-
আপনি কত ভলিয়মে ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার ইনভেস্ট এর উপর।। আপনি কত ভলিয়মে ট্রেড করলে।। আপনার একাউন্ট এর সঠিক মানি ম্যানেজমেন্ট করে আপনার একাউন্ট টিকিয়ে রাখতে পারবেন।। আপনার একাউন্ট টিকিয়ে রাখার জন্য মানি ম্যানেজমেন্ট করা অত্যান্ত গুরুত্ব পরন বিষয়।।।
-
আপনি কত লটে ট্রেড ওপেন করলে আপনার অ্যাকাউন্ট ঝুকিমুক্ত থাকবে এটি নির্বর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর এবং আপনার ফরেক্স ট্রেডিং দক্ষতার উপর। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় তা হলে সেক্ষেত্রে আমি মনে করি আপনি সব্বোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করে অ্যাকাউন্টকে ঝুকিমুক্ত রাখতে পারবেন।
-
আমি মনে করি আসলে এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।
-
কত লটে ট্রেড ওপেন করলে ঝুকি কম হবে এটি বলতে গেলে আগে যানতে হবে আপনার ডিপোর্জিটের পরিমান এবং লিভারেজ কত সেটি। মনে করেন আপনার ডিপোর্জিট হল ১০০ ডলার সেই ক্ষেত্রে আপনি সব্বোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করলে ঝুকি অনেকাংশেই কম হবে অর্থাত আপনি যে ট্রেড গুলো ওপেন করবেন ঐ লটে মার্কেট যদি তার প্রতিকূরে ১০০০ পিপস চলে যায় তা হলেই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাবে আর এত বড় পরিবর্তন কখনই এক সাথে ঘটে না।
-
আপনি জানতে চেয়েছেন যে কত ভলুয়াম দিয়ে ট্রেড করা ভাল । আমি মনে করি , আপনি যদি নতুন লোক হন এবং ব্যলেন্স কম থাকে তাহলে আপনাকে ঝুকি এড়ানোর জন্য ০.০১ থেকে ০.০৫ র ভিতর ট্রেড করা ভাল । তাতে করে আপনার ঝুকি কম থাকবে । এবং ভাল করে সময় নিয়ে ট্রেড করতে পারবেন । তাই আপনাকে প্রথম অবস্থায় অল্প ভলুয়মে ট্রেড করা ভাল হবে ।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন আমার খুব বেসি অভিজ্ঞতা নেই ত্ববে আমার মনে হয় প্রতি $১০= ০.১ হিসাবে ট্রেড অপেন করলে আপনার রিক্স কম হবে এবং আপনি মোটামুটি লাভ ও করতে পারবেন ।
যারা সিনিয়র আছেন ও অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন।
-
ফরেক্স অ্যাকাউন্ট এ কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিস্ক কম হবে তা নির্ভর করে ডিপোজিট এর উপর অ্যাকাউন্ট ডিপোজিট বেশি হলে ভলিউম একটু বেশি নিয়ে ট্রেড করা যাবে। তবে সবসময় কম ভলিউম দিয়ে ট্রেড করাটাই ভালো তাতে অ্যাকাউন্ট সেভ থাকে। আমি মনে করি ০.০১ থেকে ০.০৫ ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিস্ক কম হবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে চান তাহলে আপনার থেকে কম ভলিয়ম দিয়ে তট্রেড করাটা আমি ভাল মনে করি ,কারন কম ভলিয়ম দিয়ে ট্রেড করলে আপনার রিস্ক ও কম থাকবে ,আর যদি আপনি চান যে বড় ভলিয়ম এ ট্রেড দিয়ে অনেক প্রফিট করে পেলবেন তাও পারেন কিন্ত আপনার জন্য রিস্ক হয়ে যাবে আর আপনার ক্যাপিটাল সব লস হয়ে যাবে ,কথাই আছে না কম কাও বেশি দিন কাও আর বেশি কাও তো শেষ হয়ে যাও, অতএব ফরেক্স মার্কেটে বেশি দিন টিকে থাকতে হলে কম ভলিয়মে ট্রেড করাটা আমি ভাল মনে করি ।
-
কত লটে ট্রেড ওপেন করতে হবে সেটা নিওরভর করে ট্রেডারের এক্ষতা এবং ব্যালেন্স এর উপর । কেউ যদি ভাল ট্রেডার হয় তবে ১০০ ডলার ব্যালেন্সে 0.05 লটে ট্রেড করতে পারেন । আর যদি একাবারেই নতুন হয় তবে 0.01 লটে ট্রেড করান কম ঝুকি হবে ।
-
ফরেক্স এ টিকে থাকার পেছনে মুল হাতিয়ার হচ্ছে মানি মেনেজমেন্ট। আপনি আপনার একাউন্ট এর ডলার অনুযায়ী % রিস্ক হিসাবে করে ট্রেড নিতে পারেন। আমি মনে করি একাউন্ট এর ২-৫% এর বেশি এক সাথে রিস্ক না নেওয়াই ভালো। আপনি আপনার ব্যলেন্স অনুপাতে হিসাবে করে সেই ভলিউম ব্যবহার করতে পারেন।