-
ফরেক্স ট্রেডিং আপনার লস এর প্রায় সিংহভাগ ই নির্ভর করে মার্কেট এর উপর.তাই সফল হতে হলে একজন ত্রাদের এর মার্জেত বুঝাটা অনেক জরুরি.আপনি যদি মার্কেট না বোঝেন তবে সেই ক্ষেত্রে সঠিকভাবে বাই/সেল দিতে পার্বেন্ন্না যারফলে আপনি আশানুরূপ লাভ করতে পারবেননা.তাই মার্কেট এনালাইসিস করতে হবে.ফলে আপনি মার্কেট এর অবস্থা বুঝতে পারবেন.
-
কোন অবস্থাতেই অ্যানালাইসিস ছাড়া ভাল প্রফিট করা সম্ভব নয় । আপনি হয়তো আন্দাজে ট্রেড করে কয়েকটা ট্রেড প্রফিট করতে পারবেন । তবে সেটা হবে সাময়িক । আপনাকে নিয়মিত প্রফিট করতে হলে আপনাকে নিয়মিতই মার্কেট অ্যানালাইসিস করতে হবে । সেটা হতে পারে ফান্ডামেন্টাল কিনবা টেকনিক্যাল ।
-
ফরেক্স ট্রেডিং এ মার্কেট এ্যানালাইসিসের গুরুত্ব অপরিসীম । যে যত বেশী এই মার্কেট এ্যানালাইসিস করতে পাবে সে তত বেশী সফলতা অর্জন করতে পারবে । সুতরাং আমরা সব সময় ট্রেড করার আগে মার্কেট এ্যানালাইসিস করব যাতে করে সফলতা অর্জন করা যায় ।
-
ফরেক্স ট্রেডিংএ যদি প্রফিট করতে চান তবে আপনাকে অবশ্যই মার্কেট এনালাইসিস করতে হবে।এনালাইসিস ছাড়া ট্রেড করা আর জুয়া খেলার মধ্যে কোন পার্থক্য নেই।তাই আমাদের সবাইকে ট্রেড করার আগে এনালাইসিস করা শিখতে হবে।কারন এনালাইসিস ছাড়া কখনোই ফরেক্স ট্রেডিংএ সফলতা সম্ভব না।
-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যপার হল মার্কেট এনালাইসিস। প্রতিটি ট্রেড করার পূর্বেই ভালভাবে মার্কেট এনালাইসিস করা উচিত। মার্কেট এনালাইসিস ছাড়া ট্রেড করা মানে আন্দাজে ট্রেড করা। আন্দাজে ট্রেড করার ফল কখনই ভাল হয় না। এতে করে অল্পদিনেই ডিপোজিট হারানর সম্ভাবনা থাকে। তাই প্রতিটি ট্রেড করার আগে ভালভাবে নিয়ম মেনে মার্কেট এনালাইসিস করা উচিত। এতে করে লাভের সম্ভাবনা বেরে যায়।
-
অ্যানালাইসিস ব্যাতীত ফরেক্সে হয়তো সাময়িকভাবে লাভ করা সম্ভব । ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে কথাটির মতো । কিন্ত সেটি বেশিদিন টিকে থাকা সম্ভব নয় । সবকিছুর জন্যই নিয়ম ধার্য করা থাকে । নিয়মের বাইরের ফলাফল কখনোই ভাল হয়না । তাই দক্ষ হতে চাইলে এবং আজীবন টিকে থাকতে চাইলে অ্যানালাইসিস এর বিকল্প আর কিছু হতে পারেনা ।
-
ফরেক্স ট্রেডিং এ মার্কেট সঠিক উপায়ে এনালাসিস করাই খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার । ফরেক্স মার্কেট এ বিভিন্ন রকম এনালাইসিস প্রচলিত আছে । যার মধ্যে অন্যতম হল ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস, এবং সেন্টিমেন্টাল এনালাইসিস । এনালাইসিস ছাড়া ট্রেড করলে বেশিরভাগ সময় ভাল ফলাফল পাওয়া যায় না বলে আমি মনে করি ।
-
আমি আপপনার সাথে একমত।ফরেক্সে ট্রেড করে প্রফিট করতে হলে মার্কেটের অ্যানালাইসিস ভালোভাবে করার প্রয়োজন।কারন ভালোভাবে অ্যানালাইসিস করতে পারলে প্রাইসের মুভমেন্ট সম্পর্কে ভালো ধারনা তৈরী হয় এজন্য ফরেক্সে মার্কেটের পর্যাপ্ত অ্যানালাইসিস করা সর্বোচ্চ প্রয়োজনীয় বিষয় বলে আমি মনে করে থাকি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে অবশ্যই এনালাইসিস করতে হবে এনালাইসিস ছাড়া ফরেক্স ট্রেড করা যায় না করলে লস হবে তাই অবশ্যই এনালাসিস করতে হবে মার্কেট সম্পর্কে ভাল ধারনা আর এনালাইসিস করে তারপর ফরেক্স ট্রেড করতে হয়।
-
ফরেক্স ট্রেডিং এ মার্কেট এনালাইসিস এর গুরত্ব অপরিসীম । মার্কেট এনালাইসিস দ্বারা আমরা আমাদের কাঙ্ক্ষিত মুনাফার মুখ দেখতে পারি । মার্কেট এনালাইসিস সাধারণত ২ প্রকার , যেমন : টেকনিকাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস । মার্কেট এর প্রত্দিনের উঠা নামা ও একটি নির্দিষ্ট সময়কালে মার্কেট এর অবস্থান বিবেচনা করে টেকনিকাল এনালাইসিস করা হয় । আর কোনো নিউস বা বর্তমান কালে ঘটে যাওয়া কোনো ঘটনা বা কোনো ঘটনার ভবিস্যত বাণী দিয়ে ফান্ডামেন্টাল এনালাইসিস করা হয়ে থাকে ।