আমার জানা মতে এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্রোকার হচ্ছে ইন্সটাফরেক্স।আমি এখন পযন্ত অনেক ব্রোকারে ট্রেড করেছি। কিন্তু ইন্সটাফরেক্স এর মত এত কম স্প্রেড এবং এত সুবিধা দেওয়া ব্রোকার দেখিনি।
Printable View
আমার জানা মতে এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্রোকার হচ্ছে ইন্সটাফরেক্স।আমি এখন পযন্ত অনেক ব্রোকারে ট্রেড করেছি। কিন্তু ইন্সটাফরেক্স এর মত এত কম স্প্রেড এবং এত সুবিধা দেওয়া ব্রোকার দেখিনি।
ফরেক্স ব্যবসা এই পৃথিবীতে ১ নম্বর স্থান দখল করে আছে । আর অন্য দিকে ইনস্টা ফরেক্স ব্রোকার এই পৃথিবীতে ১ নম্বর স্থান দখল করে আছে । তাই আমি মনে করি ইনস্টা ফরেক্স ব্রোকার এই পৃথিবীতে সব থেকে বড় ও ভাল ব্রোকার । এইটা কখনো স্কাম হবে না । এই জন্য আমি ইনস্টা ফরেক্স ব্রোকার এর সাথে আছি । ও আমার অনেক বন্ধুরে ইনস্টা ফরেক্স ব্রোকারে নিয়ে এসেছি ।
অবশ্যই আবেগ পরিহার করতে হবে। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ট্রেডের ক্ষেত্রে আবেগ থাকলে অনেক ভুল সিদ্ধাত নেয়া হয়, ট্রেড লসে ক্লোজ করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।
কারো মাঝে আবেগ বেশি আবার কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কারো মাঝে আবেগ কম । ফরেক্স ব্যবসার ক্ষেত্র্রে আবেগের কাছে নিজেকে সমর্পন করে দিলে হবেনা । কারণ আপনি যদি আবেগি হয়ে মার্কেট অবস্থাকে কোনরুপ পাত্তা না দিয়ে ট্রেড দেন তবে আপনি সফল হতে পারবেন না ।
ইন্সটা ফরেক্স সম্পর্কে অনেক সময় বাজে মন্ত্যব্য শুনা যায়। আমার জানামতে ইন্সটা ফরেক্স এশিয়ার সবচেয়ে জনপ্রিয় একটি ব্রোকার। ইন্সটা ফরেক্স এ মানূষ হাজার হজার ডলার নিয়ে ট্রেড করছে। ইন্সটাফরেক্স নিঃসন্দহে একটি ভালো ব্রোকার। যে কেউ বিনা সংকোচে এই ব্রোকার এ ট্রেড করা উচিত।
আমার জানামতে,, ইন্সটাফরেক্স ব্রোকার এশিয়ার সবচেয়ে বড় এবং জনপ্রিয় ব্রোকার হাওজ। ইন্সটাফরেক্স জনপ্রিয়তারর অনেক কারন ও আছে।। ইন্সটাফরেক্স ব্রোকার সবচেয়ে পুরনো এবং বিশস্থ ব্রোকার।। হাজার হাজার ট্রেডার বহুদিন ধরে ফরেক্সে ট্রেড করে আসছে। তাই এখানে আমিরা নিরভয়ে ট্রেড করতে পারি।।
ইনস্টা ফরেক্স ব্রোকার একটি ভুয়া ব্রোকার বোনাস এর লোভ দেখিয়ে অনেকে ডলার লস হয়েছে অনেক কে ডলার দেইনি এইরকম অনেক কিছু।কিন্তু আবার অনেকে বলে ইনস্টা ফরেক্স ব্রোকার সবচেয়ে বেশি জনপ্রিয় এটা খুব ভাল ব্রোকার।এই কথাটা কতখানি সত্য? ইন্সটা ফরেক্স যদি ভুয়া ব্রোকার হয় তবে অরজিনালন ব্রোকার কোনটা হবে? ইন্সটা ফরেক্স এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্রোকার। আর ইন্সটা ফরেক্সের মতো সুবিধা আর কোনো ব্রোকারের আছে কিনা জানা নেই।
ইন্সটা ফরেক্স অনেক জনপ্রিয় একটি ব্রোকার ,ইন্সটা ফরেক্সের মাধ্যমে অনেকেই সাবলম্বি হতে পেরেছে । ইন্সটা ফরেক্সে ফোরাম এর নিয়মটা রয়েছে এক একটি পোস্ট এর মাধ্যমে ২০ সেন্ট করে দেয় জে জতো করতে পাড়ে সে ভার্চুয়াল দিয়ে ট্রেড করে লভ্যাংশ টা উত্তোলন কোরা যায় এই সুবিধাটা সুধু ইন্সটা ফরেক্সেই রয়েছে । আমি খুব ভালবাসি ইন্সটা ।
ব্যক্তাগতভাবে আমি বলবো আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে জনপ্রিয় ফরেক্স ব্রোকার হাউজ হিসাবে অবির্ভাব ঘটেছিল ইন্সটা ফরেক্স ব্রোকার হাউজের যা আজও লক্ষ লক্ষ ফরেক্স ট্রেডারদের প্রিয় ট্রেডিং প্লাটফর্ম হিসাবে স্থান করে নিয়েছে।
ইন্সটা ফরেক্স এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্রোকার। আর ইন্সটা ফরেক্সের মতো সুবিধা আর কোনো ব্রোকারের আছে কিনা জানা নেই।আপনি একটু চিন্তা করে দেখুন তো বাঙলাদেশ ফরেক্স ফোরামে পোস্টিং এর জন্য যে বোনাস দিচ্ছে তা আর কোন ব্রোকার দেয়। বিগিনার দের জন্য ইন্সটা ফরেক্সই সবচেয়ে ভালো ব্রোকার।