-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ছেলে বা মেয়ে বিষয়টি গুরুত্বপূর্ণ নয় । যেকোন পেশার বা যেকোন বয়সের বা যে কোন লিঙ্গের লোকই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে । তবে অাপনি যে বয়সের বা লিঙ্গের বা পেশারই হোন না কেন ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রয়োজন অভিজ্ঞতা এবং মার্কেট এ্যনালাইসিস । তাছাড়া ফরেক্স বিষয়ে পড়াশুনাও অত্যান্ত গুরুত্বপূর্ণ ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট ছেলে মেয়ে উভয় এর জন্য সমান । কারন ফরেক্স ব্যবসা বাসায় বসে খুব সহজেই করা যায় । ছেলেদের পাশা পাশি এখন মেয়েরাও ফরেক্স ব্যবসায় অনেক আগিয়ে আসেছে । আমাদের বাংলাদেশে মেয়েরা এখন ঘরে বসে খুব সহজেই ফরেক্স ব্যবসা করতে পারে । ফরেক্স ব্যবসায় সফলতা অর্জন করে এখান থেকে সকল আর্থিক চাহিদা মেটানো সম্ভব । তায় মেয়েদের জন্য ফরেক্স ব্যবসা অনেক ভালো একটি দিক ।
-
ফ*রেক্স হ*লো এক*টি উনমুক্ত ব্যবসা যার মাধ্য*মে সবাই কাজ করার স্বাধীনতা রা*খে তাহ*লে বলা যায় যে ফ*রেক্স এ মে*য়েরাও কাজ কর*তে পার*বেৃ। ফ*রেক্স এ যে কেও প*্র*িফিট কর*তে পা*রে। এখা*নে তো মে*য়ে আর ছে*লে নয় যে কাজ জা*নে তারা সবাই কাজ কর*তে পার*বে।
-
ফরেক্স হল স্বাধীন একটি ব্যবসা। যেটা মেয়ে ছেলে সবাই অনায়াসে করতে পারে।মেয়েদের জন্য এটা আরও বেশি সুবিদা জনক। কেননা মেয়েরা বেশিরভাগ সময় ঘরে থাকে আর ফরেক্স যখন ঘরে বসেই করা যায় সেহেতু এটা মেয়েদের জন্য অনেক বেশি সুবিদাজনক।অনেক অবলা মেয়েরা আছে যারা ফরেক্স ব্যবসা করে নিজেরাই স্বাবলম্বী হতে পারে।তাই মেয়েদের জন্য ফরেক্স ব্যবসা খুবই সহজ একটি মাধ্যম।
-
যদি মেয়েরা ফরেক্স ট্রেডিং শিখে তবে সে ফরেক্স থেকে ভালো উপার্জন করার পাশাপাশি পরিবারকে বেশ সময় দিতে পারে । পরিবারের জন্য একটা বাড়তি আয়ের উৎস হয় ,বলা যায় বাইরে চাকরি না করে ফরেক্স ট্রেডিং
এর মাধ্যমে টাকা আয় করা যায় ।
-
আমাদের দেশের মেয়েরা তারা তাদের কাজের পাশাপাশি ফরেক্সে কাজ করতে পারে। ফরেক্স এমনি একটি ব্যবসা যে ব্যবসা সবাই করতে পারে। মেয়েরা তাদের পরিবারের কাজের পাশাপাশি ফরেক্সে কাজ করে ভালো বারতি আয় করতে পারে।
-
একটা কথা আমি সর্বদায় বলি এবং বিশ্বাস করি যে ফরেক্স সকলের জন্য। সুতরাং ফরেক্স ব্যবসায় ছেলেমেয়ের কোনো ব্যবধান নেই। বরং ফরেক্স ব্যবসায় সম্পুর্ন অনলানভিত্তিক হওয়ার কারনে মেয়েরা ঘরে বসে ইচ্ছাস্বাধীন সময়ে ফরেক্স ট্রেডিং করতে পারে।এজন্য বলবো মেয়েদের জন্যও ফরেক্স উপযোগী।
-
মেয়েদের জন্য ফরেক্স অনেক সম্ভাবনাময় একটা ক্ষেত্র এবং ফরেক্স থেকে মেয়েদের অনেক বেশী সফলতা পাওয়া সম্ভব।কারন ফরেক্স এমন একটা ব্যাবসা যেটা যে কেউ ঘরে বসে করতে পারে এবং এর জন্য কোন প্রকার ডিগ্রি কিংবা সার্টিফিকেটের দরকার হয় না।তাই মেয়েরা চাইলে ঘরে বসেই ফরেক্স থেকে প্রচুর টাকা আয় করতে পারে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য আমাদের ভাল করে ফরেক্স শিক্ষা নিয়ে ফরেক্স ট্রেডং করতে পারলে ফরেক্স মার্কেট এ ভাল করা যায়,তাই আমাদের ফরেক্স ট্রেডিং করতে হলে মেয়েরা ঘরে বসে সংসারের কাজ করার পরে অবসর সময়ে ট্রেডিং করতে পারলে অনেক ভাল হয়,তাই মেয়েরা ভাল করতে পারবে ফরেক্স করে।
-
আমার মতে মেয়েদের জন্য ফরেক্স এর চেয়ে এর কোনো ভালো বেবসা হতে পারে না, মেয়েরা চাইলেই যখন তখন বারিরি বাহিরে বের হবারে সুযোগ থাকে না, পরিবার থেকে বিভিন্ন বারণ ও থাকে এই বেপারে. এর তারা চাইলেও সহজে চাকরি করতে পারে না, সেই দিকে তারা চাইলেই ফরেক্স বেবসা বাসা থেকে করতে পারেন. বাসায় বসে বসে খুব সহজে, সুতরাং ইটা মেয়েদের জন্য উত্তম.