-
ভা্ই এত মজা ভাল না। মজা তখনই টের পাবেন যখন গাঁটের পয়সা গচ্ছা *দিবেন। ফরেক্স কে মজার হিসেবে নিয়েছেন তো মরেছেন, তাই সময় থাকতে সাধু সাবধান। মজা করার জন্য ফরেক্স না করে কিছু উপর্জনের জন্য সিরিয়াস ভাবে ফরেক্স করুন আখেরে লাভ আপনারই হবে। তবে তারপরও যদি আপনার কাছে মজার মনে হয় তবে আমার বলার কিছু নেই।
-
আমার কাছে ফরেক্স মজা লাগে এই জন্য যে, আমি বিশ্বের সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যবসা করছি কারো হেল্প ছাড়াই। এই ব্যবসায় কোন কর্মচারী খাটাতে হচ্ছেনা, তাই বারতি কোন জামেলায় পড়তে হয়না। তাছাড়া আগের দিনে শুধুমাত্র বড়লোক অথবা ব্যাংকগুলোই ফরেক্স ট্রেড করার সুযোগ পেত, কিন্তু বর্তমানে ভিবিন্ন ফরেক্স ব্রোকারের প্রতিযোগিতার কারনে আমরা সাধারণ ট্রেডাররাও ট্রেড করতে পাচ্ছি। এখানে ট্রেড করতে প্রথমে বড় কোন পুঁজি ছাড়াও (ডেমো) ট্রেড শুরু করা যায়। যাতে করে প্রথমে নিজের অদক্ষতার কারনে লস দিলেও সেটা নিজের পুঁজি থেকে যায়না।
-
ফরেক্স একটা অনলাইন বাবসা ।আপনার যখন সময় হবে তখন ই ট্রেড করতে পারবেন টাইম এখানে ধরা বাধা না।নিজেকে আত্তনির্ভরশীল করতে পারবেন ইত্যাদি নানা করনে ফরেক্স অনেক মজার।
-
ফরেক্স মার্কেটে অনেক মজার একটি মার্কেট এই মার্কেটে যদি উপরে জায় বা আবার নিচে জায় তাহলে ফরেক্স মার্কেটে দুই দিক থেকে লাভ করা জায় ফরেক্স মার্কেটে জত ধুরুত ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করা জায় আর কন ব্যবসা থেকে তা সম্ভব না যে অনেক তারা তারি ফরেক্স মার্কেট আয় করা জায় বা টাকা উত্তলন করা জায় ।
-
ফরেক্সে স্বাধীনতাই হল অন্যতম একটা বৈশিষ্ট্য আমি মনে করি যে ফরেক্স তখনই মজার যখন কেউ যথাযথভাবে ফরেক্স থেকে সেই মজাটা নিতে পারে আর যে ব্যাক্তি সদ্য ফরেক্সে তার 500 ডলারের একাউন্ট জিরো করে ফেলেছে আপনি কি বুঝতে পারছেন যে তার জন্য ফরেক্স ঠিক কতটা বেদনা দায়ক হতে পারে! আসলে 500 ডলার হারানোটা ফরেক্সের দোষ নয় এই দোষটা হল সেই ট্রেডারের যে কোন ধরনের মানি ম্যানেজমেন্ট না মেনেই ট্রেড করে সব জিরো করে ফেলেছে ! দোষটা তার ট্রেডিং দক্ষতার , কোনভাবেই ফরেক্সের নয়
-
ফরেক্স ট্রেডিং এর অনেক রকম সুবিধা রয়েছে । তার মধ্যে অন্যতম হল যে কোন জায়গায় যে কোন সময়ই ফরেক্স ট্রেডিং করা যায় । শুধুমাত্র একটি স্মার্ট ফোন বা একটি পিসি এর সাথে ইন্টারনেট সংযোগ থাকলেই হল ।
-
আসলেই ফরেক্স মার্কেট অনেক মজার একটা ব্যবসা। এই ব্যবসাটা মজার হওয়ার পিছনে অনেক কারন আছে। যেমন ফরেক্স ট্রেড ওপেন করে রাখলেই দেখা জায় কখন লাভ হচ্ছে আবার কখন লস হচ্ছে। আর খুব সহজে এখান থেকে টাকা ইনকাম করা যায়।
-
ফরেক্স কেন এত মজার? যারা বলেন ফরেক্স মজার আমি তাদের সাথে একমত হতে পারি না কারন ফরেক্স মজা থেকে বেশি কষ্ট দিয়ে থাকে যারা ফরেক্স কে মজা মনে করেন তবে আমি মনে করি তাদের ফরেক্স সম্বন্ধে জানার ভুল আছে ফরেক্স শিখার এবং ফরেক্স মার্কেটে কাজ করার প্রতিটা স্টেপ কঠিন অ্যানালাইসিস বলেন আর যাই বলেন সবই মানসিক পেইন যারা করে তারা অবশ্যই বুযে মজা না কি পেইন
-
ফরেক্স কেন এত মজার। মজার কারণ এটি একটি সহজ ব্যাবসা। বেশিে প্ররিশ্রম দিতে হয় না। অল্প সময়ে বেশি লাভ। আপনারা কি মনে করেন। ফরেক্স করতে আপনাদের কামন লাগে? আমার তো বেশ মজাই লাগে।
-
ফরেক্স বিজনেস এতো মজা লাগার বিভিন্ন কারন আছে।প্রথম কারন হলো এই ব্যবসার সহজ বোধ্যতা।ঘরে বসে এতো সহজে বাই সেল করা যায় যে সবার ই ভালো লাগে।এরপর আছে ইচ্ছেমত ট্রেড করার প্সীম সাধিনতা।