-
আসলে আমাদের লস করার অনেক কারন রয়েছে। আমার লস করার কারন গুলোর মধ্যে অন্যতম হল অজ্ঞতা। আসলে আমি ফরেক্স সম্পর্কে অল্প জ্ঞানই আছে যার দরুন আমার এই লস। এছাড়াও আমার মনে হয় মাঝে মাঝে লোভের কারনেও লস করে ফেলি। লস এর কারনে আসলে আমি ফরেক্স স্মপর্কে অনেক কিছু শিখছি।
-
ফরেক্স
আমি বার বার লস করার কারন হল প্রথমত আমি ফরেক্স মার্কেটে নতুন। তারপর আমি এখন প্রফারলিভাবে কাজতা যানিনা। তাই আমি এখন শুধু প্রাকটিস করতেছি।আর এই দিকে ফরম ফোস্টিং করতেছি। আমি এখন ট্রেড প্রাকটিস করতেছি।
-
আমি বার বার লস করি কারন আমি নতুন ট্রেডার। আমি এখন সব কিছু ভালো করে জানিনা।আমি কন ট্রেড করলে তারে কন লাভ হয় না।ফরেক্সে লাভ করতে হলে এর সম্পর্কে অনেক জানতে হবে।আমি ট্রেড প্রাকটিস করছি এর ফলে আমি অবশ্যই লাভ করব।
-
আমরা ফরেক্স মার্কেটে অনেকেই আছি যারা বার বার লস করে যাচ্ছি আসলে আমি মনে করি এর প্রধান কারন হল আমাদের ট্রেড সম্পর্কে ভাল জ্ঞান না থাকা।ফরেক্সে ভাল কিছু করার জন্য তাকে প্রথমে ভাল করে জানতে হবে ফরেক্স মার্কেট কি? বার বার লস থেকে বাঁচতে হলে তাকে ট্রেড করা ভাল করে শিখতে হবে। বার বার লসের কারনে আমাদের মন ভেঙ্গে যায় যার কারনে আমরা ইমোশনাল হয়ে ক্ষতিগ্রস্থ হয়ে পরি তাই মন কে শক্ত করে এই মার্কেট এ আমাদের কে সামনে অগ্রসর হতে হবে ।
-
বার বার ক্ষতির সম্মুখীন হওয়ার একটি প্রধান কারন হল না জেনে বুঝে ট্রেড করা এবং লোভ করা। আবার অনেকে ডেমো ট্রেড অনুশীলন না করেই সরাসরি ফরেক্স ট্রেড করতে চলে আসেন। যারা এই রকম কাজ করেন তাদেরকেই ক্ষতির সম্মুখীন হতে হয়।
-
কোন মানুষই তার ব্যবসায়ে ক্ষতিগ্রস্থতা চায় না সবাই চায় ব্যবসায়ে লাভবান হতে । কিন্তু আমার কিছু ভুলের কারনে আমি আমার ব্যবসায়ে ক্ষতির সম্মুখীন হই যেমন, ধৈর্যহীনতা,লোভ,সতর্কহীনতা অধ্যবসায়ের অভাব এবং মানি ম্যানেজমেন্ট না বোঝার অভাব । এই পদ্ধতি গুলো অনুসরন এবং অনুকরন না করার ফলে আমি বার বার ব্যবসায়ে ক্ষতিগ্রস্থের সম্মুখীন হই ।
-
বেশী লোভে করার কারনেই আমরা ফরেক্স মার্কেট এ সব থেকে বেশী লস করে থাকি কারন মনে করতে হবে আমাদের ভাল করে লাভ করতে হলে এই মার্কেট হতে লোভ অরা ছাড়তে হবে আমাদের কে নিরভেজাল ভাবে ট্রেড করতে হবে তাহলেই আমরা আমাদের লস কে প্রতিরোধ করতে পারব ।
-
যখনই কেউ ফরেক্স ব্যবসা শুরু করে তখনই সবাই লাভের আশা করে কিন্তু দেখা যায় শুরুতে সবাই লস করে। সবচেয়ে খারাপ লাগে লস করলে দেখা যায় সবাই ফরেক্স এর দোশ দেয় কিন্তু আমি দেখেছি লস করার মুল করন হলো নিজের ভুল সিদ্ধান্ত। নিজের ভুলের জন্য ফরেক্স ব্যবসাকে দোশ দিয়ে লাভ নাই। আমি যতবারই লস করেছি ততোবারই দেখা গেছে লোভ করে বড় ট্রেড দেওয়ার কারনে আমি লস করেছি। তাই আমি মনে করি লস থেকে বাচতে হলো লোভ ত্যাগ করতে হবে।
-
আমার মতে ফরেক্স মার্কেট এ বার বার লসের প্রধান কারণ হচ্ছে অভিজ্ঞতার অভাব এবং আমি বিশ্বাস করি ফরেক্স মার্কেট এ আপনি যদি ভালোভাবে পর্যবেকক্ষণ করতে পারেন তাহলে হয়তো আপনি বার বার লসের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভাবনা আছে। আর বার বার লস হলে আমাদের মন ভেঙ্গে যায় যার প্রভাব পড়ে আমাদের ব্যবসায়ের উপর অতএব আমি মনে করি বেশি ইমোশনাল ক্ষতিগ্রস্থ হয়ে যায়। তাই আমি মনে করি আপনাকে বেশি ইমোশনাল হওয়া যাবে মন কে শক্ত করতে হবে ।
-
ফরেক্স এ বার বার লসের কারন হচ্ছে এখানে একই ভুল বার বার করা। আমরা জানার পর ও বেশির ভাগ সময় একই ভুলটা করি। অথবা আমরা ভালো করে ভুলটা সমাধানের পথ খুঁজে বের করিনা। তাই আমাদের উচিত একবার ভুল করলে তা কেনো হয়েছে সেটা ভালো করে খতিয়ে দেখা এবং এটা যাতে পরবর্তীতে আর না হয় সেদিকে নজর রাখা। তাহলে আমরা বার বার লসের হাত থেকে রক্ষা পাবো।