-
ফরেক্স এ সফল হতে হলে, আপনাকে প্রথমেই ধর্জবান হতে হবে, তার প্রধান কারনটাই হলো, ফরেক্স এ একদিনেই সফল হয়ে উঠা যায় না, এতে সময় লাগে, আর ফরেক্স বেব্শায়ে লাভ ও লস দুটি থাকবে, আমরা লাভের আশায় থাকি, কিন্তু লস তাকে মেনে নিতে পারি না, ইটা বুঝে নিতে হবে যে, লস তাও বেব্শয়ের অংশ. সুতরাং আমাদেরকে ধীরে ধীরে নিজেদেরকে প্রস্তুত করে নিতে ট্রেডিং করার জন্য.
-
ফরেক্র মারকেট এমন একটি মারকেট এই মারকেটে সফলতা অরজন করতে হলে । প্রথমে ফরেক্র মারকেট সম্পরকে ভাল ভাবে যানতে হবে । যারা ফরেক্র মারকেট সম্পরকে ভাল যানেন তারাই । ফরেক্র মারকেটে সফলতা অরজন করতে পারে । যারা ভাল ট্রেডার তাদের সাথে সব সময় যোগাযোগ করলে বা তাদের কথা মেনে চল্লে ফরেক্র মারকেটে সফলতা আসবে ।
-
ফরেক্সে সফলতার মানে হল ভাল প্রফিট লাভ করে এখানে স্থায়ীভাবে টিকে থাকা আর এটি করতে হলে আপনাকে অবশ্যই ভাল ফরেক্স ট্রেডিং করতে জানতে হবে যার কোন বিকল্প নেই আর এটি করতে হলে তার জন্য আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে ফরেক্সের ডেমো ট্রেডিং প্লাটফর্মে যেখান থেকে আপনার বাস্তব ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা তৈরি হবে যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে।
-
যে কোন কাজে সফলতা ও ব্যর্থতা আছে।আর ফরেক্স মার্কেটে সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। ফপনাকে বেশি করে ডেমোতে প্রেকটিস করতে হবে। টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে।
-
ফরেক্স এ সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেড কিভাবে করে সে বিষয়ে আগে ভাল জ্ঞান অর্জন করতে হবে আপনি যদি শফল ট্রেডার হিসাবে নিজেকে গড়তে চান তা হলে আপনাকে ফরেক্স ট্রেডিংয়ে ভালো দক্ষ এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার হতে হবে তাহলেই একজন শফল ট্রেডার হতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে প্লেস এ সফল হওয়ার খুব কঠিন আবার অনেক সহজ যে খুব সহজেই সফল হয় তার কাছে খুব সহজ আর যে ৪ ৫ বছর যাবত ট্রেড করে আসছে কিন্তু ফরেক্স বিজনেস কিছুই বুজতে পারে না তার কাছে ফরেক্স এর সফলতা খুব কঠিন । ফরেক্স নিয়ে অনেক দিন পড়াশুনা করলেই আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন ।
-
ফরেক্স ব্যবসায় আপনি কিভাবে সফল হবেন সেটা প্রথমেই আপনার উপর নির্ভর করবে।কারন আপনাকে ফরেক্স ট্রেডংয়ে সফল হতে হলে আপনাকে প্রচুর পরিমানে ফরেক্স সম্পকে পড়াশুনা করতে হবে।আপনাকে অনেক সময় দিয়ে ফরেক্স ট্রেড করতে হবে ধৈর্য্য ধরতে হবে। ফরেক্স সম্পকে প্রচুর জ্ঞান অর্জনকরতে হবে।ফরেক্স মাকেট এনালাইসিস করতে হবে।এবং লোভকে সামলে রাখতে হবে।বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে।তাহলেই আপনি ফরেক্স ব্যবসায় সফল হবেন।ধন্যবাদ
-
ফরেক্স মার্কেটে সফল হতে গেলে অনেক সময়ের দরকার হয় কারন এক দিনে ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া জায় না কারন ফরেক্স মার্কেটে অনেক কিছু জানা দরকার ফরেক্স মার্কেটে সম্পরকে অভিজ্ঞতা অরজন করতে হবে ফরেক্স মার্কেট সম্পরকে জ্ঞান অরজন করতে হবে ফরেক্স মার্কেটে ট্রড করতে করতে এক দিন ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া জেতে পারে তাই সফলতার জন্য দরকার অনেক পরিশ্রম করা ।
-
।আমার মতে ফরেক্স ট্রেডিংয়ে সফলতা অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই ফরেক্স ট্রেড কিভাবে করে সে বিষয়ে ভাল জ্ঞান অর্জন করতে হবে । আর তখনই আপনি ফরেক্স ট্রেডিং থেকে ভাল প্রফিট লাভ করতে সক্ষম হবেন । আর তখনই হয়ে উঠবেন একজন সফল ফরেক্স ট্রেডার।ফরেক্স হল একটি সহজ ব্যবসা।
-
আমার মতে আপনি ফরেক্স এখনি ট্রেড করার চিন্তা করবেন না। আপনার মাথায় এখনি কোন লাভের আশা করবেন না। এখন শুধু ভাববেন আপনি মাত্র স্কুলে ভর্তি হয়েছেন, স্কুলে ভর্তি হওয়ার পর আগে যেমন পড়ালেখা শিখতে হয়, তারপর পরিক্ষায় পাশ করে চাকুরিতে ডুকে ইনকাম করতে হয়। তেমনি এখন শুধু ফরেক্স কি, কিভাবে এখানে ট্রেড করে, কেন করে, কথায় থেকে এই লাভগুলো আসছে, এসব নিয়ে পড়ুন, তারপর যদি আস্তে আস্তে কিছু বুজতে পারেন তখন ডেমো ট্রেড করবেন কপক্ষে ৬মাস। এভাবেই এগিয়ে যান।