-
আমিও াাপনার সাথে এ ব্যাপারে পুরোপুরি ভাবে একমত যে অনেক ট্রেডার এমন রয়েছেন যারা মনে করে দক্ষতা অভিজ্ঞতা কোন বিষয় না ফরেক্সে ট্রেড করলেইতো প্রফিট লাভ করা যায় তাদেরকে বলব হ্যা আপনারা হয়তোবা সামান্য সময়ের জন্য প্রফিটের মুখ দেখেছেন তবে এটির ধারাবাহিকতা কখনই আপনি বজায়ে রাখতে পারবেন না আর তার জন্য আপনার অদক্ষতাই দ্বায়ী।
-
ফরেক্স মার্কেটে করা প্রতিটি ট্রেডেই আমাদের নিজেদের দক্ষতার পরিচয় দিতে হয়। তা না হলে আমাদের লসের সম্মুখীন হতে হয়। ফরেক্স মার্কেট সর্বদা পরিবর্তনশীল একটি মার্কেট। এই মার্কেটে প্রতিনিয়ত প্রাইস পরিবর্তিত হতে থাকে। তাই আমাদের করা প্রতিটি ট্রেড এর আগে আমাদের সতর্ক থাকতে হবে যাতে নিজের অদক্ষতার কারনে কোন ভুল না হয়ে যায়।
-
অবশ্যই ধন্যবাদ জানাই আপনাকে এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনি যা বলেছেন কথাটা সম্পূর্ণ রূপে সত্য কারণ ফরেক্স তাদের জন্য নয় যারা মনে করে যে এই মার্কেটে ঢুকতে পারলেই লাভ করা যাবে ! কিন্ত ভাই আপনি যদি লাভের কৌশলটা না জানেন তবে আপনি কি এখানে বেশিদিন টিকতে পারবেন ? আসলে প্রত্যকটা জিনিসের একটা কৌশল থাকে আর সে কৌশলটা অর্জন করাই হল অভিজ্ঞতা কিংবা দক্ষতা আর এই দক্ষতাই ফরেক্স মার্কেটে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে
-
অবশ্যই । ফরেক্স মার্কেটে আপনার সামান্যতম অদক্ষতা বড় খতির কারণ হতে পারে । কেননা এথানে আপনি যদি দক্ষকা ছাড়া ট্রেড করেন তাহলে আপনাকে লস করতে হবে । কখনোই আপনি প্রফিট করতে পারবেন না । তাই আমার মতে দক্ষতা অর্জন ছাড়া রিয়ালে ট্রেড করা উচিত নয় ।
-
আন্দাজে ট্রেড করে ফরেক্স মার্কেট টিকে থাকা কোন দিন ও সম্ভব নয় । ফরেক্স মার্কেট এ টিকতে হলে আপনাকে ফরেক্স এর নিয়ম এবং মার্কেট সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে । আপনি আন্দাজে ট্রেড করে হয়ত কিছু দিন লাভ করতে পারবেন কিন্তু দিন শেষে আপনি দেখবেন আপনি লস এর তালিকায় আছেন । এ মার্কেট এ কোন কিছু সামান্য পরিমাণে অবহেলা করা হয় তাহলে আপনি লুজার হবেন ।
-
হ্যা ভাই আমি আপনার সাথে একমত এই ব্যাপারে । ফরেক্স মার্কেটে অল্প বিদ্যা ভয়ংকর একটি বিষয় । যারা মার্কেটে এসে মনে করে যে ফরেক্স মার্কেট তো খুবই সহজ একটি ব্যাপার এটি নিয়ে পড়াশুনা করার কি দরকার তাদের মার্কেটে প্রফিট করাটা হবে সীমিত কয়েক দিনের জন্য । তারপর মার্কেট থেকে দেউলিয়া হয়ে যাবে ।
-
অদক্ষতার কারণেই তো ফরেক্সে ৯৫% নতুন ট্রেডার লস করে । কেননা ফরেক্স করতে হলে নিজেকে আগে দক্ষ করে নিতে হবে । অন্যথায় যা বিনিয়োগ করা হবে সব টাকাই চলে যাবে । আর ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা ভাল করে খেয়াল করলে দেখতে পাব যে এটার মাধ্যমে তারাই লাভবান হতে পেরেছে যারা পরিশ্রম করে লেগে থাকতে পেরেছে ।
-
ফরেক্সে কোন দক্ষতা ছাড়াই ট্রেড করতে এসেছে এবং প্রফিটও করেছে মাঝে মধ্যে তারা মনে করে দক্ষতা কোন বিষয় না । কিছু যদি সামান্য পরিমানেও অবহেলো করা হয় তাহলেও তা নিয়ে অনেক দূর্ভোগ পোহাতে হয় । ফরেক্স হল এমনই একটি ব্যবসা যা সামান্য পরিমানেও যদি অবহেলা হয়ে থাকে তাহলেও পরবর্তীতে অনেক সমস্যার সন্মুখীন হতে হয় ।
-
অদক্ষতা ফরেক্সে সফলতা আনে না। সফলতা তারাই পেয়ে থাকে যারা ট্রেড করে শিখে এবং দক্ষতা অর্জন করে। একজন ট্রেডার দক্ষতা লাভ বা ট্রেড ভালো করে না শিখে ট্রেড করে সাময়িক সময়ের জন্য লাভ করে কিন্তু মার্কেটে বেশি দিন টিকে থাকেতে পারে না। একটি ট্রেড করে তখনই সফলতা পাওয়া যায় যখন একজন ট্রেডারের ফরেক্স সম্পর্কে ভালো ধারনা ও অভিজ্ঞতা থাকে।
-
আসলে ফরেক্স এ এই রকম অনেক ট্রেডার আছে যারা সামান্য কিছু জ্ঞান নিয়ে ট্রেড করে যাচ্ছে তারা ভাবছে প্রফিট যখন লাভ করছি তাতে আর কি সমস্যা এতে তাদের ভবিষতে একাউন্ট জিরো হবার সম্ভবনা থাকে।ফরেক্স কোন লটারি বা ভাগ্যর খেলা নয় যে প্রতি নিয়ত আপনি প্রফিট লাভ করবেন।এখানে প্রফিট অর্জন করতে আমাদের মাথা হ্যাঙ হয়ে যাই।শুইধু জ্ঞান বা দক্ষতা ছারাও ট্রেড করার কৌশল ইত্যাদি ব্যাবহার করা লাগে ট্রেড করতে।