-
ফরেক্স যে কার জীবন এই উপকার এ আস্তে পারে ।ফরেক্স আমার জীবনে ইতিবাচক পরিবর্তন এর ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করবে । আমার দেখা মতে অনেক প্রফেশনাল ট্রেডার আছে যারা ফরেক্স করে অনেক কিছু করতে পারছে তাদের জীবনে ।বর্তমানে স্টুডেন্ট লাইফে সবাই হাতখরচ চালানোর জন্য টিউশনির উপর নির্ভরশীল। কিন্তু আমি ফরেক্স থেকে আয় করি।
-
ফরেক্স না থাকতো তাহলে এতো অল্প পরিশ্রমে ঘরে বসে এই রকম একটা বিশ্বস্ত মার্কেটিং এ কাজ করতে পারা যেত না। ছোট ছোট ইনভেস্ট থেকে মোটামোটি ভাল প্রফিট পাওয়া যায় । এবং ফরেক্স করে নিজের হাত খরচ নিজেই জোগান দিতে পারা যায়।
-
হ্যা, ফরেক্স আমার জীবনে অনকে উন্নতি এনেছে। আমি ঘরে বসে আমার পড়াশোনার পাশাপাশি ফরেক্সে কাজ করে অর্থ উপার্জন করতে পারতেছি।এর দ্বারা আমার বাড়তি চাহিদা গুলো পুরন করতে পারতেছি।
-
আমি মনে করি ফরেক্স ব্যবসা করে আমি আমার অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারব । তাই ফরেক্সকে আমি অনেক ভালবাসি । ফরেক্স আমার জীবনে ইতিবাচক পরিবর্তন এর ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করবে । আমার দেখা মতে অনেক প্রফেশনাল ট্রেডার আছে যারা ফরেক্স করে অনেক কিছু করতে পারছে তাদের জীবনে । তাই আমিও মনে করি ধৈর্য থাকলে আমিও এই মার্কেটে একদিন ভাল একজন ট্রেডার হতে পারব ।
-
হ্যা ,ফরেক্স আমার জীবনে অনেক উপকারে আসছে ,কারন ফরেক্স না থাকলে হয়ত আজ আমি নিজেকে বেকার ছাড়া কিছু বলতে পারতাম না কিন্তু এর কারনে আজ আমি নিজেকে একজন সাবলম্বী মনে করতে পারি ,ঘরে বসেই আয় করতে পারি।
-
আমি মাত্র শুরু করেছি তবে আয় করতে পারব কিনা জানিনা। তবে গুরুজনদের সাহায্য নিয়ে যেভাবে অগ্রসর হচ্ছি তাতে বিফল হব বলে মনে হচ্ছে না। আমি তাদের কথামত যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছি। আমি মনে করি আমরা ছয় মাস পরিশ্রম করলে এই ফোরাম থেকেই একটা ভাল পুঁজি তৈরি করে মুনাফা আয় করতে পারব।
-
আমি ফরেক্সে নতুন তাই কিছু উন্নতি সম্পর্কে বলছিনা। তবে আমার মনে হই আমি যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান নিয়ে ফরেক্স ট্রেডিং করতে পারি তাহলে খুব ই তারা তারি আমার জীবনে উন্নতি বয়ে আনতে পারবো। তাই আমি এখনো চেষ্টা চালিয়ে জেতেছ।
-
ফরেক্স আমার জীবনে অনেক উপকার সহ অনেক পরির্বতন এনেছে।বর্তমানে স্টুডেন্ট লাইফে সবাই হাতখরচ চালানোর জন্য টিউশনির উপর নির্ভরশীল। কিন্তু আমি ফরেক্স থেকে আয় করি। অবশ্যই আমি ফরেক্স থেকে উপকৃত হয়েছি।আমি ফরেক্স করে নিজের হাত খরচ নিজেই জোগান দিতে পারি।
-
ফরেক্স আমার জীবনে উপকারে এসেছে। আমি একজন স্টুডেন্ট। পড়ালেখা করাই আমার কাজ পাশাপাশি আমি কোনো কাজ খুজে পায়নি যে আমার হাতখরচ চলবে। আর আমার ক্ষেত্রে নয় শুধু প্রতিটি এডাল্ট মানু্রসের জন্যই হাতখরচের টাকা লাগে। ফরেক্স করার মাধ্যমে আমি হাতখরচের উপায় পেয়েছি
-
ফরেক্স করো জীবনে উপকারে আসবে তখনই যখন সে ফরেক্স পুরোপুরি আয়ত্তে আনতে পারবে। আমি এখনও এটা ভালোভাবে বুঝতে পারিনি কেননা আমি দুইটা ট্রেড ওপেন করলে সাধারনত একটা লস আর একটা লাভ হয়। তবে আশা রাখি একদিন আমি সব শিখতে পারব এবং ফরেক্স আমার জীবনে পরিবর্তন আনবে।