-
আমরা সাধারনত টেকনিক্যাল এ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করে থাকে। এদুটো এ্যানালাইসিসের উপরই বেশি জোর দিয়ে থাকে। খুব কম ট্রেডারই আছে যারা সেন্টিমেন্টাল এ্যানালাইসিস করে থাকে। আমার কাছে সেন্টিমেন্টাল এ্যানালাইসিস হল মার্কেটের সেন্টিমেন্টাল এর সাথে নিজের সেন্টিমেন্টালকে মিলিয়ে নেয়া।
-
সেন্টিমেন্টাল সম্পূর্ন নিজের ব্যাপার অর্থ্যাৎ ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস এবং আপনার এত দিনের ট্রেডিং অভিজ্ঞতা মিলিয়ে আপনি মনে মনে যে সিদ্ধান্ত নিবেন, অর্থাৎ মার্কেট মুভমেন্ট কোন দিকে এবং কত দূর হতে পারে এই ধারণাই আসলে সেন্টিমেন্টাল এনালাইসিস। এই এনালাইসিসের উপরই নির্ভর করবে আপনার ট্রেডের ভবিষ্যৎ।
-
সেন্টিমেন্টাল অ্যানালাইসিস সেন্টিমেন্টাল এনালাইসিস হল আপনার নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন ট্রেড করবেন কিভাবে ট্রেড করবেন আর কত রিস্ক নিয়ে ট্রেড করবেন।
-
ফরেক্স ট্রেদিং এ অনেক সময় ধৈর্য্য হারিয়ে অনেকে অতিরিক্ত রিস্ক নিয়ে এবং ইমোশোনাল হয়ে ট্রেড করে তার ফল বেশির ভাগ সময় নেতিবাচক আসে কারন সেন্টিমেন্টাল হয়ে ট্রেড করলে কন বিচার বিবেচনা থাকে না তাই জাকিছু হতে পারে।তাই পরবর্তি ট্রেড গুলর সময় এই সেন্টিমেন্ত এর ফলে ঘটে যাওয়া অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে বিচার বিবেচনার মাধ্যমে ট্রেড করাকে সেন্টিমেন্টাল এনালীসিস বলে।
-
আমার মতে সেন্টিমেন্টাল অ্যনালাইসিস হল মানসিকভাবে হিসাবের উপর চার্ট দেখে অ্যনালইসিস করা।আমরা অনেক সময় ধারনার ভিত্তিতে এক ধরণের হিসাবের উপর ট্রেড করে থাকি এবং এতে বিভিন্ন ধরণের অ্যনালাইসিস প্রয়োগ করে থাকি।আসলে এটি ধরতে গেলে অ্যনালাইসিসও বলা যায়।
-
ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে অ্যানালাইসিসের কোন বিকল্প নেই আপনি যত ভাল অ্যানালাইসিস করতে জানবেন তত ভাল ভাবে আপনি এগ্রিয়ে যেতে পারবেন।সেন্টিমেন্টাল অ্যানালাইসিস হল এমনই একটি অ্যানালাইসিস যেখানে আপনি আপনার মনের নিজেস্ব ট্রেডিংয় সম্পর্কিত চিন্তা ভাবনার আলোকে ট্রেড সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহন করতে পারেন।
-
আমার মনে হয় আসলে এই প্রকারের অপর নাম হল ইমোশান আর খুব প্রচলিত একটা কথা হল মার্কেট কারো ইমোশান দেখে চলে না , চলে হিসাবে। যাক সবাই ইমোশান নিয়ন্ত্রন করার চেষ্টা করুন কারণ ভুল করলে লস আপনারই হবে। আর একটা কথা আপনার টাকা লস করার সম্পুর্ণ লস করার অধিকার আপনার আছে কিন্তু লস করে ফরেক্স মার্কেটকে দোষ দেওয়ার কোন অধিকার আপনার নেই।
-
ফরেক্স মার্কেট এ সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এর গুরুত্ব অনেক বেশি আপনি যত বেশি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস নিয়ন্তন করতে পারবেন তত আপনি লাভ করতে পারবেন । ফরেক্স মার্কেট এ সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বলতে বুঝাই আপনার মানসিক আনাল্যসিস কে বুঝাই ফরেক্স মার্কেট এ সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এর কারন এ অনেক ট্রেডার লস করে থাকে তাই আপনি যদি লাভ করতে চান তা হলে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বুঝতে হবে আর কাজে লাগাতে হবে আপনাকে
-
ফরেক্স মার্কেটে সেন্টিমেন্ট এনালাইসিস বিষয়টা আমি ভাল বুঝি না। আমার মনে হয় সেন্টিমেন্টাল এনালাইসিস হল ট্রেডারদের বর্তমান সাইকোলজি বোঝা। ইলিয়ট ওয়েভ নামে একধরনের এনালাইসিস আছে। এই ধরনের এনালাসিস মনে হয় তার সাথে মেলে। আবার ব্রোকারগুলোতে ট্রেডার শেন্টিমেন্ট দেখায়। এটা নিয়ে আমি এখনও হতাশায় আছি।
-
আসলে আমরা অনেক সময় ধারনার ভিত্তিতে এক ধরণের হিসাবের উপর ট্রেড করে থাকি এবং এতে বিভিন্ন ধরণের অ্যনালাইসিস প্রয়োগ করে থাকি।আসলে এটি ধরতে গেলে অ্যনালাইসিসও বলা যায়।