ফরেক্স এ ভালো ত্রেদার মানে ভালো প্রফিট নয় । তারচেয়ে ভালো হলো মার্কেট এ টিকে থাকা ও বুজে শুনে ট্রেড করা । মার্কেট না বুজে মনাফা অর্জন হলে আপনার কোনো কৃতিত্ব নাই । মার্কেট কে বুজে কম প্রফিট করলে ও তাকে দক্ষ ত্রেদার বলা হয় ।
Printable View
ফরেক্স এ ভালো ত্রেদার মানে ভালো প্রফিট নয় । তারচেয়ে ভালো হলো মার্কেট এ টিকে থাকা ও বুজে শুনে ট্রেড করা । মার্কেট না বুজে মনাফা অর্জন হলে আপনার কোনো কৃতিত্ব নাই । মার্কেট কে বুজে কম প্রফিট করলে ও তাকে দক্ষ ত্রেদার বলা হয় ।
ট্রেডার হতে হলে অনেক সাধনার প্রয়োজন ।এ পেশায় আজ যারা প্রতিষ্ঠিত তারা টাকার চেয়ে শ্রম এবং সময়কে মূল্যায়ন করেছেন ।কারন শ্রম এবং সময়কে মূল্যায়ন করলেই টাকা আসে । কথায় আছে আগে কাজ পরে টাকা ।
ফরেক্স মার্কেট অনেক বেশি প্রফিটেবল একটি মার্কেট। এই মার্কেটে ট্রেডিং করে আমরা আমাদের অর্থনৈতিক চাহিদা পুরন করতে পারি। তবে ফরেক্স মার্কেট সফল হতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হবে। নিজেকে আগে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে। ফরেক্স মার্কেটের পিছনে সময় ব্যয় করতে হবে। মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞান অর্জন করতে হবে।
আমি আপনার সাথে একমত।ফরেক্স এমন একটা মার্কেট যেখানে দক্ষতার দাম সবচেয়ে বেশি।আপনি যদি দক্ষ ট্রেডার হতে পারেন তবে প্রফিটের পেছনে আপনাকে ঘোরা লাগবে না বরং ট্রফিটই আপনার পেছনে ঘুরবে। কারন দক্ষ ট্রেডার রা নিয়ম মেনে মার্কেট বুঝে অ্যানালাইসিস করে ট্রেড করে এবং এজন্য দক্ষ ট্রেডার মানেই ভালো প্রফিটের কথা বলা হয়।
সহমত হতে পারলাম না। আমরা খালি প্র্রফিটই খুজি, কেউ একাবারও খুজি না ভাল ট্রেডিং সিস্টেম বা ভাল ট্রেড ম্যানেজমেন্ট। আমরা খালি চাই পিপ্স, আর কিছু চাই না। এই একটা কারনে আমরা সব থেকে বেশি পরিমানে লস খাই। তাই আমি মনে করি সবাই উচিত ট্রেড সিস্টেম।
প্রথমত ফরেক্স মার্কেটে ট্রেডার ট্রেডিং করতে হলে ট্রেডারকে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা নিতে হবে । তারপর ট্রেডার ফরেক্স মার্কেটে সময় ব্যয় করে দক্ষ হতে হবে । দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেটে লাভবান হওয়া সম্ভন নয় । ট্রেডিং ের সময় ফরেক্স মার্কেটের চাট ট্রেডার কে বুঝতে হবে । যদি ট্রেডার মনগড়া ট্রেডিং করেন তো নিশ্চয়ই লসে পড়তে হবে । তাই এটা সত্য যে দক্ষ ট্রেডার ফরেক্স মার্কেটে ভালো প্রফিত অর্জন করেন ।
ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট করতে গেলে দক্ষ ফরেক্স ট্রেডার হয়া লাগে বা ভাল ফরেক্স ট্রেডার না হলে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা খুভ কঠিন তাই একজন ভাল দক্ষ ফরেক্স ট্রেডার হলে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা জায় তাই ভাল এবং একজন দক্ষ ফরেক্স ট্রেডার হয়ে উথা ফরেক্স মার্কেট থেকে প্রফিট করার জন্য দরকার হয় ।
যে কোন কাজ করতে গেলে দক্ষ প্রয়োজন হয়। দক্ষ ছাড়া কেউ কোন কাজ থেকৈ সাফলতা অর্জন করতে পারে না। ঠিক তেমনি ফরেক্স মার্কেট এ দক্ষ ছাড়া আয় করা যায় না। ফরেক্স মার্কেট এ যার যত দক্ষতা আছে সে তত বেশী আয় করতে পারে । তাই আমার মতে ফরেক্স মার্কেট এ ভাল আয় করতে চাইলে আগে ফরেক্স মার্কেট এর ভাল দক্ষ ট্টেডার হতে হবে তবেই ফরেক্স মার্কেট থেকে ভাল আয় করা যাবে।
ফরেক্স লাভ করার অন্যতম শর্ত হল দক্ষ ট্রেডার হওয়া । এখানে যত বেশী দক্ষতা অর্জন করবে তত বেশী লাভ করতে পারবে কারণ ফরেক্স দক্ষ ট্রেডার ছাড়া ভাল লাভ করা অসম্ভ
আর দক্ষতা অর্জন করতে হলে একজন ট্রেডাকে অনেক পরিশ্রম কররত হয়, অনেক পড়ালিখা করতে হয় । আর এ কারনে বলা হয় পরিশ্রম সৌভাগ্যের চাবি কাটি ।
অব্যশই একজন দক্ষ ট্রেডার ফরেএক্স হতে ভাল প্রফিট করতে পারে। কারন তারা একদিনে ফরেক্স এ ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারে নি। অনেক পরিশ্রম আর ত্যগ আর স্টাডি করেই তারা ফরেক্স এ ভালো কিছু করতে পারছে। ফরেক্স এ ভালো করতে চাইলে অব্যশই ফরেক্স সমম্পর্কে জানতে হবে।