ভাই আমি পূর্বে নেটেলার পেমেন্ট মেথড ব্যবহার করতাম ফরেক্স থেকে আমার পেমেন্ট নেওয়ার জন্য । কিন্তু বর্তমানে বাংলাদেশে নেটেলার এর ৯৫ শতাংশ অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার কারণে আমি এখন স্ক্রিল এ কনভার্ট হচ্ছি । যদিও নেটেলার এবং স্ক্রিল একই কোম্পানি তবুও স্ক্রিনের সার্ভিস বাংলাদেশের অনেক আগে থেকেই খুবই ভালো । তাই আপনারা যদি চান আপনাদের পেমেন্ট প্রসেসর হিসেবে স্ক্রিল কে বেছে নিতে পারেন কারণ অনেক বিশ্বস্ত ।