আমি মনে করি প্রথমে বেশি সময় নিয়ে ফরেক্স বিসনেস করা ভাল।কারন যত বেশি সময় দেব তত ভাল করে ফরেক্স বিসনেস বুঝতে পারব ।
Printable View
আমি মনে করি প্রথমে বেশি সময় নিয়ে ফরেক্স বিসনেস করা ভাল।কারন যত বেশি সময় দেব তত ভাল করে ফরেক্স বিসনেস বুঝতে পারব ।
শুরুতেই আপনি যদি আকাশ কুসুম চিন্তা করে বসেন তাহলে ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া সম্ভব নয় । আমি মনে করি ফরেক্স মার্কেটে প্রথম অবস্থায় শিখার উপর গুরুত্ব দিতে হবে । প্রতিটি ট্রেড আপনার জন্য যাতে নতুন কোন অভিজ্ঞতা নিয়ে আসে সেই দিকে লক্ষ রাখতে হবে । নতুন অবস্থায় লং *টাইম ফ্রেমে ট্রেড করাই ভাল বলে আমি মনে করি ।
আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য লং টাইম প্রেম কে অনুস্মরণ করা।আপনি যদি প্রথম অবস্থাই বেসি সময় নিয়ে ট্রেড করেক্স তাহলে আপনি ভালো ট্রেড করতে পারবেন।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য বেসি সময় নিয়ে ট্রেড করি।এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারি।আপনি যদি কম সময় নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করবেন।তাই লং টাইম নিয়ে ফররেক্স মার্কেট এ ট্রেড শুরু করাই ভালো হবে।
প্রথমে কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা এই মার্কেটে সময় দেওয়ার চেষ্টা করব তাহলেই সফলকাম হওয়া সম্ভব । এর কারণ হল ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই আমাদের ধৈর্য্যশীল হতে হবে ।
আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডআর আমি মনে করি ফরেক্স প্রথমে শর্ট টাইম ট্রেড করা ভালো। ফরেক্স এ শর্ট টাইম ট্রেড বলতে প্রথমে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টার মধ্যে ট্রেড করা ভালো। এর বেশি সময় নিয়ে ট্রেড করলে লং টাইম ট্রেড হবে যা নতুন ট্রেডআরদের একটু ঝুঁকিপূর্ণ। তাই প্রথমে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টার মধ্যে ট্রেড করা ভালো।
আমি মনেকরি,, ফরেক্সে ট্রেড করার জন্য আমাদের প্রচুর সময় দেয়া উচিৎ ।। ফরেক্স করার জন্য আমাদের প্রথমে ফরেক্স ট্রেডিং শিখতে হলে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে।। ডেমো প্রাকটিস করতে হবে।। ডেমো তে সিরিয়াস হতে হবে। প্রথমে ছোট টাইম ফ্রেমে ট্রেড শিখতে হবে।।
আমি মনে করি ফরেক্স মার্কেট এ আপনি যত সময় দিতে পারবেন ততবেসি আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে জান্তে পারবেন। মনে করেন আপনি না বুজে ভা ফরেক্স মার্কেট কে না এনালাইসিস করে একটি ট্রেড করলেন এতে হইত আপনার এই ট্রেড টি লস এর দিকে বা ডিক্রেচিং এর দিকে জাবে।আপনি যদি ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করেন বা এক্টু সময় নিয়ে ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল এবং প্রপিট কোরতে পারবেন।
প্রথম দিকে ২৪ ঘন্টা মারকেটের মুভমেন্ট বুঝতে হবে তাই প্রথম দিকে অন্তত মিডিয়াম টাইম ফ্রেমে অরথাত ডেলি টাইমক ফ্রেমে ট্রেড দিলে ভাল । তাই কম সময় নয় বরং বেশি সময় মারকেটে থাকতে হবে ।
ফরেক্স ট্রেডারের উচিত অনেক বেশি বা বড় টাইমফ্রেমে ট্রেড করা কারন এতে করে তার ঝুকি অনেকাংশে কুমানো সম্ভাব হয় কারন শট টাইমফ্রেমে ট্রেড ওপেনের পর যদি ট্রেড আপনিার বিপরীতে কিছুদূর অগ্রসর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার লসের ঝুকি থেকে যায় অন্যদিকে যদি ট্রেডটা লং টাইমফ্রেম অনুসারে করা হয় সেক্ষেত্রে কিন্তু সেই ঝুকি থাকে না।
এই লস এর কারন হল ব্রোকার। ব্রোকারকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকেদেশের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।