ট্রেইনিং সেন্টার তো দূরের কথা আমি কোনো অভিজ্ঞ ফরেক্স ট্রেডারই আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷আমি আমার প্রথম ৬ মাস সময় ব্যায় করেছিলাম শুধুমাত্র জানার জন্য যে ফরেক্স কী আসলেই বিশ্বব্যপী স্বাধীন মুদ্রা বাজার নাকি লাসভেগাসের কোনো সিক্রেট জুয়াখেলা ? শুনেছি,অভিজ্ঞ ফরেক্স ট্রেডারগণ নাকি দেশেই থাকেন না,উনারা বিদেশে-লন্ডন-আমেরিকায় বসে ট্রেড করেন,বসবাস করেন এদেশের বিদ্যুৎ-নেট-পারিপার্শ্বিক দূরাবস্হার কারণে৷আমার কথা হলো-ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷শিখানোর জন্য আমরাই আছি!!