-
শর্ট টাইমফ্রেমে ট্রেড করার অনেক রকম সুবিধা রয়েছে । শর্ট টাইমফ্রেমে ট্রেড করার মাধম্যে আপনি মার্কেট এর রিস্ক কমিয়ে আনতে পারেন । এছাড়াও আপনার লসের পরিমানও কম হবে । আসলে আমাদের একটি নিদির্ষ্ট পরিমান পিপস প্রতিদিন গেইন করতে পারলেই যথেষ্ট যা শর্টটাইমফ্রেম ব্যবহার করার মাধম্যে সহজেই করা যায় ।
-
আমার মতে শর্ট টাইম ফ্রেমে সাধারণত পেশাদার ও সফল ট্রেডাররাই সুবিধা বেশি ভোগ করে থাকে। কারণ শর্ট টাইম ফ্রেমে মার্কেট মুভমেন্ট সবচেয়ে বেশি হয় এবং এটা বুঝার মত ক্ষমতা সবাই অর্জন করতে পারে না। এজন্য শর্ট টাইম ফ্রেম সবার জন্য প্রযোজ্য নয়। তা্ই আমি মনে করি নতুনদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে লং টাইম ফ্রেমে ট্রেড করা।
-
ভাই ফরেক্সে এটাই তো হল সবচেয়ে বড় সুবিধা যে, এখানে শর্ট টাইম ফ্রেমে কাজ করা যায়, ট্রেড করা যায়। কারন আপনি যদি ৫ মিনিট অথবা ১ মিনেটের টাইমফ্রেম নিয়ে এখানে ট্রেড করেন, তাহলে সব থেকে বড় সুবিধা হল আপনি দিনে নাহলেও ৩ থেকে ৪ টা ভাল ভাল পজিশনে ট্রেড নিতে পারবেন, এবং এই ট্রেডগুলো থেকে প্রফিট নিয়ে বেরিয়ে আসতে আপনার বেশি সময়ও লাগবে না।
-
ফরেক্স মার্কেটে আমরা যেদুই ভাবে ট্রেড করে থাকি একটা শর্ট টাইম ফ্রেম আরেকটা লং টাইম ফ্রেম দুইটা তে ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা আছে আমার জানা মতে শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে হলে অনেক এক্সপার্ট হতে হয় কারন শর্ট টাইম ফ্রেমে সময় কম কিন্তুু কাজের কোন তফাৎ নেই সোজাকথা লং টাইম ফ্রেমে য কাজ এখানেও তা লং টাইম ফ্রেমে সময় বেশি থাকার কারনে অ্যানালাইসিস খুব ঠান্ডা মাথায় করা যায় শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে হলে যেমন দক্ষতা প্রোয়জন তেমন মার্কেটে বুযতে না পারলে লসে স্বিকার হতে হয় আমি মনে করি শর্ট টাইম ট্রেডার দের থেকে লং টাইম ট্রেডার দের সুযোগ সুবিধা সব দিক দিয়েই ভাল।
-
ফরেক্স মার্কেটে শর্ট টাইমফ্রেমে ট্রেড করার অনেক রকম সুবিধা রয়েছে । শর্ট টাইমফ্রেমে ট্রেড করার মাধম্যে আপনি মার্কেট এর রিস্ক কমিয়ে আনতে পারেন । এছাড়াও আপনার লসের পরিমানও কম হবে । আসলে আমাদের একটি নিদির্ষ্ট পরিমান পিপস প্রতিদিন গেইন করতে পারলেই যথেষ্ট যা শর্টটাইমফ্রেম ব্যবহার করার মাধম্যে সহজেই করা যায়।
-
ফরেক্স মার্কেটে আমরা সাধারণত দুই ধরনের টাইমফ্রেম নিয়ে কাজ করি। একটা হল লং টাইম ফ্রেম এবং অপরটা হল শর্ট টাইম ফ্রেম। ব্যক্তিভেদে একেকজন একেক রকমের টাইম টাইম ফ্রেম পছন্দ করেন। আমি নিজেই একজন লং টাইম ফ্রেম ট্রেডার। শর্ট টাইম ফ্রেম এ আমি খুব কম কাজ করেছি তবে আমি জানি এখানে খুব তাড়াতাড়ি প্রফিট করা যায় তবে এর জন্য অনেক বেশি এক্সপার্ট হওয়া দরকার।তা না হলে যত তাড়াতাড়ি আপনি প্রফিট করবেন তারও অধিক তাড়াতাড়ি আপনি লস করে ফেলতে পারেন। তাই একটু সিরিয়াস হয়ে কাজ করলে ভাল ফলাফল পাওয়া যায় শর্ট টাইমফ্রেম থেকে।
-
ফরেক্স মার্কেটে কাজ করার জন্য দুই ধরনের টাইমফ্রেম রয়েছে তার মধ্যে একটা হচ্ছে লং টাইম ফ্রেম এবং আরেকটা হল শর্ট টাইমফ্রেম। তবে এর মধ্যে লং টাইম ফ্রেম বেশিরভাগ লোক ব্যবহার করে কেননা লং টাইম ফ্রেমে ঝুঁকি কিছুটা কম। এবং মার্কেট নিয়ে সবসময় পড়ে থাকতে হয়না। অপরদিকে শর্ট টাইম ফ্রেম করতে হলে অনেক বেশি দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োজন। শর্ট টাইমফ্রেমে ট্রেড করে অনেক তাড়াতাড়ি অনেক বেশি প্রফিট করা সম্ভব তবে এখানে রিস্ক এর পরিমাণটা অনেক বেশি।
-
ফরেক্স মার্কেটে সর্ট টাইম ফ্রেমে সবসময় দেখা জায় রানিং যে মার্কেট প্রাইস দেখা জায় কিন্তু লং টাইম ফ্রেম অনেক সময় অনেক সময়ের ব্যবধান দেখা জায় তাই সবসময় ফরেক্স মার্কেটে সর্ট টাইম ফ্রেমে কাজ করলে ভাল হয়।
-
হ্যাঁ আমার ভাই যদি আমরা বিভিন্ন মুদ্রায় ট্রেড করে থাকি তবে বিভিন্ন ধাতব এবং সোনায় বাণিজ্য করার জন্য আমাদের খুব জ্ঞানবান হতে হবে যদি আমাদের অভিজ্ঞতাটি খুব ভাল হয় তবে আমরা যে কোনও জোড়ের ট্রেডে ট্রেড করতে পারি। সুতরাং আমি আপনাকে বলব যে আপনি যদি জোড়ায় ট্রেড করে থাকেন তবে আপনাকে অনেক কিছু শিখতে হবে।
-
যারা অল্প সময়ের জন্য ট্রেড করতে চায় তাদের জন্য শর্ট টার্ম ট্রেড ভালো। কিন্তু শর্ট টার্ম ট্রেড করতে হলে সঠিক এনালাইসিস এর প্রয়োজন হয়। এখানে ইমোশনাল হয়ে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই শর্ট টার্ম ট্রেড তারাই করে থাকে যারা অনেক দক্ষ। আমি বিশেষ করে নতুনদের কখনো শর্ট টার্ম ট্রেড করার পরামর্শ দেবো না। কারণ এটা ঝুঁকিপূর্ণ। লং টার্ম ট্রেডে ঝুঁকি কম থাকে। তাই নতুনরা লং টার্ম ট্রেড করুন।