-
ফরেক্স কোন ম্যাজিক নয় এটা একটা গাণিতিক হিসেব আছে তা আআপ্নাকে আয়ত্ত করতে হবে । তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আর না হয় । আপনি আপ্রবেন না এবং লস দিবেন ।। এই খানে আম্রকেত সম্পর্কে আপনি যদি না বুজেন তাহলে আপনি ট্রেড করে কন সফলাতা পাবেন না। গাণিতিক হিসেব বুজে ট্রেড করলে আপনি সফলাতা পাবেন। এই জন্য আপনাকে গাণিতিক হিসেব তা বুজতে হবে।
-
ফরেক্স ম্যাজিক নয় বা জুয়া খেলা।নয় এটি একিট আন্তর্জাতিক ব্যাবসা যা করে আমরা আমরা অনেক অর্থ ইনকাম করতে পারি সে জন্য আমাদের কিছু নিয়ম অনুসরন করে ট্রেডিং করতে হয়,তাই ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে ফরেক্স মার্কেটের নিউজ প্রতিবার ট্রেড অপেনিং করার সময় দেখতে হবে তাহলে প্রফিট ভাল হবে।
-
হ্যা এটা সত্য যে ফরেক্স কোন আলাদিনের চেরাগ নয়। যে ঘসা দিলেই ফরেক্স ত্রাদে করে প্রফিত এ সবুজ হয় যাবে। এটি একটি শিক্ষনীয় বিষয়। কারন কোন ব্যবসায় শিক্ষা ছাড়া করা সম্ভব নয়।
-
ফরেক্স ব্যবসা কোন প্রকার মেজিক না। কারন ফরেক্স ব্যবসা করতে হলে একজন ফরেক্স ব্যবসাহিকে ভাল করে ফরেক্স ব্য্যবসা শিখতে হয়। আর এর জন্য অনেক পড়াশুনা করতে হয়।তবে আপনি যদি ফরেক্স মার্কেট কে ভাল কতে আয়েত্ত করতে পারেন তবে ফরেক্স করতে পারেন তাই অটাই ভাল।
-
আমিও মনেকরি ফরেক্স কোন ম্যাজিক নয় । ফরেক্স কতগুলো সুত্রের মাধ্যামে উঠা নামা করে। আমরা বিভিন্ন ইন্ডিকেটর এর ব্যবহার করতে পারলে ফরেক্স এর মুভমেন্ট বুঝতে পারব এবং সে মোতাবেক ট্রেড এন্ট্রি নিতে পারব। ফরেকস্ যোগ বা বিয়োগ এর মতো সহজ নয় । এটা একটা জটিল ব্যবসা।
-
ফরেক্স মার্কেট কোন ম্যাজিক বা যাদুর বিষয়বস্তু নয় এটি বিশ্বমানের একটি কারেন্সি মার্কেট যেখানে প্রতিদিন পৃথিবীর সবচেয়ে বেশি পরিমান কারেন্সি বা বৈদেশিক মুদ্র ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে। ডারদের ফরেক্স ট্রেডিংয় বিষয়ে রয়েছে অনেক ভাল দক্ষতা এবং অভিজ্ঞতা তারা এখান থেকে ম্যাজিকের ন্যায় প্রফিট লাভ করে নিতে পারে খুবই অল্প সময়ের ব্যাবধানে।
-
কথাটায় যুক্তি আছে , ফরেক্স ব্যবসায় হচ্ছে আসলেই একটি সূত্র এর মত যে এই মার্কেটের সূত্র মত কাজ করতে পারবে তারাই ফরেক্স থেকে বাল কিছু আশা করতে পারবে । আমি আমার ট্রেড চালাই সম্পণ নিজের বুদ্ধি দিয়ে ।
-
হা ভাই আপনি ঠিক কথাই বলেছেন ফরেক্স মার্কেট কোন প্রকার মেজিক নয় আপনি যদি ফরেক্স মার্কেটে ভাল করে ট্রেড না করতে পারেন তবে আপনার লাভ হবে না পদে পদে আপনি লস করবেন। তাই ফরেক্স মার্কেটকে মেজিক না বেভে ভাল করে পড়া শুনা করে ট্রেড করতে পারলে ভাল।
-
ফরেক্স কখনো ম্যজিক হতে পারেনা এটা একটা ব্যাবসা এই খানে ব্যাবসা করে পরিবার চালাচ্ছে অনেক রেকর্ড রয়েছে তাই আমাদের কে ফরেক্স মার্কেট সফল ট্রেডার হতে হবে অনেক কিছু মেনে ট্রেড করতে হবে।
-
ফরেক্স ট্রেডিং কে যদি ম্যাজিক ভাবা হয় তাহলে কোনদিনই ভাল করা সম্ভব নয় বলে আমি মনে করি । আসলে এটা কোন ম্যাজিক নয় । এটি একটি ব্যবসায । এটিকে ব্যবসায়ের মত করে নিতে পারলে ভাল হবে । আর যারা এটিকে ব্যবসায় হিসেবে নিতে পারবে না । অন্যভাবে দেখবে তারা সফল হবে না ।