-
বড় মূলধন তখনি ব্যবসাকে টিকিয়ে রাখবে যখন আপনি ফরেক্স দক্ষতা অর্জন করবেন । এ দক্ষতা অর্জন করতে সবচেয়ে জানার বিষয় মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারনা থাকা । মানি ম্যানেজমেন্ট দক্ষতা না থাকলে বড় মূলধন কোন আসে না বরং বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন করে ।। তাই ফরেক্সে মানি ম্যানেজমেন্ট বিষয় জানা থাকা হল বড় মূলধন এর পরিপূরক ।
-
আমার মনে হয় যারা অনেক অভিজ্ঞ তারা বড় মূলধন নিয়ে ট্রেড করলে লাভবান হবেন , কিন্তু যারা নতুন তাদের উচিত ছোট মূলধন নিয়ে ট্রেড করা এতে লস এর ভয় কম থাকবে ।
-
হ্যাঁ আমি মনে করি যে ফরেক্স এ বড় ও ছোট মূলধন কোন ফ্যাক্ট না এখানে ফ্যাক্ট হচ্ছে আপনে ফরেক্স সম্পর্কে কি রকম জানেন । তবে যারা অভিজ্ঞ তাদের কে বড় ইনভেস্ট ফরেক্স মার্কেট এ ঠিকে থাকতে সাহায্য করে । যারা নতুন তারা ভুলেও বড় ইনভেস্ট করবেন না ।
-
হ্যাঁ আমি মনে করি বড় ইনভেস্ট আপনাকে ফরেক্স মার্কেট এ টিকে থাকতে সাহায্য করেব তখনি যখন আপনে ফরেক্স এ ভাল দক্ষ হবে । তা নাহলে আপনে বড় ইনভেস্ট করে লাভ বা টিকে থাকতে পারবেন না । কারন ফরেক্স এ এক মিনিটে আপনার বড় ইনভেস্ট জিরো হয়ে জেতে পারে । তাই আপনাকে আগে দক্ষ হতে হবে ।
-
হ্যাঁ, আমি মনে করি বড় মুলধন আপনাকে ফরেক্স এ টিকে থাকতে সহায়তা করে বা করবে ।
-
শুধু বেশী মূলধন হলেই যে আপনি ব্যবসয়ে লাভ করবেন তা ঠিক না আপনার মুনাফার পরিমান নির্ভর করে মার্কেটের উপর আপনার কতটুকু দক্ষতা ,অভিজ্ঞতা আছে তার উপর । মানি ম্যানেজমেন্ট না মানলে অনেক বড় অ্যামাউন্টের মূলধন নিয়েও ফরেক্সে টিকে থাকা অসম্ভব। আর ভাল জ্ঞান থাকলোও যদি মুলধন কম থাকে তাহলে আবার বেশি লটে ট্রেড ওপেন করা যায় না। তাই বলা যায় যে, বেশি মুলধন থাকার পাশাপাশি ভাল জ্ঞান থাকা প্রয়োজন হয়।
-
শুধু মূলধন বেশি হলে যে আপনে ফরেক্স এ টিকে থাকবেন তা নয় ।টিকে থাকতে হলে আপনার সে বিষয় এর উপর ধারণা থাকতে হবে তা না হলে আপনি ট্রেড করেন কিভাবে ।তাই বলি ফরেক্স এ আপনার প্রয়োজন এর উপর ধারণা এবং মুলধন তাহলে আপনে ফরেক্স এ টিকে তাকতে পারবেন ।
-
হ্যা অবশ্যাই বড় মূলধন আমাকে ফরেক্স এ টিকে থাকতে সাহায্য করতে কারন আপার যদি বড় ধরনের মূলধন হয় তাহলে আমি সহযেই অমি মনি ম্যানেজমেন্ট করতে পারবো এবং আমার অনেক বড় লস গেলে আমি সেটি খাপ খাইয়ে উঠতে পারবো। তাই আমি মনে করি বড় মূলধন হলে ফরেক্স মার্কেেট অনেক সময় টিকে থাকা যায় । আর ফরেক্স মার্কেটে ট্রেড করলে যদি মার্কেট কখনো যদি আপনার বিপরিত দিকে যাই তাহলে আপনি বড় ধরনেন মূলধন হলে সেটিকে টিকে রাখতে সাহায্য করতে পারে।
-
আসলে আমরা মনে করি বড় মূলধন না হলে রিস্ক বেশি থাকে ,তবে আমরা যদি ছোট মূলধন এ ঠিক মত মানি ম্যানেজমেন্ট করে থাকি তবে ছোট মূলধন নিয়েও টিকে থাকা সম্ভব । আমরা গরিব দেশের মানুষ , সবসময় বড় বড় মূলধন দিয়ে ট্রেড করা সম্ভব নয় , আর বড় মূলধন একবার রিস্ক এ পড়ে গেলে সে আর ট্রেড করতে সক্ষম হবে না। তাই ট্রেড করতে নতুনদের জন্য কম মূলধন নিয়ে শুরু করা উচিত ।
-
হ্যা বড় মূলধন আমাকে ফরেক্সে টিকে থাকতে সহায়তা করে।এবং তারপর যে বিষয়গুলো হচ্ছে ফরেক্স এর পেয়ার, বিট এবং সূচক কি ইত্যাদি বিভিন্ন ধরনর বিষয় সম্পর্কে জ্ঞানার্জনের মাধ্যমে আপনি ট্রেডিং এর মান বৃদ্ধি করতে পারবেন বলে আমি আশাবাদী। ট্রেডিং এর মান বৃদ্ধি করতে হলে আমাদের কে প্রথমে ভাল করে মার্কেট সম্পর্কে জানতে হবে বুঝতে হবে এ জন্য আমাদের বিভিন্ন মার্কেট বা সোর্স হতে জ্ঞানার্জন করতে হবে তাহলে আমরা আমাদের ট্রেডিং এর মান বৃদ্ধি করতে পারব ।