভালবাসা থাকলে সে কখনো এখানে থেকে ঝরে পরবে না কিছু কিছু ব্যাপারে ট্রেড করার সময় সতর্ক থাকবেনঃ
লোভ করবেন না
ইমোশনাল হবেন না
নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না
মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন
ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন
অ্যানালাইসিস ছাড়া কোন ট্রেড করবেন না
-
যখন কোনো ট্রেডার লস খাবে তখন লস কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে। গুলো ব্রোকার পাবে।আর আমরা যে ট্রেড ওপেন করি সেখানে কমিশনের কারণে প্রথমে ট্রেড লসে যায়। সেই কমিশন গুলো ব্রোকারে যাবে।