২% মানি ম্যানেজমেন্ট নীতি না মেনে গত কাল আমার একাউন্টের ৬০% শেষ হয়ে গেছে। স্টপ লস ছাড়াই ট্রেড ওপেন ছিল । রাত ১২ টায় জিবিপি উএসডি ১৬০ পিপস নামছে। আমার একাউন্ট প্রায় শেষ । এখন থেকে মানিম্যনেজমেন্ট নিতি মেনে চলতে হবে।
Printable View
২% মানি ম্যানেজমেন্ট নীতি না মেনে গত কাল আমার একাউন্টের ৬০% শেষ হয়ে গেছে। স্টপ লস ছাড়াই ট্রেড ওপেন ছিল । রাত ১২ টায় জিবিপি উএসডি ১৬০ পিপস নামছে। আমার একাউন্ট প্রায় শেষ । এখন থেকে মানিম্যনেজমেন্ট নিতি মেনে চলতে হবে।
নতুন ত্রেদার যে ভুলতি করে থাকে তা হল তারা তাদের একাউন্ত খুব তারাতারি দাবল করতে চায়, অনেক নতুনদের ক্ষেত্রে দেখা জায় যে তারা অনেক সময় এক্ষেত্রে সফলও হয় কিন্তু তারা তাদের এই সফলতা বেসিদিন ধরে রাখতে পারে না এবং এর মুল কারন হল তারা তাদের প্রতিটি ত্রেদ এ অতিরিক্ত ঝুকি নিচ্ছে, তাই তাদের একাউন্ত ও তারাতারি জিরো হয়ে যাচ্ছে। তাই তাদের উচিত তাদের মানি মেনেজমেন্ত অনুশরন করে ত্রেদ করা।
আমাদের সকলেরই মানি ম্যানেজমেন্ট বেশী বেশী করে করব । যে ট্রেডার যত বেশী মানি ম্যানেজমেন্ট করবে সে তত বেশী লাভবান হতে পারবেন । আমরা সকল ট্রেডারই এই মানি ম্যানেজমেন্ট করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও এই ব্যবসা ধৈর্য্যের সহিত এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
মানিম্যানেজমেন্ট তথা অর্থ ব্যবস্থাপনা বিষয়টা অনেক বেশি গরুত্বপূর্ণ । কেননা আমরা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে পরিশ্রম ও সাধনা একসাথে চালিয়ে যেতে হবে । ফরেক্সে ট্রেডিং করে লাভবান হতে হলে অনেক বেশি পরিমাণে বিশ্লেষণী ক্ষমতা তথা নিজস্ব ট্রেডিং সিস্টেমের উন্নতির জন্য কাজ করতে হবে । ফরেক্সে যে যত বেশি পরিমাণে এনালাইসিস করতে পারবে সে তত বেশি সফলতা লাভ করতে পারবে ।
ফরেক্সে সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করা উচিত । ২% মানি ম্যানেজমেন্ট নীতি খুব জনপ্রিয় ও কার্যকর । ২% নীতি হচ্ছে আমাদের মূলধনের ২% সমপরিমাণ মূলধনের ঝুঁকি নেবো আমরা । যেমন আমাদের মূলধন যদি ১০০০ ডলার হয় তবে ২% হরে আমাদের ঝুঁকি নিতে হবে ২০ ডলার । তাই আমরা আমাদের স্টপ লস এ ২০ ডলার এর বেশি দেব না । তার মানে আমাদের ট্রেড যদি বিপরিধে যায় তবে আমাদের মাত্র ২০ ডলার লস হবে । ২% মানি ম্যানেজমেন্ট পদ্ধতিতে আমরা আমাদের লসের পরিমান কমাতে পারি ও অনেক দিন ফরেক্স এ টিকে থাকতে পারি ।
আমি মনে করি এটি ইনভেস্ট এর উপর নির্ভর করে আমি কত % রিস্ক নিব আমার ইনভেস্ট যদি বেশি হয় তাহলে ২% কেন ১০ % রিস্ক নিলেও সমস্যা নাই, এতে লসের চেয় লাবের সম্ভাবনা বেশি। আর যত কম রিস্ক তত লসের সম্ভাবনা বেশি। কারণ আপনি হয়ত ১০ বা ২০ পিপ পর স্টপ লস বসিয়েছেন, এই রকম মার্কেট উঠা নামা করা টা স্বাভিক। তহলে মার্কেট একটু ডাউন্ট করলেই আপনার লসের সম্ভাবনা খুব বেশি আর আপনি যদি রিস্ক বেশি নিয়ে ৫০ বা ১০০ পিপস পর স্টপ লস বসান তাহলে। মার্কেট একান্ত এক্সিডেন্ট না করলে হঠাত করে এত বেশি ডাউন্ট হয় না। তবে শর্ত ব্যালেন্স বেশি হওয়। আর ব্যালেন্স কম হলে আপনি. ৫% থেকে ১% রিস্ক নেন।
মানি ম্যানেজমেন্ট নীতি একেক জনের কাছে একেক রকম ঠিক আছে। তবে নতুনদের খুব কম রিস্ক নেয়া ভাল।আমার মতে মানি ম্যানেজমেন্টের এর দিকে নজর না দিয়ে লিভারেজের দিকে মন দিন। অর্থাৎ লিভারেজ না নিয়ে ট্রেড করুন একাউন্ট কখনো জিরো হবে না।
আমার কাছে এই ২% মানি ম্যানেজমেন্ট নীতি টা অনেক ভাল লাগে। আমি চেষ্টা করি এই নীতির উপর ভিত্তি করে ট্রেড করতে। কারন- আর যাই কোন খুব বেশি লাভ না হলেও আমার লস কম হবে এবং আমার এ্যাকাউন্ট কখনোই জিরো হবে না। আসলে ফরেক্স আমার কাছে একটি পার্ট টাইম জব। এখান হতে যতটুকু আয় হবে তা হবে আমার বাড়তি আয়। সবারই উচিত কোন কোন মানি ম্যানেজমেন্ট নীতি মেনে চলা।
আমার মতে ফরেক্স এ ২% নীতি হল একটি মানি ম্যানেজমেন্ট নিতী । এই নিতী ব্যবহার করে ট্রেড করলে ট্রেডিং এ লস খুব সামান্য হয় । কারণ একজন ট্রেডার স্টপ লস এমন ভাবে ব্যবহার করে থাকেন যে কোন ভাবেই তার লস তিনি তার মুল ব্যালেন্স এর ২% এর বেশি লস গ্রহণ করবেন না । আমাদের সবারই এই নীতি মেনে চলা উচিৎ।
ফরেক্স ত্রেডার দের জন্য মানি ম্যানেজমেন্ট খুবি গুরুত্ত্বপূর্ন।অনেকেই মানি ম্যানেজমেন্ত করতে যেয়ে স্টপ লস টেক প্রফিট ব্যাবহার করে থাকে,এখানে ত্রেডার কোত ভাগ লাভ বা লস নিবেন তা নির্ধারিত করে দিতে পারেন।এখানে অনেক ট্রেডার ২ ভাগ লস নিতে প্রস্তুত থাক২ ভাগ লস হল ১০০ ডলারে ট্রেড দেয়া থাকলে আপনার ২ ডলার ক্ষতি হবার পর ট্রেড কেটে যাবে এবং আপনার আর লস হবে না ।