-
মানি ম্যানেজমেন্ট করতে হলে অবশ্যই আমাদের ফরেক্স সর্ম্পকে একটা স্বচ্ছ জ্ঞান থাকতে হবে। এজন্য প্রতিটি ট্রেডারকে নিচ থেকে শিখে আসতে হবে। এজন্য ডেমোতে কম ব্যালেন্স নিয়ে সিরিয়াসভাবে ট্রেড করতে হবে। আপনি যতো বেশি ফরেক্স সম্পর্কে জনবেন আপনি ততোবেশি ফরেক্স থেকে ট্রেড করতে পারবেন।
-
মানি ম্যানেজমেন্ট হল সঠিক ভাবে অর্থের ব্যবস্থাপনা করা । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আপনি যে অর্থ বিনিয়োগ করবেন সে অর্থের অবশ্যই সঠিক মানিম্যানেজমেন্ট করতে হবে । কেননা আমি অনেক ভাইকে দেখেছি তারা প্রচুর টাকা ইনভেস্ট করে কিন্ত প্রকৃত অর্থে তাদের কাছে কোন মানিম্যানেজমেন্ট করার পরিকল্পনা নেই । আর আমি অবশ্যই গুরুত্ব দিব মানিম্যানেজমেন্ট শেখার দিকে ।
-
ফরেক্স মার্কেট আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ । কারণ মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। আপনি আপনার এমাউন্ট অনুযায়ী ট্রেড করার পরিকল্পনা করতে হবে ,আর লাগামহীন ট্রেড আপনার জন্য কল্যা বয়ে আনবে না, এতে ব্যালেন্স 00 হওয়ার সম্ভবনা আছে । মানি ম্যানেজমেন্ট করতে হবে আপনার ডিপোজিট এর উপর নির্ভর করে । মানি ম্যানেজমেন্ট শিখার জন্য ডেমোতে পেক্টিস করুন বেশী বেশী তাহলে এটি আপনা আয়ত্বে ছলেআসবে।
-
ফরেক্স মার্কেটে মাত্র ৫ ভাগ ট্রেডার দক্ষতার সাথে নিয়মিত প্রফিট করে থাকেন৷কারন তারা সঠিক ভাবে মানি মেনেজমেন্ট করে ট্রেড করেন৷আপনার পুজিঁর পরিমানের সর্বোচ্চ ১০ পারসেন্ট রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন৷এর বেশী রিস্ক না নেওয়াই ভালো৷অল্প রিস্কে অল্প প্রফিট নিয়েই ট্রেড করা উচিত৷
-
ফরেক্স এর জন্য মানি ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারন ফরেক্স এর সাফলতা এর মূল চাবিকাঠি হল এই মানি ম্যানেজমেন্ট। তাই আপনাকে ফরেক্স এ উন্নতি করতে হলে মানি ম্যানেজমেন্ট সমর্পক ভাল ভাবে জানতে হবে। যেমন প্রতেক টা ট্রেড এই স্টপ লস অপশনটি ব্যবহার করা উচিত। আপনার একাউন্ট ব্যালেন্স এর উপর নিরভর করে আপনি কত লটে ট্রেড করবেন সেইটা নিধারন করতে হবে আপনাকেই।
-
ফরেক্সে টিকে থাকতে হলে আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট শিখতে হবে । শুধু মাত্র ভালো মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে আমরা বৈরী মার্কেটে টিকে থাকতে পারবো ও মুনাফা অর্জন করতে পারবো । মানি ম্যানেজমেন্ট আমাদের ডেমো একাউন্ট থেকে ভালো করে শিখে তবে আসল মার্কেটে আসতে হবে । আমাদের মূলধনে ৫% থেকে ১০ % এর বেশি ঝুঁকি কখনোই নেয়া উচিত নয় । এর চেয়ে বেশি ঝুঁকি নিলে আমাদের যদি লস হয় তবে তা পূরণ করা খুব কঠিন হয়ে যাবে । আমাদের সব কিছু ভালোভাবে হিসাব করতে হবে ।
-
আমি যতটুকু জানি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ *একটি বিষয় । অধিকাংশ ট্রেডাররাই মার্কেটে লস করে মানি ম্যানেজমেন্ট না করার কারনে । এলোমেলো ট্রেড না করে মার্কেট এ্যনালাইসিস করে সীমিত ট্রেড করাই উত্তম ট্রেডারের বৈশিষ্ট । সাধারনত আপনি যখন একটি ট্রেড করবেন তখন রিক্স নিতে পারেন সর্বোচ্চ ৩% এবং লাভ ১০% অথাৎ লাভ এবং লসের সমীকরন হবে ১:৩ ।
-
ভাল মানি ম্যানেজমেন্ট করতে হলে আপনাকে প্রথমে নিজেকে কতটুকু লসের জন্য প্রস্তুত করবেন বা কতটুকু লস স্বীকার করাার জন্য প্রস্তুত আছেন তা নির্ধারন করুন। তারপর আপনি দিনে কয়টি ট্রেড ওপেন করবেন তা ঠিক করুন। আপনি প্রতি ট্রেডে কত লস স্বীকার করবেন তা নির্ধারন করুন। এখানে একটি জিনিস মনে রাখবেন আগে লস ফিক্সড করবেন।লস ফিক্সড করে লট নির্ধারন করুন ।
-
আমি মনে করি আপনি আপনার একাউন্ট এর ২-৫% রিস্ক নিলে এতে একাউন্ট সহজে লসে যাবে না। আপনার যদি একাউন্ট এ ১০০ ডলার থাকে তাহলে আপনি নিশ্চন্তে ০.০২ লটে ট্রেড ওপেন করতে পারেন। এতে একাউন্ট এর জন্য খুবই নিরাপদ। এভাবে আপনি ভালো মানি মেনেজমেন্ট ব্যবহার করতে পারেন। এতে আপনার একাউন্ট এর মাত্র ২% ব্যবহার করতে পারেন।
-
ফরেক্স এ ভাল মানি ম্যানেজমেন্ট করতে হলে আপনাকে ফরেক্স এ দক্ষ হতে হবে আপনি ফরেক্স এ যত বেশি দক্ষ হবেন তত বেশি ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। আপনাকে বেশি বেশি ট্রেড করতে হবে আর এর জন্য আপনি ডেমো এর সাহায্য নিতে পারেন। ডেমো তে ট্রেড করলে আপনি বুজতে পারবেন কি ভাবে মানি ম্যানেজমেন্ট করলে ফরেক্স এ সফল হওয়া যায়।