বিভিন্ন কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে । যাই হোক উন্টাফরেক্স এর একজন কর্মকর্তা খুবই সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে বলেছেন । আশা করি আপনারা ব্যাপারটা ঠিক মতো বুঝতে পেরেছেন । তাই সবার উচিত হবে পরবর্তীতে এই সকল কাজ এরিয়ে চলা ।
Printable View
বিভিন্ন কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে । যাই হোক উন্টাফরেক্স এর একজন কর্মকর্তা খুবই সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে বলেছেন । আশা করি আপনারা ব্যাপারটা ঠিক মতো বুঝতে পেরেছেন । তাই সবার উচিত হবে পরবর্তীতে এই সকল কাজ এরিয়ে চলা ।
আপনি যদি নিয়ম ভঙ্গ করে কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট তো ব্যান হবে । নিয়ম মেনে কাজ করলে আপনার অ্যাকাউন্ট কখনও ব্যন হবেনা । নিয়ম এর ব্যাপারে সচেতন হউন ।
Instaforex এ একাউন্ট ব্যান করে দেয় কথা আমি আগে কখনও শুনিনি। কারন আমি জানি ইন্সটাফরেক্স একটি বেস্ট ব্রোকার এবং আমি নিশ্চিন্তে গত 2 বছর ধরে এই ব্রোকার এর আন্ডার ফরেক্স ট্রেড করছি। আপনি লাইভ সাপোর্ট এ যোগাযোগ করে দেখতে পারেন।
তবে আপনার একাউন্ট যদি 3 মাসে অধিক সময় ধরে অকেজো পরে থাকে ,অর্থাৎ আপনি যদি কোন ডিপোজিট বা উইথড্র না করেন, বা কোন ট্রেড পরিচালনা না করেন সে ক্ষেত্রে সাময়িক ভাবে বন্ধ হয়ে যাবে। আপনি support@instaforex.com ঠিকানায় রিকোয়েস্ট পাঠালে 72 ঘন্টার মধ্যে আপনার একাউন্ট পুনরায় চালু করা হবে।
আপনি যদি একটি আইপি দিয়ে একাধিক অ্যাকাউন্ট চালান তবে আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে।আর তাই একই আইপি দিয়ে একাধিক অ্যাকাউন্ট চালানো হতে বিরত থাকুন এবং নিরাপদে ট্রেড করুন।
Instaforex অ্যাকাউন্ট ব্যান করার অনেক কারন রয়েছে। আমি মনেকরি , Instaforex অ্যাকাউন্ট ব্যান করার অন্যতম কারন হল একাউন্ট হাইলেভেল ভেরিফাই না করা।। আপনার একাউন্ট হাইলেভেল ভেরিফাই না হলে আপনি বড় কোন এমাউন্ট তুলার জন্য ব্রোকার আপনার কাছে ভেরিফাই পেপার চেতে পারে।। এবং এ অধিকার তাদের আছে।।
আাসলে আল্লাহর রহমতে এখনো এই ধরনের কোন অবস্থা আমার সাথে হয়নি এবং আল্লাহ না করুক তাই চায় । তবে কিছু ট্রেডার ভাইয়ের অভিযোগ শুনেছিলাম যে প্রফিট উত্তোলন করতে গেলই নাকি একাউন্ট ব্লক করে দেয় । আসলে আমি এ সম্পর্কে জানি না বিধায় বলতে পারব না যে ঠিক কি কারণে তারা এরকম করে । তবে আমার মনে হয় এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধান করা যাবে ।
ইন্সটাফরেক্সে বোনাস অ্যাকাউন্টে যারা ট্রেড করে তাদের অনেকের অ্যাকাউন্টে ব্যান্ড বা সাসপেন্ড হয়েছে।আর একবার সাসপেন্ড হলে তার অ্যাকাউন্টে সে আর ফিরে পাবেনা।মূলত ব্যান্ড কররার কারন হচ্ছে নিয়ম না মেনে প্রফিট করা। বোনাস অ্যাকাউন্টে অতিরিক্ত মার্জিন ব্যবহার করে অতিরিক্ত প্রফিট করার কোনো নিয়ম নেই। তাই নিয়ম মেনে ট্রেডের চেষ্টা করুন সমাধান পেয়ে যাবেন।
আসলে আমি যতদূর জানি একাউন্ট ব্যান করার প্রধান কারণ হল একসাথে অনেকগুলো একাউন্ট চালানো। আরো অনেক কারণ থাকতে পারে যা আমার জানা নেই। এরকম হলে লাইভ সাপোর্টে জিজ্ঞাসা করুন ওরা আপনার একাউন্ট নাম্বার নিয়ে চেক করে আপনাকে বলবে কেন আপনার একাউন্ট ব্যান করা হল।
একাউন্ট ব্যান হওয়ার কয়েকটা কারন আছে , একাউন্ট খুলার সময় সব তথ্যগুলো হয়তো নিরভুল না থাকার কারনে এমনটা হতে পারে তাছাড়াও অনেকসময় ভুল্ভাবে ট্রেড পরিচালনা করার জন্য একাউন্ট ব্যান হতে পারে , তাই যদি কনো কারনে একাউন্ট ব্যান হয়ে জায় তাহলে সেই সময় ইন্সটাফরেক্স সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে হবে ।