আমার পাসপোর্ট নাই।আমি গ্রামের ছেলে তাই ইউটিলিটি বিল ও নাই আমি কিভাবে ভেরিফাই করব? ন্যাশনাল আইডি কার্ড আছে। অনুগ্রহ করে সাহায্য করুন আর কিভাবে ভেরিফাই করা যায়?
Printable View
আমার পাসপোর্ট নাই।আমি গ্রামের ছেলে তাই ইউটিলিটি বিল ও নাই আমি কিভাবে ভেরিফাই করব? ন্যাশনাল আইডি কার্ড আছে। অনুগ্রহ করে সাহায্য করুন আর কিভাবে ভেরিফাই করা যায়?
চমৎকার এই পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছিনা।আমাদের মাঝে অনেকে আছে,যারা এখনও তাদের ট্রেডিং একাউন্ট টি ভেরিফাই করেনাই অথবা জানেনা কিভাবে ভেরিফাই করতে হবে।আশা করি তারা এই পোষ্টের মাধ্যমে সবকিছু বুঝতে পারবে।
ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রথম লেভেলে আইডি কার্ড হাতে ছবি, আইডি কার্ড এর দুই পিঠ স্ক্যান করে আপলোড করতে হবে। ২য় লেভেল ভেরিভিকেশন এর জন্য বিদ্যুৎ অথবা ডিশ বিল এর কপি আপলোড করতে হবে।
ধন্যবাদ ইন্সটা গ্রুপ এর জনসংযোগ পরিচালকে এ ধরনের একটি পোস্ট দেয়ার জন্য। আমরা যারা নতুন, তারা প্রায় সবাই অ্যাকাউন্ট ভেরিফাই করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে থাকি। আপনার দেয়া পোস্টটি পড়ে সে মোতাবেক কেউ ভেরিফাই করার চেষ্টা করলে অবশ্যই তার অ্যাকাউন্টি সফল ভাবে ভেরিফাই হয়ে যাবে।
ইন্সটাফরেক্স এ একাউন্ট করেই আপনার ভেরিফাই করা উচিত বলে আমি মনে করি। কারন আপনি যদি অাপনার ইন্সটাফরেক্স এর একাউন্ট ভেরিফাই না করেন তাহলে আপনার একাউন্ট যে কোন সময় ব্যান্ড হয়ে যেতে পারে তাই একাউন্ট ভেরিফাই করা খুব দরকার। আর একাউন্ট ভেরিফাই করতে যা যা লাগবে তাহলো আপনার ছবি ভোটার আইডি কার্ট হাতে, ভোটার আইডি কার্টের এপিট ওপিট, একটা কারেন্ট বিল এর কাগজ এই সব দিয়ে ভেরিফাই করতে হবে।
ইনস্টাফরেক্স একাউন্ট ভেরিফিকেশনের জন্য কি কি ধারনের ডকুমেন্ট লগবে সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য আমাদেরকে জানিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কারন এতে করে বিভিন্ন নতুন ট্রেডার দের প্রভৃত উপকার হবে বলে আমি মনে করি কারন অনেক নতুন ট্রেডার আছে যারা তাদের একাউন্ট ভেরিফাই করা নিয়ে খুবই মুশকিলে পড়ে। ধন্যবাদ।
প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনার এই গুরুত্বপুর্ন এবং দারুন পোস্তের জন্য। আমরা অনেকেই ফরেক্সে ট্রেড করতে আগ্রহী। এজন্য আমরা অনেকেই বেছে নেই ইন্সটা ফরেক্সকে। কিন্তু অনেকেই জানিনা কিভাবে একাউন্ত ভেরিফাই করতে হয়। অথচ একাউন্ত ভেরিফাই খুবই গুরুত্বপুর্ন । কারন একাউন্ট ভেরিফাই না হলে মানি উইথড্র করা যায় না। আপনি যে বিষয়গুলো তুলে ধরেছেন তার জন্য ধন্যবাদ।
একাউন্ট ভেরিফিকেসন জরুরি, কারণ এতে একাউন্ট এর নিরাপত্তা বেবস্থা জড়াও হয়, আসলে দিনে দিনে ফরেক্স মার্কেট এ অনেক ই দুরন্দর বেক্তি আছে যারা ট্রেডিং এ কেবল মাত্র কোনো ফক ফোকর খুঁজে যাতে ব্রোকার কে ধরা দিয়ে কিছু উপার্জন করা যায়. সুতরাং এখন অকোউন্ট ভেরিফিকেসন করা জরুরি. এতে আপনার তাকাও সুরিখিত থাকে.
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার । আমি প্রথম অবস্তায় এরকম প্রবলেমে পড়তে হয়েছে । দক্ষ একজন ট্রেডারের মাধ্যমে আমার এই প্রবলেম থেকে রক্ষা পাইছি । আসলে আমি এত কিছু জানতাম না । আপনাদের পোস্ট পরে অনেক কিছু জানতে পারলাম । ধন্যবাদ ।
আমাদের সহজ উপারে ভেরিফিকেশন করতে হবে আপনি যে আইডি বা ফোনের বিল দেন সেই নাম ঠিকানা সব সেই বির বা ফোন এর যেই ঠিকানা আছে সেই ঠিকানার অনুযাযী দিতে হবে।যদি লিগ্যাল সব ডকুমেন্ট ব্যাবহার করেন তাহলে ইন্সটা আপনার অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই করবে। কিছু দক্ষ ট্রেডারের সাহায্য নিয়ে আমরা এই সব সমস্যার সমাধান করতে পারি। ইনস্টা ফরেক্সএ ব্যাংক স্ট্যাটমেন্ট, আইডি কার্ড ভ্যারিফিকেশন করা খুবই গুরুত্ত্বপুর্ন।