রিয়েল বা লাইভ একাউন্ট হল যেটা আপনার ঘাটের পয়সা খরচ করে ট্রেড করতে হয়। তবে আপনি যদি কোন বিশেষ ধরনের বোনাস নিয়ে ট্রেড করেন যেমন ফোরাম পোস্টিং বা অন্য কোন বোনাস যেমন নো ডিপোজিট বোনাস নিয়ে ট্রেড করলে তাও লাইভ একাউন্ট।
Printable View
রিয়েল বা লাইভ একাউন্ট হল যেটা আপনার ঘাটের পয়সা খরচ করে ট্রেড করতে হয়। তবে আপনি যদি কোন বিশেষ ধরনের বোনাস নিয়ে ট্রেড করেন যেমন ফোরাম পোস্টিং বা অন্য কোন বোনাস যেমন নো ডিপোজিট বোনাস নিয়ে ট্রেড করলে তাও লাইভ একাউন্ট।
যারা ফরেক্স ব্যবসায় দক্ষ তারা অবশ্যই এ ব্যবসা শর্ট টাইম করে থাকে । আমরাও অাগে এ্যানালাইসিস করব এবং মার্কেট ভালোভাবে বুঝব তারপর এই ব্যবসা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আপনারাও এই ব্যবাস ধৈর্য্যের সহিত করার চেষ্টা করুন অবশ্যই সফলকাম হতে পারবেন । যে যত বেশী ধৈর্য্যশীল সে তত বেশী অগ্রসার ।
আমার জানামতে ফরেক্স মার্কেট এর মধ্যে সচারাচর লং টাইম ফ্রেম এ ট্রেড করা ভাল যদিও অনেক দক্ষ ট্রেডার শট টাইম ফ্রেম ব্যবহার করে।কেননা লং টাইম ফ্রেম ব্যবহার করে যা আয় করা যায় শট টাইম ফ্রেম ব্যবহার করেও তাই আয় করা যায়,সুতরাং লং টাইম ফ্রেম ব্যবহার করা হচ্ছে একজন দক্ষ ট্রেডারের টেকনিক।তারপরও মাঝে মাঝে শট টাইম ফ্রেম ব্যবহার হয়ে থাকে যা টিক না।
আমি মনে করি ফরেক্সে যারা দক্ষ তারা মুলত শরত-টাইম ফ্রেমে ট্রেড করে। আমি একজন নতুন ট্রেডার হয়েও জানি যে আমার এক বড় ভাই তিনি একজন দক্ষ ট্রেডার তাকে দেকছি যখন ট্রেড করেন তখন শর্ট টাইম ফ্রেমে ট্রেড করেন । আমি ভালভাবে ট্রেড শিখে ট্রেড ওপেন করলে শরত-টাইম ফেরেমে ট্রেড ওপেন করবো।
না আমি এমনটা মনে করি না। আসলে লং টাইম না শর্ট টাইমে ট্রেড করব এটা যার যার ব্যক্তিগত এ্যানালাইসিসের উপর নির্ভর করে। ফরেক্স মার্কেটে যারা পার্ট টাইম কাজ করে তারা সাধারনত লং টাইম ট্রেড করে থাকে কিংবা যাদের বিনিয়োগ অনেক বেশি তারা লং টাইম ফ্রেমে কাজ করে। আবার যাদের বিনিয়োগ কম তারা শর্ট টাইম ফ্রেমে কাজ করে এবং যারা ফরেক্স এ ফুল টাইম সময় ব্যয় করে তারা শর্ট টাইম ফ্রেমে কাজ করে থাকে বলে আমি মনে করি।
শরট ট্রেডের জন্ন বেশি অভিজ্ঞতা দরকার যা নতুন ট্রেডারদের থাকেনা যেমন স্কাল্পিং আবার লং টাইম বুঝা সেটাও অনেক এনালাইসেসের ব্যাপার যা নতুনদের থাকার কথা নয় । আমার ধারনা এবং আমার শিক্ষকে মতামত অনুযায়ী এগুলি দক্ষতা সম্পন্ন ট্রেডারদের কাজ । মধ্যম গতির ট্রেড হলো নতুনদের জন্ন ।
যারা দক্ষ ট্রেডার তাদের জন্য শর্ট টাইম ফ্রেমে কাজ করলে অল্পতেই লাভবান হওয়া সম্ভব । আমরা সব সময় ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করব তাহলেই আমরা শর্ট টাইমফ্রেমে কাজ করে শান্তি পাব । সুতরাং আমরা আমরা আগে দক্ষতা অর্জন করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অর আপনারাও বেশী বেশী নিউজ দেখেন অবশ্যই লাভবান হতে পারবেন ।
আমার জানা মতে পৃথিবীতে যত দক্ষ ট্রেডার আছেন তারা লং টাইমে ট্রেড করে থাকেন। শর্ট টাইম ট্রেডেও দক্ষ ট্রেডারদের কোন সমস্যা হওয়ার কথা নয়। তারা প্রতিটি ট্রেড এনালাইসিস ও যুক্তি নিয়েই ট্রেড করে থাকেন। দক্ষ ট্রেডারদের জন্য লং ট্রেড এবং শর্টট্রেড কোন বিবেচ্য বিষয় নয় শুধু মানিয়ে নেয়া।
আমি মনে করি শর্ট টাইমফ্রেমে ট্রেড করার মানে হল অল্প সময়ে বেশি টাকা ইনকাম করা।শর্ট টাইমফ্রেমে ট্রেড করলে আপনার অল্প সময়ে অনেক বেশি টাকা লস হওয়ার সম্ভবনা ও বেশি ।আমি যতদূর জানি দক্ষ ট্রেডাররা লং টাইমের ট্রেড করে থাকেন । তারা শর্ট টাইম ট্রেড করেন না। আমি লং টার্ম এর ট্রেড করতেই বেশি সাচ্ছন্দ্য করি । লং টাইমে ট্রেড এ মার্কেট সম্পর্কে ভাল ভাবে বুঝাজাবে ।
শর্ট টাইম ফ্রেম মানে হল অল্প সম্যের মার্কেট টা কে বুঝা। আপনি শর্ট টাইম ফ্রেম এ ভাল করে কাজ করতে পারলে আপনি ফরেক্স থেকে ভাল আয় করতে পারবেন। তবে অভিজ্ঞ না হয়ে শর্ট টাইম ফ্রেম ব্যবহার করা ঠিক না কারন এতে বেশি লস হতে পারে তাই আপনি শর্ট টাইম ফ্রেম ব্যভার করতে হলে আগে আপনাকে অভিজ্ঞ হতে হবে।