-
আমি মাসের প্রথম দিকে গিয়ে দেখলাম আমার মূল বোনাস আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে এসেছে কিন্তু আমি রেফারাল বোনাস পাইনি আসলে কেন এমটি হল আমি বুঝলাম না। তবে আমি যাকে রেফার করছি সে ফোরাম এ পোস্ট করে কিনা আমার জানা নাই। তবে সে যদি পোস্ট করত তাইলে আমি অবশই বোনাস পেতাম।
-
ফরেক্স বাংলা ফোরামে শুধু যে পোস্টিং বোনাস পাওয়া যায় তাই নয়। এখানে কোনো সদস্যকে রেফারাল বানিয়েও বোনাস পাওয়া যায়। রেফারাল যদি সঠিক লিংক ব্যবহার করে অ্যাকাউন্টে ওপেন করে এবং নিয়মিত পোস্ট করে তবে অবশ্যই রেফারার রেফারেল বোনাস পাবে। এক্ষেত্রে যাদের রেফারাল যতটুকু পোস্টিং কাজ করবে সেই অনুপাতে বোনাস পাবে।
-
গত মাসে আমি দেখেছিলাম যে আমি ৫.৩৩ সেন্ট রেফারাল বোনাস পেয়েছি অর্থাত আমার অর্জন হয়েছে কিন্তু আমি মাসের প্রথম দিকে গিয়ে দেখলাম আমার মূল বোনাস আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে এসেছে কিন্তু আমি রেফারাল বোনাস পাইনি আসলে কেন এমটি হল আমি বুঝলাম না।
-
ফোরাম সদস্য বাড়াতে ফোরাম কর্তৃপক্ষের রেফারেল বোনাস সিস্টেম খুব ভালো একটি পদ্ধতি। কিন্তু সাম্প্রতিক কালে রেফারেল বোনাস নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। অনেকেরই রেফারড একাউন্ট থাকলেও সেখান থেকে সে রেফারেল বোনাস পাচ্ছেন না। ব্যাপারটি নিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তেমন কোন উল্লেখযোগ্য শুরু হয় পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই ইন্সটাফরেক্স অথরিটি বিষয়টির একটা সমাধান দিবেন। কেননা ইন্সটাফরেক্স বিশ্বব্যাপী দক্ষ জনবল তৈরি করতে যে প্লায়াস চালিয়ে যাচ্ছেন সেটা আর কোন ব্রোকারের পক্ষে সম্ভব হয়নি। তাই আশা করছি গ্রাহক সুবিধার বিষয়টি তারা গুরুত্বের সহিত দেখবেন।
-
এটা কিভাবে দেয়া হয় ? দয়া করে জানালে উপকৃত হব । আসলে আমার এই সম্পর্কে কোন জ্ঞান কিংবা অভিজ্ঞতা নেই । তাই কেউ যদি জানান ভালো হবে ।যারা রেফারাল বোনাস পাচ্ছেন না তাদের হয়তো নিম্নলিখিত সমস্যা থাকতে পারে:
১। আপনার রেফার করা সদস্য হয়তো পোস্ট দিচ্ছেন না।
-
রেফারাল বোনাস এর সমস্যা
গত মাসে এই ফোরাম থেকে কে কে রেফারাল বোনাস পেয়েছেন । দয়া করে কমেন্ট করেন কারন আমার মনে হচ্ছে আমাদের রেফারাল বোনাস দেয়া হচ্ছে না। যদি না দিয়া থাকে তবে সবার নিজের জন্য আবেদন করেন। সবার কাছে অনুরধ সবাই রেফারাল বোনাস এর জন্য আবেদন করেন...সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
আমি অবশ্যই ফরেক্সে অনেকদিন থেকে কাজ করি। তবে রেফারেল বোনাস সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। আপনারা যারা সিনিয়র মেম্বার আছেন তারা রেফার বোনাস সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করবেন।
-
আমরা সবাই জানতাম ফরেক্স ফোরাম যদি নিজের রেফারেন্সে কোন একাউন্ট বা সদস্য এড করা হয় তাহলে তার একটি নির্দিষ্ট শতাংশ বোনাস পাওয়া যায়। কিন্তু আমি একটি ফরেক্সে আমার একটি রেফারেন্স সদস্য রয়েছে কিন্তু কোন ধরনের বোনাস আমি এখন পর্যন্ত পাইনি। তিনি একজন অ্যাক্টিভ ফরেক্স ট্রেডার এবং সঠিকভাবে রেফারেন্স লিংকের মাধ্যমে মেম্বার এড করা হয়েছে। এটি প্রায় তিন মাস হয়ে গেল কোন রেফারেল বোনাস পাইনি। আশা করি খুব দ্রুত আমরা এর সমাধান পাব।
-
ফরেক্স ফো্রাম তো বোনাস এর ব্যপারে কোন কিছু কারচুপি করেনা সব সময় টিক মত দিয়ে থাকে যা হয়তো অনেক ব্রোকার দেয়না।তবে আমি যা জানি বাংলা ফো্রাম এই ভূল গুলো কখনও করে না কারন এই ফো্রাম এর অনেক সুনাম আছে।যারা রেফাল বোনাস না পেয়ে থাকেন হয়তো ভূল হয়েছে বা বোনাস যোগ হয়েছে কিন্তু বুজা যাচ্ছে না।
যারা রেফারাল বোনাস পাচ্ছেন না তাদের হয়তো নিম্নলিখিত সমস্যা থাকতে পারে:
১। আপনার রেফার করা সদস্য হয়তো পোস্ট দিচ্ছেন না।
২। রেজিষ্ট্রেশনে হয়তো কোন ত্রুটি হয়েছে।
৩। অনিচ্ছাকৃত টেকনিক্যাল গলযোগ হয়েছে।
সমস্যা যেটাই হোক লাইভ চ্যাট বা ইমেইলের মাধ্যমে এডমিনে যোগাযোগ করুন বিস্তারিত জানার জন্য
-
বাংলা ফেরামে শুধু যে পোস্ট প্রতি বোনাস পাওয়া যায় তাই নয় । এখান থেকে যদি কেউ অাপনার রেফারেল থেকে অ্যাকাউন্ট করে তবে তার থেকে আপনি একটা বোনাস পাবেন এবং সেটি দিয়েও ট্রেড করা যাবে । আর এটি করা খুব সহজ বলে আমি মনে করি ।লোকজনের মাধ্যমে প্রচার প্রচারনা করে থাকি যাতে সবাই মিলে ইনকাম করতে পারি,তাই আমরা রেফারেল বানিয়ে থাকি,যদি রেফার ভাল ভাবে কাজ করে থাকে তা থেকে আমরা বোনাস পেয়ে থাকি এই বোনাস কম বা বেশি হয়ে থাকে।