ফোরামে পোস্টেং বোনাস কত ডলার পরযন্ত দেয়ার নিয়ম আছে । নাকি যত পোস্টিং তত বোনাস । আর এই বোনাস কতদেন পর কেটে নিবে নাকি যতদিন ট্রেড করব ততদিন থাকবে ।
Printable View
ফোরামে পোস্টেং বোনাস কত ডলার পরযন্ত দেয়ার নিয়ম আছে । নাকি যত পোস্টিং তত বোনাস । আর এই বোনাস কতদেন পর কেটে নিবে নাকি যতদিন ট্রেড করব ততদিন থাকবে ।
আমি মনে করি প্রথম দিকে একমাএ জরুরী প্রয়োজন ছাড়া প্রায় সব সময়ি মারকেটে পড়ে থাকা উচিত কেননা তাতে মার্কেট কখন কোন দিকে যায় বুঝতে সুবিধা হয় । আপনারা কি বলেন ,
বাংলাদেশের উন্নতির জন্য ফরেক্স এখনও তেমন কোন ভূমিকা রাখতে পারেনি । তবে ভবিষৎতে ফরেক্স ট্রেডিং বাংলাদেশের ইতিহাসে অনেক বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা সকলে অনেক আশাবাদি । এর জন্য প্রয়োজন সকলের আন্তরিকতা এবং সরকারের সহোযোগিতা । সবার যদি আন্তরিকতা থাকে তবে অবশ্যই সফল হওয়া সম্ভব ।
আসলে একটা দেশের উন্নতি বিষয়টা কোন নিদ্দিষ্ট কোন বিষয়ের উপর নির্ভরশীল নয় । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কট বাংলাদেশের মানুষের কাছে এখনো তেমন ব্যাপাকভাবে পরিচিত লাভ করতে পারে নি বলে এটা প্রতিটা ঘরে এখনো পর্যন্ত পৌঁছেনি । দেশে যে সংখ্যাক বেকার আছে অন্তত্য তারা যদি ফরেক্স করত তবে এ দেশে অনেক বেশি পরিমাণে অর্থনৈতিক উন্নতি সাধন হত ।
বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বাড়ার কারনে অনেকেই বেকার জীবন কাটাচ্ছে । তারা কোন কাজ করতে পারছে না । কিন্তু ফরেক্স তাদের কাজের সুযোগ করে দিচ্ছে । ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে যেকেউ ইচ্ছা কাজ করে টাকা আয় করতে পারবে খুব সহজে ঘরে বসেই । তাই বেকার সম্যসা দূর করারা পেছনে ফরেক্সের ভুমিওকা অনেক । ফরেক্স মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি করছে ।
আমি মনে করি ফরেক্স মার্কেট বাংলাদেশের জন্য ভাল একটি ভুমিকা রাখে কারন ফরেক্স মার্কেট আমাদের বেকার সমসার সমাদান করছে তারপর ফরেক্স মার্কেট আমাদের দেশের জন্য একটি ভাল দিক হল ফরেক্স ট্রেড করে যে ডলার আসছে সেটা আমাদের দেশের জন্য অনেক ভাল একটি দিক।
বাংলাদেশের বেকার জনগষ্ঠিকে আগে বেকারত্বের বেড়া জাল থেকে মুক্ত করতে হবে আর এটি কর্মসংস্থানের ব্যবস্থা তৈরী করনের মধ্যদিয়েই কেবল সম্ভাব আর আমি মনে করি ফরেক্স সেই কর্মসংস্থানের সুবর্ন সুযোগ তৈরীর ক্ষেত্রে হতে পারে বড় সম্ভাবনাময় একটি ক্ষেত্র যা থেকে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে সাথে সাথে তারা অর্থনৈত্তিক ভাবেও মুক্তি লাভ করবে।
যে কোন দেশের উন্নতি নির্ভর করে ওই দেশের জনগন কত পরিশ্রমি তার উপর। আর ফরেক্স মার্কেট দিয়ে যদি জনগন ভাল ট্রেড করে লাভ মান হয় তাহ অবশয়ই বাংলাদেশের জন্য অনেক ভাল হবে এবং দেশ উন্নত হতে পারবে।
বাংলাদেশ এর উন্নতির জন্য ফরেক্স যে অনেক ভুমিকা রাখে তা আমি বলব না। কারন ফরেক্স থেকে যে শুধু যে অর্থ উপার্যন করা যায় শুধু তাই নয়। এ ব্যবসায়ে অর্থ বিপুল পরিমানে লস ও হতে পারে। কারন ফরেক্স এ বেশীর ভাগ লোকই লস করে। আর তাই যদি হয় তবে বাংলাদেশের প্রচুর পরিমানে অর্থ লস হবে।
আমি মনে করি বাংলাদেশের উন্নতির জন্য ফরেক্স ভূমিকা রাখতে পারে । বাংলাদেশ একটি জনবহুল দেশ। দিনদিন জনসংখা আরও ব্যাপক হারে বাড়ছে । অতিরিক্ত জনসংখা হওয়ায় কর্মসংস্থানের অভাবহেতু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় ফরেক্স ভুমিকা রাখতে পারে কর্মসংস্থানের চাহিদা পূরন করতে। কারন ফরেক্স মার্কেটে সকলেরই প্রবেশের অধিকার রয়েছে।