-
জি আসলে আমার অনেক বন্ধুইত ফরেক্স ট্রেডিং করে, তবে আমি আমার কিছু বন্ধুদের নিয়ে একটি ফরেক্স এর ফেইসবুক গ্রুপ তৈরী করে নিয়েছি, যেখানে আমরা ফরেক্স এর বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করে থাকি, কোন ট্রেড নেয়া ভালো হবে, কখন নিব, এমনকি অনেকে তাদের ট্রেড অপনে করে তার তাকে প্রফিট এবং স্টপ লস এর টাইম ও উল্লেখ করে দেয়.
-
আমি আজ থেকে চার বছর আগে যখন ফরেক্স ট্রেড করার জন্য আগ্রহ প্রকাশ করি তখন আমার সাথে আমার তিনজন বন্ধু ফরেক্স ট্রেডিং করার জন্য আমার সাথে আগ্রহ প্রকাশ করে । তবে বর্তমানে আমি ব্যতিত আমার অন্য বন্ধুরা ফরেক্স ট্রেডিং করে না । তারা সবাই ঝরে পড়ে গেছে। কিন্তু আমি অনেক কষ্ট ও ধৈর্যধারন করে আখন টিকে আছি ।
-
আমার চার জন বন্ধু ফরেক্সে ট্রেড করছে তাছাড়া আমার বড় ভাই অনেক দিন ধরেই ফরেক্সে ট্রেড করছেন আর আমার ফরেক্সে অভিষেক ঘটেছে মূলত তার মাধ্যমেই। আমি ফরেক্স ট্রেডিংকে এক সময় মনে করতাম এটি অনেক কঠিন এবং অর্থনৈত্তিকদের ব্যাবসা তবে আমার সেই ধারনা এখন সম্পূন্য ভাবে দূর হয়েছে কারন আমি সঠিক ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছিলাম।
-
আমার ৩জন বন্ধু ফরেক্স করে। তারা মোটামুটি ভালই অভিজ্ঞ ও দক্ষ। তারা নিয়মিত কমবেশি প্রফিট করছে ফরেক্স থেকে। আমি ফরেক্সে নতুন আর আমি আমার বন্ধুদের দেখাদেখি ফরেক্সে এসেছি। আমি তাদের অনুসরন করছি এবং কাদের পরামর্শ অনুযায়ি ডেমোতে ট্রেড করছি ও ফোরামে কাজ করছি।
-
আমার যত জন বন্ধু ফরেক্স সম্ভন্ধে জানে তারা সবাই ফরেক্স এ ট্রেড করে। কারন তারা জানে ফরেক্স এ প্রশ্নের উত্তর দিতে কোন টাকা লাগে না বরং টাকা আয় তরা যায়। তারা লেখাপড়ার পাশাপাশি এ কাজ করে এর ফলে তাদের অনেকের পরিবারে দারিদ্রতা দুর হয় আবার অনেকে তার দৈনন্দিন জীবনের চলার খরচ মেটাতে এই কাজ করে থাকে
-
আমার ৩ জন বন্ধু ফরেক্স ট্রেডিং করে, আমি ওদের কাছ থেকেই শিখেছি, এটা অনেক মজার একটা কাজ, আমার করতে অনেক ভাল লাগে, আমি আমার আর বন্ধু এতে যোগদান করাব, যাতে আমাদের মধ্যে একটা বেবসায়িক সম্পর্ক গড়ে উঠে, যেটা পরবর্তীতে খুব কাজে লাগবে, আমি তাদেরকে এটা শিখিয়ে দিলে ওরাও আমাকে একদিন সাহায্য করবে, তাই না।
-
আমি প্রথমে ফরেক্স ট্রেড একাই করি । আমার আশা ছিল যে আমি ফরেক্স ট্রেড করে লাভবান হলে তারপর আমার বন্দুদের ফরেক্স ট্রেড করাব । তার পর আমি ফরেক্স ট্রেড করে লাভবান হয় এবং আমার ৪জন বন্দু কে ফরেক্স ট্রেড করাচ্ছি । এবং তারাও লাভবান হচ্ছে ্
-
ফরেক্স করার জন্য আমার বন্ধুই আমাকে বলে। ফরেক্স সম্পর্কে সে আমাকে আওব ধরনের তথ্য দেয়।
আমারা তিন জন বন্ধু ফরেক্সে কাজ করতেছি। ফরেক্সে আমাদের বন্ধুরর সং্খ্যা বাড়ানোর চেষ্টা করতেছি।
-
আমার অনেক বন্ধুই আছে ফরেক্স
ট্রেডিং করে। আসলে অনেকে আছে
যারা আমরা একসাথে ট্রেডিং শুরু
করেছিলাম। আমাদের মধ্যে মাত্র ৩/৪
জন টিকে আছে আর সবাই ঝরে গেছে।
আসলে আমরা অল্পতেই ইত্তেজিত হয়ে
যাই আর এজন্যই বাকিরা ঝরেগেছে।
-
আমরা ৫ জন বন্ধু মিলে ফরেক্স করি ,ফরেক্স trad করার আগে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে না হলে ভালো করা যাবে না ফরেক্স এ, আমরা যদি একবার ফরেক্সটা ভালোভাবে আয়ত্ব করতে পারি তাহলে আমাদের জীবন অনেক স্বাচ্ছন্দ্যময় হবে