- 
	
	
	
	
		আমি মনে করি পেশা হিসাবে ফরেক্স খুব ভাল একটা মাধ্যম টাকা আয় করার জন্য । ফরেক্স এমন একতা ব্যবসা যেখানে সবাই কাজ করার সুযোগ পাই তাই যদি কেউ ফরেক্সের কাজ শিখে ফরেক্সে কাজ করতে পারে তাহলে ফরেক্স থেকে সে প্রতিমাসে অনেক টাকা আয় করতে পারবে । ফরেক্সে শর্ট তাইম বা ফুল টাইম ট্রেড করা হোক যে কোন ট্রেডেই লাভ করা যাবে । পেশা হিসাবে তাই ফরেক্স খুব ভাল ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স রিক্সি মাকেট ফোড়েক্স করতে গেলে আপনি যখন তখন লস করতে পারেন আমার লাভ করতে পারেন |তবে পেশে হিসেবে ফরেক্স আমাদের জিবন কে বদল করতে পারে ফরেক্স থেকে আয় করে ফরেক্স মাকেটে ডক্ষ হোয়ে জ়ীবণেড় মোড় ঘুরান জাই |
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স আগে যখন এই বাংলাদেশে আসেনি তখন এই দেশে অনেকটা বেকারত্ত ছিল এবং কেউ অনলাইনে কাজ করতে পারে নি। এখন অনলাইনে কম আর বেশী সবাই একটু না একটু কাজ করে থাকে। তাই ফরেক্স এ যেহেতু ২৪ ঘন্টা খোলা থাকে তাই যে কোন সময়ে করা যায় এই ফরেক্স। কেউ পেশা হিসাবে কাজ করে এবং আবার কেউ পার্ট-টাইম এ কাজ করে থাকে। বাহিরে অফিস ও অনান্য কাজের পাশাপাশি এই ফরেক্স এ কাজ করে থাকে আবার কেউ এই ফরেক্স নিয়েই কাজ করে থাকে। এই যার যার সুবিধা এবং রুচি অনুযায়ী এই ফরেক্স এ কাজ করে থাকে।
	 
 
- 
	
	
	
	
		পেশা হিসেবে ফরেক্সেকে আমি সাপোর্ট করি কারন এখানে কাজের কোন অভাব হই না ভাল দক্ষতা অর্জন করে।আপনি যদি মার্কেটে সময় দিয়ে কাজ করেন সফল হবেনই।
	 
 
- 
	
	
	
	
		বাংলা দেশে চাকরি পাওয়া অনেক কঠিন হয়ে দারিয়েছে তাই ফরেক্স বাবস্যা ভাল একটি উপায় আমদের ইনকাম করার জন্য।আমদের দেশে ভালো রেফারেল আর মোটা অংকের ঘুষ ছাড়া চাকুড়ি পাওয়াই যায় না । আর ব্যাবস্যা করতে গেলে তো অনেক পুজির দরকার । কিন্তু ফরেক্সে দেখুন আমরা অল্প পুঁজি দিয়ে ট্রেড করতে পারব আবার ভালো উপার্জনও করতে পারব । ইনেস্তাফরেক্স ত অনেক সুবিধা করে দিছে
	 
 
- 
	
	
	
	
		ফরেক্সকে পেশা হিসেবে নেওয়া যায় আমি মনে করি।তবে ফরেক্স থেকে উন্নতি সাধন করতে হলে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে।আপনাকে দক্ষ ট্রেডার হয়ে উটতে গেলে কিছু না হলেও এক বছর সময় লাগবে।মার্কেট নিয়ে প্রতিনিয়ত আপনাকে গবেষনা করতে হবে।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স কেউ পেশা হিসাবে নেয় আবার কেই এটাকে সেকেন্ডারি পেশা হিসাবে নেয় অতিরিক্ত আয় করার জন্য । আমার কাছে ফরেক্স সেকেন্ডারি পেশা হিসাবে খুব ভাল লাগে। ফরেক্স করে আমি ভাল সময় কাটাতে পারি এবং আয়ও করতে পারি।
	 
 
- 
	
	
	
	
		আমি মনে করি পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং খুবই চমৎকার । তবে যদি আপনি প্রফিট করতে পারেন । আর যদি নিয়মিত লস করেন দেখবেন আপনার কছে পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং অত্যান্ত বাজে মনে হবে । তাই এই পেশায় ভালো কিছু করতে হলে ফরেক্স এর উপর দক্ষতা অর্জন করতে হবে ।
	 
 
- 
	
	
	
	
		পেশা হিসেবে ফরেক্স অসাধারন। কারন এখানে আপনার কোন বস নেই। নিজেই নিজের বস। লাভ হলেও আপনার লস হলেও আপনার। আপনার কাজের জন্য কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। নিজের পুজি খাটিয়ে ইচ্ছে স্বাধীন মত ব্যবসা করা যায়। আবার ২৪ ঘন্টা খোলা থাকে বিধায় যার যার সুবিধা মত সময়ে কাজ করা যায়। শুধু দরকার ফরেক্স সম্পর্কে জ্ঞান। তাহলেই এ ব্যবসায় সফল হওয়া যায়।
	 
 
- 
	
	
	
	
		পেশা হিসেবে এক কথায় ফরেক্স বেশ চমৎকার।এটা পৃথিবীর অন্যতম সেরা ব্যাবসাগুলোর মধ্যে একতি।ফরেক্স ট্রেডিং বেশ লাভজনক একটা ব্যাবসা এবং এখান থেকে আনলিমিটেড আর্নিং করা যায়।পৃথিবীর আর অন্য কোন ব্যাবসা ফরেক্সের মতো এতোটা লাভজনক নয়।