-
আমি ২০১৫ সালের শুরু থেকে ফরেক্স ট্রেডিংয়ের সাথে রয়েছি আর এই সময়ের অনেটা সময়ই আমি ডেমো অনুশীলনের মাধ্যমে অতিবাহিত করেছি যার ফলে আমি ফরেক্স ট্রেডিংয়ে এখন অনেক বেশি দক্ষ এবং অভিজ্ঞ হয়েছি। আমার মনে হয় ভাল ফরেক্স শিখতে হলে ফোরাম এবং ডেমো ট্রেডিংয়ের কোন বিকল্প নেই।
-
ফরেক্স মার্কেটের সাথে আমি বেশি দিন হয় নাই। আমি ২০১৫ সালের দিখে ফরেক্স মার্কেটে পধার্পন করছি কিন্তু এখন পর্যন্ত কোন প্রকার লাভের মুখ দেখতে পারি নাই তাই ফরেক্স মার্কেটে শুধু ট্রেড করলেই হবে না কিন্তু ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান লাভ করেই ট্রেড করা উচিত বলে মনে করি।
-
আমি ফরেক্সে নতুন। তবে আগে থেকে ফরেক্স সম্বন্ধে ধারণা নিতাম। আস্তে আস্তে ফরেক্স সম্বন্ধে আমার ধারণা পালটে যেতে থাকে। আমি ফরেক্স এর প্রতি আগ্রহী হই। আর এইভাবে আমি ফরেক্সে আসি।
-
আমি অনেক দিন আগে ত্থেকে ফরেক্স এর সাথে জড়িত। ফরেক্স এ আমি অনেক দিন ধরে ট্রেড করে আসছি। অনেক অভিজ্ঞতা হয়েছে আমার। আমি প্রায় ২০১৩ সাল থেকে ফরেক্স এর সাথে জড়িত। ফরেক্স এ অনেক কিছউ শেখার আছে। এখানে না শিখে সফলতা পাওয়া সম্ভব নয়।
-
আমি ফরেক্স এ একদমই নতুন। আমি এই বছরেই এর সাথে পরিচিত হয়েছি। আমি ২০১৬ এর ১৭রই মে থেকে এখানে কাজ শুরু করেছি।
-
ফরেক্স মার্কেটে আমি খুব অল্প দিন যাবত কাজ করছি তবে রিয়াল ট্রেডিংয়ে আসার পূর্বে আমি অনেক দিন ধরে ফরেক্সের ডেমো ট্রেডিং প্লার্টফর্মে অনুশীলন করেছি আর আজকের আমার ফরেক্স ট্রেডিংয়ের অনেক অভিজ্ঞতা আমি মনে করি ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আমি লাভ করতে পেরেছি।
-
ফরেক্স মার্কেটে সম্পর্কে আমি ধারনা পাই অনেক আগেই । মার্কেটে *আসার আগে আমি আপওয়ার্কে কাজ করতাম । পরবর্তীতে *আমার এক বড় ভাইয়ের হাত ধরে আমি ফরেক্ মার্কেটে আসি । আমি ফরেক্স মার্কেটে লাইভ ট্রেডিং শুরু করি ২০১৫ সালের ডিসেম্বর মাসে । ধণ্যবাদ ।:bravo:
-
আমিমাএ তিন মাস হলো ট্রেড করা শুরু করছি । তবে এখন যা দেখছি তাতে মনে হয় । তিন বছর ধরে শিখলেও কোন শিখা শেষ হবে না । তাই চেষ্টা করতেছি যদি বেশি সময় দিয়ে তাড়াতড়ি শিখা যায় ।
-
ওপেন করি তখন লক্ষ করবেন ট্রেডটা একটু দেকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। শের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। লসেই শুরু হবে। আর এই লসটাই হল ব্রোকারের কমিশন। সাধারণত একেক ব্রোকারের একেক ধরনের কমিশন কেটে নেয়। এই কমিশনটাকে ফরেক্স এর ভাষায় বলা হয় স্প্রেড। যতবারই নতুন ট্রেড ওপেন করবেন ঠিক ততবারই ব্রোকার আপনার কাছ থেকে স্প্রেড কেটে নিবে এবং
-
আমি ফরেক্সে নতুন যোগ দিয়েছি । ফরেক্সে হয়তো ২ মাসের মত আমি কাজ করছি / আমি ফরেক্সের এই ফোরামে কাজ করি আর ডেমোতে ট্রেডিং প্রাকটিস করতে থাকি । ফরেক্সের ট্রেডিং দক্ষতা বাড়ানোর জন্য ভাল একটা মাধ্যম হলো ডেমো । ডেমোতে বেশি বেশি প্রাকটিস করতে থাকলে ফরেক্সে ভাল করা যাবে । ফরেক্সে যার যত ট্রেডিং দক্ষতা থাকবে সে তত ভাল করতে পারবে তাই ট্রেড ভাল করে শিখতে হবে ।