আমরা যে কোন ব্যাবসা করতে গেলে যদি সেই ব্যাবসা আন্তরিকতার সাথে যদি না করি তাহলে সেই ব্যাবসা করে কোন লাভ হবে না সব ব্যাবসায় আন্তরিকতা থাকতে হবে,তেমনি ফরেক্স এক ধরনের ব্যাবসা এই ব্যাবসায় আন্তরিকতার সাথে করলে অনেক প্রফিট করা যায়।
Printable View
আমরা যে কোন ব্যাবসা করতে গেলে যদি সেই ব্যাবসা আন্তরিকতার সাথে যদি না করি তাহলে সেই ব্যাবসা করে কোন লাভ হবে না সব ব্যাবসায় আন্তরিকতা থাকতে হবে,তেমনি ফরেক্স এক ধরনের ব্যাবসা এই ব্যাবসায় আন্তরিকতার সাথে করলে অনেক প্রফিট করা যায়।
আমি ফরেক্স মার্কেট কে অনেক ভালোবাসি । আমি বিশ্বাস করি আমি মার্কেট এ সফলতা অর্জন করতে পারলে অনেক অনেক মুনাফা আয় করা সম্ভব । যা আমাদের সকল আর্থিক চাহিদা মেটাতে সক্ষম হবে । আমি এই ফরেক্স মার্কেট এ একজন দক্ষ ট্রেডার হতে চাই । আমি ফরেক্স ট্রেডিং আমার প্রধান পেশা হিসেবে নিতে চাই । আমাদের ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে ধৈযশীল হয়ে ফরেক্স ট্রেডিং ভালো করে অনুশীলন করতে হবে ।
ফরেক্স এর আন্তরিকতা আমার কাছে বেশী। আমি ফরেক্স ট্রেড করি, ফরেক্স ফোরাম করি, ফরেক্স অনেক অনেক ভালোবাসি, ফরেক্স এর উপর পড়াশোনা করি। ফরেক্স হতে অর্থ উপার্জনের জন্য নিজেকে দক্ষ ট্রেডা হিসাবে গড়ে তুলতে হবে।আর এর জন্য প্রয়োজন যতেষ্ঠ আন্তরিকতা।যেহেতু ফরেক্স থেকে আমরা কম কষ্টে টাকা আয় করতে পারছি সেহেতু এটার গুরুত্ব আমার কাছে অনেক বেশি।
কতটা আন্তরিক অথবা না তা বুঝা যায় আপনার এন্ট্রি নেওয়া দেখে। যদি কেউ হুতাশে বাই সেল করতে থাকে তবে বুঝা যায় সে কতটা আন্তরিক কারণ যদি কেউ অযথা বাই সেল খেলতে থাকে তবে বুঝা যায় সে পয়সায় টস দিয়ে ট্রেড করছে মানে কোন এনালাইসিস ছাড়া । ফলাফল এক সপ্তাহে একাউন্ট জিরো করে তার পরে দোষ দেওয়া যে ফরেক্স হলে স্বপ্ন বাজি বা ভাওতা বাজি। মার্কেট সেন্টিমেন্টকে সম্মান না দিলে সে খুবই কঠোর আচরণ করে থাকে। সবার কাছে অনুরোধ
আমি যতদিন ফরেক্সে আছি চেষ্টা করি ফরেক্সের সাথে জড়িয়ে থাকতে। চেষ্টা করি আন্তরিকতার সাথে ফরেক্সের সাথে জড়িয়ে থাকতে। যদিও এর মাঝে বেশ কিছু ল্যাকিংস থেকে যায়। তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টাই করি।
ফরেক্সে আমরা সবাই আসি অনেক বেশি স্বপ্ন ও আশা নিয়ে । আর সেই আশা নিয়ে আমাদের প্রধান ও অভিন্ন লক্ষ্য হল আয় করা । আর আয় করতে হলে শুধু বাই সেল দিয়ে আয় করা যায় না । আর ফরেক্স এর প্রতি আন্তরিকতা অবশ্যই প্রয়োজন । কেননা কোন কাজের প্রতি আন্তরিকতা থাকলে সে কাজে অবশ্যই সফলতা পাওয়া যায় । ফরেক্স মার্কেটে অনেকে হতাশ হয়ে যায় এবং ফরেক্স ছেড়ে পর্যন্ত দেই । আসলে আন্তরিকতা যদি থাকে তবে অবশ্যই লেগে থাকার ক্ষমতা থাকবে ।
কোনো জিনিসের প্রতি যদি আপনার আন্তরিকতা না থাকে তাহলে আপনি কখনোই সে ব্যবসায়ে ভালো করতে পারবেন না । তেমনি আপনি যতি ফরেক্স ব্যবসায়কে হালকাভাবে নেন দেখবন আপনি সহজে মার্কেট থেকে লাভ করতে পারবেন না । সে আপনি যতই ভালো ট্রেডার হন না কোনো ।
হ্যাঁ, যে কোন কাজই আন্তরিকতার সাথে করলে পজেটিভ রেজাল্ট পাওয়া যায় সহজেই। তাই ফরেক্সের ক্ষেত্রেও এর বেতিক্রম হওয়ার কথা নয়। ফরেক্স যখন শিখার জন্য বসব, যখন ট্রেড করার জন্য বসব এবং যখন ডেমো ট্রেড অনুশীলন করব প্রতিটি ক্ষেত্রেই কাজগুলোর আন্তরিকভাবে মনোযোগী হয়ে করতে হবে। শরীরে অলসভাব নিয়ে এখানে কাজে বসলে তা হবে পন্ডশ্রম।
ফরেক্স এর প্রতি আমি অনেক আন্তরিক.এবং হবোই না বা কেন এইটার মাধ্যমে আমি উপ্পার্জন করে থাকি তাই এইটার প্রতি আন্তরিক থাকাটা স্বাভাবিক.আমি প্রতিদিন এইখানে আমার ৬-৭ টি ঘন্টা বে করে থাকি যার মাধ্যমে আমি আয় করতে পারি তাই আইটির প্রতি আমার আন্তরিকতা অনেক.এবং দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে.প্রতিটি ত্রাদের এর ই ফরেক্স এর প্রতি আন্তরিকতা রয়েছে.
ফরেক্স এ আমি নতুন।