-
সব ট্রেডাররা ফরেক্সে ট্রেড ওপেন করেই কিছতা লসে থাকে, কিন্তু এই লসটা কাভারেজ করে একটা সময় ঠিকই লাভ করে নেয়, কারন তারা মার্কেটের ভবিষ্যৎ বুজে ট্রেড এন্ট্রি করে । আর অনভিজ্ঞ লোকেরা প্রথমে কিছু ট্রেড এন্ট্রি করেই লাভ দেখলে আরও কিছু ট্রেড এন্ট্রি করে দেয়, আর এভাবে মার্কেট যদি বিপরীত দিকে চলে যায়, আর এভাবে কিছুক্ষন পর একাউন্ত জিরো হয়ে যায় । তারপর বসে শুধু আপসোস করতে হয় ।
-
৭০% বা তারও বেশি যাদের উইনিং রেশিও তাদেরকে আমরা বলি বেস্ট ট্রেডার, আর যাদের এর থেকে কম তারা হল সাধারণ ট্রেডার। তবে যদি তা কখনও কারো ৫০% এর নিচে নেমে আসে তারা একটু সাবধান হবেন। কারণ এভাবে নিয়মিত লস করলে আপনার একাউন্ট জিরো হতে সময় লাগবে না।
-
দক্ষ ট্রেডারও ফরেক্স মার্কেট এ লস করে।তা হতে পারে কম, অনেক সময় বেশি লস করে ফেলতে পারে।তাই আমাদের অভার ট্রেডিং না করাই ভাল।
-
ফরেক্স এ কম/বেশি লস করে। তবে দক্ষ ট্রেডারদের ক্ষেত্রে লসটা কম দেখা যায়। কারণ তারা বাই/সেল করার আগে পুরোপুরী সিউর হয়ে নেই যে এটা বাই হবে নাকি সেল? তাই তারা বেশির ভাগ ক্ষেত্রেই সফল হয়ে থাকে।
-
ফরেক্স একটা ব্যবসা এবং অনান্য ব্যবসা হতে ফরেক্সে লাভের সম্ভাবনা যেমন অনেক বেশি তেমনি লসের সম্ভাবনাও তত বেশি তাই ফরেক্স মার্কেটে যত সব ট্রেডার ট্রেড করুক না কেন সবাই কমবেশি লস করবেই তবে ফরেক্স মার্কেটে সবচেয়ে বড় চ্যালেন্জ হল টিকে থাকতে পারা দীর্ঘ সময়ের জন্য শুধু তারাই টিকে থাকতে পারে যারা ভালভাবে প্রস্তুতি নেই এবং মূল কথা হল ট্রেডিং দক্ষতা অর্জন করে দক্ষ ট্রেডাররা একদম লস করেনা আমি তাই বলবনা তবে তাদের লস করলেও সেটা রিকভার করারও যথেষ্ট সামর্থ্য আছে
-
লস এর মাত্রা দেখে বুঝা যায় একজন ট্রেডার দক্ষ না অদক্ষ। তবে সব ট্রেডারকে লস করতে হয় এবং এটা পার্ট অফ ট্রেডিং। লস ছাড়া কোন ট্রেডিং হয় না। পৃথিবীর সব থেকে বেস্ট সিস্টেম এর উইনিং রেশিও ১০০% নয়। তার মানে এখানে লস করতেই হবে। তবে কেউ কভার করতে পারে আবার কারো পক্ষে কভার করা সম্ভব হয় না।
-
প্রত্যেকটি ব্যবসায় লাভ লস আছেই, তবে কেউ না জেনে অজ্ঞতার কারনে লস করে আবার কেউ পরিস্থিতির স্বীকার হয়ে লস করে । তবে আমার মতে তিনিই উত্তম যিনি পরিস্থিতির স্বীকার হয়ে লস করেছেন, কেননা তিনি এই লস থেকে আবার নতুন পদক্ষেপ নিয়ে লাভ করতে পারবেন । আর যিনি অজ্ঞতার কারনে লস করেছেন তিনি কোনভাবেই এই লসের কারন জানবেন না, আর তাতে তিনি আবার লাভও করতে পারবেন না । তাই অভিজ্ঞ ট্রেডাররা দক্ষতার সাথে ট্রেড করে প্রফিট করতে পারেন, এবং মার্কেটে টিকেও থাকতে পারেন, আর অনভিজ্ঞ লোক মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারেনা ।
-
আমার জানামতে দক্ষ ট্রেডাররা কখনোই তাদের লাভ-ক্ষতির খতিয়ান কারো কাছে বর্ণনা করেন না। এটি এমনি একটি ব্যবসা যে কেউ কারো ধার ধারেন না। তাই এটি এতটা স্বাধীন ও স্বতন্ত্র। আর এ কারনেই এই ব্যবসা আন্তর্জাতিক মহলে এতটা প্রচার ও প্রসার লাভ করেছে।
-
দক্ষ ফরেক্স ট্রেডাররা আমি মনে তার ফরেক্স মার্কেটেট্রেড করার সময় খুব লক্ষ করে ট্রেড করে যার জন্য তারা অনেক কম লস করে থাকে। তারা হিসাব অঅরে যে খুব কম করে পিপ্স লস করে তাই তাদের লস ট খুব কম হয়ভামি মনে করি সবাই যেন এই ভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করে তাহলে লস কম হবে।
-
ফরেক্স মার্কেটে অভিজ্ঞ ট্রেডাররা ৭০% এর বেশিরভাগ সময় প্রফিট করে থাকেন। যারা এর নিচে প্রফিট করে থাকে তারা প্রকিতপক্ষে অভিজ্ঞ ট্রেডারনা। আর যাদের প্রফিট ৫০% এর নিচে তাদের আমার মনে হয় তাদের রিয়েল ট্রেড করা উচিতনা।তাদের ডেমো ট্রেড করা উচিত। যখন ৭০% এর উপর লাভ হবে তখন রিয়েল ট্রেড করা উচিত।