-
এই ব্যবসা আসলে সব ধরনের ট্রেডারদের জন্য। আপনি এই ব্যবসা পার্ট টাইম অথবা ফুলটাইমের জন্য নিতে পারবেন। তবে হ্যা যার যত বেশি জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে সে যে কোন ধরনের কৌশল অবলম্বন করে এই ব্যবসা হতে ভাল মুনাফা উপার্জন করতে পারে, তাই আমার মতে এখানে পার্ট টাইম অথবা ফুলটাইম মুল কারণ নই অর্থ উপার্জনের জন্য। আপনার যদি দক্ষতা বেশি থাকে তাহলে আপনি পার্টটাইম ব্যবহার করেও অনেক বেশি মুনাফা উপার্জন করতে পারেন।
-
ফরেক্স এ কিছু সময় ব্যায় করলে এটি করা সম্ভব। সারাদিন সময় দিতে হবে এমনটি নয়। তবে প্রথম পর্যায়ে ফরেক্স বুঝতে যথেষ্ট সময় দেওয়া উচিত।
-
ফরেক্স মার্কেট আসলে সব সময় খোলা থাকে তাই আপনি যেকোন সময় ট্রেড করতে পারেন এটা হলো সবচেয়ে বড় সুবিধা এখন যে যত বেশী পরিমানে সময় দিতে পারবেন তিনি তত বেশী লাভবান হবেন। তবে অভিজ্ঞতা একটা বিশাল বড় ব্যপার কারণ অভিজ্ঞতা যদি বেশী থাকে তাহলে আপনার সময় কম দিলেও হবে। কারণ ট্রেড নিতে হলে বেশী সময় নিয়ে এনালাইসিস করতে হয় না। আর প্রথম দিকে ট্রেড করতে গেলে অনেক সময় নিয়ে মার্কেট এনালাইসিস করতে হয় তাই বেশী সময় দিতে হয়। সুতরাং পার্ট টাইম বা ফুলটাইম বলতে কিছু নেই। কারণ আপনার সিগ্ন্যাল না পেলে তো আর ট্রেড করতে পারবেন না।
-
হ্যা ভাই আপনি ঠিকি বলেছেন। এখানে দুই টাইপের ট্রেডার রয়েছেন, একটা হল পার্ট টাইম ট্রেডার এবং আরেকটি হল ফুল টাইম ট্রেডার। অর্থাৎ* অন্যান্য পেশার কিংবা কোন বিজনেজ অথবা কোন চাকরি বাকরীর পাশাপাশি যারা এই ফরেক্স মার্কেটে ট্রেড করেন তাদেরকে আপনি পার্ট টাইম ট্রেডার বলতে পারেন, যে এটা না করলেও তাদের কোন সমস্যা নেই। তবে যারা ফরেক্সটাকে তাদের লাইফের একমাত্র অবলম্বন হিসেবে বেঁছে নিয়েছেন, এবং এটা ছাড়া তাদের আর অন্য কোন অপসন নেই, তাদেরকেই এখানে ফুল টাইম ট্রেডার বলা হয়। তারা মূলত সারাদিন এটার পেছনেই তাদের মূল্যবান সময় অতিবাহিত করে থাকেন।
-
হ্যা ফরেক্স মার্কেটে আমার জানা মতে দুই ধরনের ট্রেডারই আছে। এদের মধ্যে কিছু ট্রেডার আছে পার্ট টাইম ট্রেড করে আবার কিছু আছে ফুল টাইম ট্রেড করে। অর্থাৎ যে ট্রেডাররা পার্ট টাইম ট্রেড করে তারা ট্রেডের পাশাপাশি অন্যান্য কাজ করে থাকে যেমন চাকরি বা ব্যবসায় নিয়োজিত থাকে। আবার যারা ফুল টাইম ট্রেড করে তারা সাধারণত আমার মতে অন্য কোন কাজে নিয়োজিত না থেকে শুধুমাত্র ফরেক্স মার্কেটের উপর নির্ভরশীল হয়ে কাজ করে ভাল মুনাফা উপার্জনের চেষ্টায় থাকে।
-
ফরেক্স মার্কেট এমন একটি ব্যাবসা যা করে আমরা অনেক ইনকাম করে থাকি,অনেক ফরেক্স ট্রেডার আছে যারা ফুলটাইম ফরেক্স মার্কেট এ দিয়ে থাকে এই কাজ করতে যারা পারে তারা বেকার তারা পেশা হিসেবে নিয়ে এই কাজ করে থাকে,অনেকে ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে পার্ট টাইম কাজ করে।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে এই পার্ট টাইম ফুল টাইম থিওরিতে আমি বিশ্বাসী নই। কেননা যে সারাদিন চার্টের সামনে তীর্তের কাকের মত করে বসে বসে থাকে তাকে আর যাই হোক ট্রেডার বলা যায় না। ট্রেডার হল সেই যে একটা নির্দিষ্ট সময় মার্কেট এ থাকবে এবং তার টার্গেট ফুল ফিল হয়ে গেলে বের হয়ে যাবে। তবে এখানে কেউ হল পেশাদার ট্রেডার আবার কেউ অপেশাদার। কেউ এখান থেকেই নিজের জীবিকা নির্বাহ করে আবার কেউ পাশাপাশি অন্য কোন চাকরী করে থাকে।
-
পারটাইম আর ফুলটাইম এই দুইটি নির্ভর করে আপনার উপরে আপনি যেমন ইনকাম করেত চান ঠিক ততটাই মার্কেটে আপনাকে কাজ করতে হবে। পারটাইম কাজ করলে আপনার অল্প ইনকাম হবে তবে ইনকাম নির্ভর করে আপনার ট্রেডিং এর উপর এটা অনেকটা নির্ভর করে অভিজ্ঞতার ওপর আর অভিজ্ঞতা অর্জনরে জন্য ফুলটাইম কাজ করা ভাল তবে আপনি চাইলে এটা পারটাইম হিসাবে করতে পারেন ।
-
আমি মনে করি ফরেক্স কে পার্ট টাইম ট্রেডার হিসাবে নিতে হবে কারন ফরেক্স মার্কেটে সারা দিন বসে থাকতে আপনি অতিরিক্ত ট্রেড দিতে চাইবেন তাই লস বেশি হবে আর না হয় এক বার লাভ করবেন দুইবার লস করবেন। তাই আমাদের কে ফুল টাইম না দিয়ে পার্ট টাইম হিসাবে নিলে অনেক ভাল হবে।
-
পার্ট টাইম ফুল টাইম বলে কোন ট্রেড নেই । আমি মনে করি সবাই ট্রেডার । আর ফরেক্স এমন কোন ব্যবসা নয় যেটাতে আমরা নিদ্দিষ্ট সময়ে করতে হবে । আমি মনে করি যে ফরেক্স িএমন একটা ব্যবসা যেটাতে আমরা ট্রেডিং করে সফল হতে হলে ফুল টাইম এর পিছনে সময় ব্যায় করতে হবে । আর নযত আমরা ভালো কচিূ করতে পারব না । ভালো ট্রেডার হতে হলে ভালো দক্ষতা থাকা জরুরী ।