-
জি আমি নোট করে আমার ভুলগুলো.এবং আমি মনে সক্রি সকল ত্র্দের এর ই এইটি করা উচিত.আমরা সাধারণত লস করলেই কেন লস করলাম তা না জেনেই সাথে সাথে লস উত্তোলন এ নেমে পরি যার ফলে সেই অজানা কারণ বসতি আমার আবার লস করি.তাই লস নোট করে তা পর্যলোচন করা উচিত কেন লস হলো এবং কি করলে এই লস হবেনা.
-
ফরেক্সে মূলত লস নিয়ে আমাদের মধ্য হা-হুতাশের শেষ নেই । আমরা সবাই অনেক বেশি হতাশা্গ্রস্থ এই লসকে নিয়েই । কিন্ত এই লসের মধ্যই নিহিত থাকে আমাদের ভবিষ্যতের সব অসংখ্যা লাভ । তবে তার জন্য অবশ্যই সাধনা করতে হবে । যারা ফরেক্স ব্যবসায় লাভ করে তাদের খোঁজ নিলে দেখা যাবে যে তারা একসময়ে অনেক লস করত । আর সে লস হতেই তাদের একটা গুণ ছিল যে তারা হাল না ছেড়ে লসের কারণ খুঁজে বের করে পরবর্তীতে যে কারণে লস করত সেটা ভালভাবে রিচার্জ করত আর এতেই তারা সফলতার সূত্র খুঁজে পেত ।
-
হুম আমি নোট রাখি.অনেকের মত আমি ও প্রথমে লস করলে তা উত্তোলনের চেষ্টাই নেমে যেতাম এবং যারা বোনাস ডলার দিয়ে ট্রেডিং করে তাদের মধ্যে এই প্রবনতাটা বেশি থাকে.কিন্তু এর ফলে আমরা জানতে পারি ঠিক কি কারণে আমরা লস করলাম যার ফলে আমরা আবার লস করি.তাই ভুল পর্যবেক্ষণ এর মাধ্যমে তা সংশোধনের চেষ্টা করা উচিত.
-
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেড করি এখনো রিয়াল মার্কেটে ট্রেড করিনাই ।ডেমো ট্রেড করার সময় নোট করার চিন্ত আছে কিন্তু অলসতা করে নোট করিনা মাঝে মাঝে ইচ্ছা করে নোট করে রাখতে । আজ থেকে ডেমো ট্রেড করার সময় যে ভুল গুলো হবে সেই ভুল গুলো নোট করে রাখব কারন নোট হয়ত একই ভুল বার বার করা থেকে দুরে রাখবে ।
-
ফরেক্স একটি আধুনিক ব্যবসা।আর ব্যবসা করতে গেলে লাভ লস হবেই।আমাদের সভার উচিৎ সব কিছু নোট করে রাখা যা নতুন দের জন্য অনেক বেশি উপকারি।
-
ফরেক্স করতে হলে আপনাকে কোন না কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। আর এই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে আপনি লাভ লস দুটোরই সম্মুখিন হবেন। তবে আপনি যে পদ্ধতিতেই ট্রেড করেন না কেন তার নোট রাখা জরুরী। আপনি যদি নোট রাখেন তাহলে আপনার ট্রেড সম্পর্কে এ্যানালাইসিস করতে অনেক সুবিধা হবে। লস হলে কোন কোন ভুলের কারনে আপনার ট্রেডটি লস হল তা খুব সহজেই বের করতে পারবেন। পরবর্তীতে আপনার সে ভুল গুলো সংশোধন করার সুযোগ পাবেন। এভাবে যদি আপনি আপনার ট্রেডগুলো হতে আস্তে আস্তে আপনার ভুল গুলো খুজে বের করে সংশোধন করতে পারেন তাহলে সফলতা আপনার হাতে এসে ধরা দিবে।
-
আমি কোন ট্রেডে কত টাকা লাভ করলাম কোন ট্রেডে কত টাকা লস করলাম এবং কি কারনে ট্রেড টিতে লস করলাম তা একটি খাতায় সুন্দর ভাবে লিখেরাখি।এতে করে প্রতিটি ট্রেড লভ ও লস করার কারন ণ্ডলো আমি সুন্দর ভাবে বুঝে থাকি এবং পরবর্তীতে যে কারনে আমি লস করেছিলাম তা এরিয়ে চলি এবং যে কারনে ট্রেড করে আমি লাভ করেছিলাম তা ভালভাবে মনে রাখি।
-
প্রতিটি ট্রেড লাভ ও লস করার কারন ণ্ডলো লিখে রাখলে ঐ ভুল ভবিষ্যত্বে করার সম্ভাবনা অনেকাংশে কমে যায় ববা সম্ভাবনা থাকে না।আমাদের প্রতিটি ট্রেড এর লাভ/ লস এর হিসাব লিখে রাখার প্রয়োজন।
-
আমি লসের কারন খাতায় লিখে রাখি । এতে সুবিধা হলো এই যে মাঝে মাঝে সে গুলি বের করে দেখি আর মনে রাখার চেস্টা করি । আর এভাবে করতে করতে এক সময় মনে গেথে যাবে তখন আর লেখা লাগবেনা বলে আমি মনে করি ।
-
নোট রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হতে হলে অবশ্যেই অনেক বেশি পরিমাণে আমাদেরকে ট্রেডিং এর কলা কৈশল তথা খুঁটিনাটি সম্পর্কে জানতে হবে । কেননা যদি আমরা খুঁটিনাটি সম্পর্কে না জানি তবে অনেক ক্ষেত্রে সামান্য ভুলের কারণে অসামান্য ক্ষতি হয়ে যেতে পারে । সে ক্ষেত্রে নোট করার অভ্যাস করতে হবে ।